স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের চৌগাছায় ব্যস্ত দিন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও চৌগাছার কৃতিসন্তান নাসিমুল গনি (শেলী) আজ (শুক্রবার, ১১ জুলাই ২০২৫) নিজ উপজেলা চৌগাছায় এক ব্যস্ত দিন পার করেছেন। এই দিনে তিনি পঙ্গু ও অসচ্ছল মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ, চৌগাছা মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং খায়রুন্নেছা নার্সিং কলেজ উদ্বোধন করেন। দুপুরে নিজ গ্রামে জুম্মার নামাজ আদায় করেন। তার আগমন উপলক্ষে গোটা চৌগাছা পৌর এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়।
হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠান:
শুক্রবার সকাল ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব চৌগাছা উপজেলা পরিষদে উপস্থিত হন। এ সময় তিনি উপজেলার কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় শেষে হলরুমে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন। ঢাকাস্থ চৌগাছা সমিতির আয়োজনে উপজেলা ও পৌরসভার ২০২ জন পঙ্গু, অসচ্ছল ও চলাচলে অক্ষম ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।
এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও ঢাকাস্থ চৌগাছা সমিতির সভাপতি নাসিমুল গনি (শেলী)। এ সময় তিনি বলেন, "আমাদের সমাজে যারা চলাচলে অক্ষম, তাদের কেউ বোঝা মনে করবেন না। আমরা যে যতটুকু পারি তাদের সাহায্যে এগিয়ে আসব।"
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব এবং চৌগাছার আরেক কৃতিসন্তান মাহাবুবুর রহমান মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকাস্থ চৌগাছা সমিতির সাধারণ সম্পাদক ও সাবেক পরিচালক (নিকডু) অধ্যাপক ডা. মিজানুর রহমান, খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) হুসাইন শওকত, যশোরের পুলিশ সুপার রওনক জাহান, সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা, ঢাকাস্থ চৌগাছা সমিতির দপ্তর সম্পাদক সাহাঙ্গীর আলম প্রমুখ।
এ সময় সিনিয়র সচিবের একান্ত সচিব মো. রাহাত বিন কুতুব, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নুর ই আলম সিদ্দিকী, চৌগাছা উপজেলা সহকারী কমিশনার তাসমিন জাহান, থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহা. আহসানুল মিজান রুমি, উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, উপজেলা জামায়াতের আমির মাও. গোলাম মোর্শেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চল, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ, তরিকুল ইসলাম পৌর কলেজের অধ্যক্ষ মনজুরুল আলম লিটু সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সুবিধাভোগীদের স্বজন ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রধান অতিথি আগত পঙ্গু ও চলাচলে অসচ্ছল ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন।
মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন:
এরপর তিনি চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের জমিতে চৌগাছার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপনে যান। সেখানে পৌঁছালে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য জহুরুল ইসলাম নাসিমুল গনিকে স্বাগত জানান। এরপর দলীয় নেতাকর্মী ও সুধীজনের উপস্থিতিতে মডেল মসজিদের তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া করেন।
খায়রুন্নেছা নার্সিং কলেজ উদ্বোধন:
দুপুর ১২টার দিকে তিনি চৌগাছার আরেক কৃতিসন্তান ডিভাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাসানুজ্জামান রাহিনের নিজস্ব অর্থায়নে নির্মিত খায়রুন্নেছা নার্সিং কলেজ উদ্বোধন করেন। উদ্বোধন পূর্বে তিনি কলেজের বিভিন্ন ভবন ও কক্ষ পরিদর্শন করেন। এরপর উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভায় তিনি অংশ নেন।
খায়রুন্নেছা নার্সিং কলেজের সভাপতি ও ডিভাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাসানুজ্জামান রাহিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি (শেলী)।
এ সময় তিনি বলেন, "চৌগাছার মাটিতে আজ শিল্প কলকারখানা গড়ে উঠেছে শুধুমাত্র রাহিনের কারণে, আমি তাকে ধন্যবাদ জানাই। এখানে বিশ্বমানের ২৫০ শয্যা একটি হাসপাতাল তৈরির কাজ প্রায় তিনি শেষ করেছেন, আজ উদ্বোধন হলো নার্সিং কলেজ যা দেখে আমার নিজের কাছেই ভালো লাগছে। রাহিনের মতো এমন শিল্পপতিরা দেশ গড়ার কাজে এগিয়ে আসলে দেশ দ্রুতই আরও উন্নত হবে।"
তিনি নার্সিং কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "তোমাদের জীবনের একটি নতুন অধ্যায় শুরু হলো। প্রত্যেকে মনোযোগ দিয়ে পড়ালেখা করবে এবং বড় হয়ে দেশ মাতৃকার সেবায় নিজেকে নিযুক্ত করবে।"
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন খুলনার সাবেক সিভিল সার্জন, চৌগাছা সরকারি হাসপাতাল মডেলের অন্যতম কারিগর এবং চৌগাছার কৃতিসন্তান ডা. এ এস এম আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানে অধ্যাপক ডা. মিজানুর রহমান, খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) হুসাইন শওকত, যশোরের পুলিশ সুপার রওনক জাহান, সিভিল সার্জন যশোরের ডা. মো. মাসুদ রানা, সাবেক অতিরিক্ত সচিব এ কে নাজমুজ্জামান শাহিন প্রমুখ বক্তব্য দেন। এসময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে প্রধান অতিথি সিনিয়র সচিব তার নিজ গ্রাম উপজেলার কয়ারপাড়ায় যান এবং সেখানে গ্রামবাসীদের সাথে জুম্মার নামাজ আদায় করেন। নামাজ আদায় শেষে তিনি ডিভাইন সেন্টারে পৌঁছান এবং সেখানে মধ্যাহ্নভোজে অংশ নেন।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ
নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট
সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা
ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান
মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা
নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ
সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা
জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা
ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫