ঢাকা সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

ক্ষেতলালে উন্নত জাতের ধান উৎপাদনে কৃষকের সাফল্য


এম রাসেল আহমেদ, ক্ষেতলাল photo এম রাসেল আহমেদ, ক্ষেতলাল
প্রকাশিত: ১৫-৭-২০২৫ দুপুর ১২:৪৬

জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলায় এহেড সোস্যাল অর্গানাইজেশন (এসো) কর্তৃক বাস্তবায়িত পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহায়তায় ৪০ জন কৃষকের মধ্যে উন্নত জাতের ধানবীজ বিতরণের মাধ্যমে বীজ উৎপাদনে স্বনির্ভরতা গড়ে তোলার কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে।

এই প্রকল্পের আওতায় অংশগ্রহণকারী কৃষকদের মাঝে ব্রি ধান-৮৯ ও ব্রি ধান-৯২ জাতের বীজ, রাসায়নিক সার, জৈব সার, কীটনাশক এবং লাইনে চারা রোপণের প্রশিক্ষণসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহ করা হয়। উন্নত জাত ও বিজ্ঞানভিত্তিক কৃষি পদ্ধতির ফলে কৃষকেরা প্রতিকূল আবহাওয়ার মধ্যেও বিঘা প্রতি ৩৩ থেকে ৪০ মণ ধান উৎপাদন করতে সক্ষম হয়েছেন।

এসো’র উপপরিচালক মো. মোজাফফর রহমান বলেন, “আমরা এই ৪০ জন কৃষককে বীজ উৎপাদনে দক্ষ করে তুলছি, যাতে ভবিষ্যতে নিজেরাই গুণগত মানসম্পন্ন বীজ সংরক্ষণ ও বিতরণ করতে পারেন। এতে স্থানীয় পর্যায়ে বীজের চাহিদা পূরণ হবে এবং কৃষকের উৎপাদন ব্যয়ও কমবে।” তিনি আরও জানান, এসো উৎপাদিত ধান কৃষকের কাছ থেকে সরাসরি ও উচ্চ মূল্যে সংগ্রহ করছে, যাতে কৃষকরা ন্যায্য মূল্য পান ও আর্থিকভাবে লাভবান হন।

উপজেলার তারাকুল গ্রামের কৃষক মো. নাজির হোসেন বলেন, “আমি ব্রি ধান-৯২ জাতের ধান চাষ করেছি। এসো থেকে সব ধরনের সহায়তা পেয়েছি। শতকপ্রতি প্রায় ১ মণ ফলন হয়েছে। এমন ফলন দেখে আমি খুবই আশাবাদী।”

বাঘাপাড়া গ্রামের কৃষক সাইফুল ইসলাম জানান, “আমি ব্রি ধান-৮৯ চাষ করেছি। এই ধান ঝড়ে পড়ে না, ফলনও ভালো। সবচেয়ে বড় কথা—এসো আমাদের কাছ থেকেই ধান কিনে নিচ্ছে। এতে আমাদের লাভ নিশ্চিত হচ্ছে।”

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, এই উদ্যোগ কৃষকদের মধ্যে প্রযুক্তিনির্ভর চাষাবাদের প্রবণতা বাড়িয়েছে, সেই সঙ্গে বীজ উৎপাদনে স্বনির্ভরতার একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। ভবিষ্যতে এই কার্যক্রম আরও বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

ক্ষেতলাল উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আদনান মেহেদী বলেন, “এই প্রকল্প শুধু কৃষকের আয় বৃদ্ধি করছে না, বরং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে। উন্নত জাতের ধানের বীজ স্থানীয় পর্যায়ে উৎপাদনের ফলে কৃষকদের বাজার নির্ভরতা হ্রাস পাবে এবং সার্বিকভাবে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে।”

এমএসএম / এমএসএম

ভারত থেকে আসা মরিচের ট্রাকে অস্ত্র-গুলি, ২ ভারতীয় আটক

‎পাবনায় দু'পক্ষের সংঘর্ষে টেটা বিদ্ধ হয়ে যুবকের মৃত্যু

জুড়ীতে টিকটকে প্রেম, দেখা করতে গেলে মেয়ের স্বজনেরা দিলেন বাল্য বিয়ে: থানায় মামলা

বেনাপোলে এয়ার পিস্তল ও গুলি সহ আটক ২

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরি করে জাহিদুল পেয়েছে আলাদিনের চেরাগ

সুবর্ণচরে স্বেচ্ছাসেবকদল চরক্লার্ক ইউনিয়ন কর্মি সম্মেলন অনুষ্ঠিত

শ্রীনগরে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে রচনা-ক্বেরাত প্রতিযোগিতা

ত্রিশালে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধের ঘুষ বানিজ্যসহ ব্যাপক অনিয়মের অভিযোগ

নাঙ্গলকোটে বিএনপি’র কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুমকীতে ধারের টাকা তুলে দিতে না পারায় স্ত্রীর আত্মহত্যা

‎সাঘাটায় এনসিপি নাম ভাঙিয়ে বাপ–ছেলের চাঁদাবাজির অভিযোগ

বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় ১ নিহত ১ আহত

জয়পুরহাট জেলার ক্ষুদ্রনৃগোষ্ঠীর ভূমিকা, করণীয় ও সরকারের সহযোগিতা শীর্ষক সেমিনার