দখল উৎসবে অস্তিত্বহীন কাশিমপুরের খাল

গাজীপুরের কাশিমপুরে শতবর্ষী শফিউল্লাহ খাল দখলের মহোৎসব চলছে। পানিশাইল মোল্লা মার্কেট থেকে চক্রবর্তী পর্যন্ত প্রায় দুই কিলোমিটার খালের ওপর নির্মাণ করা হয়েছে বাড়িঘর ও পাকা স্থাপনা। প্রশাসনের নাকের ডগায় এমন ঘটনা ঘটলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এতে খালের স্বাভাবিক পানিপ্রবাহ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে, যার ফলে হাজার হাজার পরিবার পানিবন্দী হয়ে চরম বিপদে পড়েছেন। খাল দখলের কারণে পানি প্রবাহিত না হতে পারায় তা জমে পচা দুর্গন্ধ ছড়াচ্ছে, যা পরিবেশকে মারাত্মকভাবে দূষিত করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এক সময়ের শফিউল্লাহ খালটি মোল্লা মার্কেট থেকে শুরু হয়ে চক্রবর্তী খালে গিয়ে শেষ হওয়া এই খালটি ছিল এলাকার জীবনরেখা। যখন সড়কপথে যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না, তখন বর্ষা মৌসুমে ছোট-বড় পালতোলা নৌকায় পণ্যসামগ্রী আনা-নেওয়া ও মানুষ চলাচল করত। কৃষকদের শস্য উৎপাদনেও এই খালের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কিন্তু দখলদারদের আগ্রাসনে সেই খাল আজ অস্তিত্ব হারিয়েছে।
কাশিমপুর ১ নং ওয়ার্ডের প্রবীণ শারাফাত আলী স্মৃতিচারণ করে বলেন, "এই খালই ছিল অত্র এলাকার চাষাবাদের প্রয়োজনীয় এমনকি জলাবদ্ধতা নিষ্কাশনের প্রধান মাধ্যম। বর্তমানে ভূমিদস্যুর কবলে পড়ে খালের অস্তিত্ব হারিয়ে ফেলছে। যার কারণে অনেক স্থান ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে, এমনকি কলকারখানার দূষিত পানি এখন মানুষের ঘরে প্রবেশ করে যার ফলে দুর্গন্ধযুক্ত হয়ে পরিবেশ নষ্ট হচ্ছে।" তিনি আরও অভিযোগ করেন, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা পাশ দিয়ে চলাচল করলেও খাল দখলের বিষয়টি তাদের নজরে আসছে না। মৌখিকভাবে অভিযোগ করেও কোনো লাভ হয়নি। তার অভিযোগ, ভূমি অফিসের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী দখলদারদের কাছ থেকে সুবিধা পেয়ে থাকেন। খাল দখল হওয়ায় স্থানীয় লোকজনসহ অসংখ্য গার্মেন্টস শ্রমিক ভাড়াটিয়ারা চরম বিপদে পড়েছেন। এ বিষয়ে স্থানীয় লোকজন বিগত কয়েকদিন আগে মানববন্ধন করে প্রশাসনের নজরে আনার চেষ্টা করেন। মানববন্ধনে তারা খালটি দ্রুত উদ্ধার করে খনন করার দাবি জানান এবং নির্দিষ্ট পরিমাপ তুলে ধরেন।
আরএস রেকর্ডে ২৮/১২৫ নং দাগে ৭০.০ একর সম্পত্তি জনসাধারণের খাল হিসেবে নির্ধারিত আছে। ওই দাগের আশেপাশের দাগগুলো, যেমন ২৮/৪১,৬১,৪৪,৫৪,৪৬,৪৮, সরকারের সম্পত্তি হিসেবে উল্লেখিত। খাল দখল নিয়ন্ত্রণে পবিত্র সংবিধানে বিভিন্ন বিধিবদ্ধ আইন লিপিবদ্ধ থাকা সত্ত্বেও অধিকাংশ ক্ষেত্রে সরকারি-বেসরকারি সংস্থার দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা, স্বঘোষিত সন্ত্রাসী, রাজনৈতিক পৃষ্ঠপোষকতাপ
এমএসএম / এমএসএম

সিডিএ'র কাজ করতে গিয়ে সন্ত্রাসীদের বাধার মুখে ঠিকাদার

পটুয়াখালীতে কিন্ডারগার্ডেন স্কুলের শত শত কোমলমতি শিশু শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

বেনাপোল বন্দরে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞায় বাণিজ্যে স্থবিরতা

রাণীনগরে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলদের বিদায় সংবর্ধনা

সম্প্রীতি বিনিষ্টকারীদের ছাড় নেই: গোপালগঞ্জে সম্মেলনে ডিসি

পল্লী বিদ্যুতের খুঁটির টানায় শক লেগে ৫ শিশু হাসপাতালে

আমন চাষে ব্যস্ত সময় পার করছে হাটহাজারীর কৃষকরা

রৌমারীতে আশ্রয়ণ কেন্দ্রের ঘর সংস্কারের অভাবে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে

ইসলামী আন্দোলনের কর্মীরা মৃত্যুকে ভয় পায় না বলেই আন্দোলন মুছতে পারেনি : এটিএম আজহারুল

বোদায় ১৩৫০ টাকার সার ১৮০০ টাকায় বিক্রি, যৌথ বাহিনীর অভিযান

সমাজ উন্নয়নে শিক্ষার বিকল্প নেই : জহুরুল আলম
