বাঘায় এক রাতে ৫ দোকানে চুরি, ক্ষয়ক্ষতি ৩ লাখ টাকা

রাজশাহীর বাঘা উপজেলার ৭নং চকরাজাপুর ইউনিয়নের পলাশী নতুনবাজারে এক রাতে ৫টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার (১৪ জুলাই) রাতের কোনো এক সময়ে চোরচক্র তালা ভেঙে অন্তত পাঁচটি দোকানে হানা দেয়। এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়রা ও চুরি হওয়া দোকান মালিক সেলিম সরকার জানান, সোমবার দিনভর ভারী বর্ষণের কারণে বাজারের দোকানগুলো রাত ৯টার আগেই বন্ধ করে সবাই বাড়ি চলে যান। রাতের অন্ধকারে দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকে চোরেরা নগদ টাকা, টিভি, ভারতীয় দামি কোম্পানির বিভিন্ন প্রকার শ্যাম্পু, সাবান, তেলসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।
সেলিম সরকার বলেন, "বাজারের মধ্যে আমার দোকানটি বড় এবং আমার দোকানে নগদ ৭-৮ হাজার টাকাসহ ভারতীয় দামি কোম্পানির শ্যাম্পু, সাবান, বোতল তেলসহ বিভিন্ন পণ্য চুরিতে প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে। মুহিদুল, মালেক সরকার, বক্কার দর্জি ও সামাদের দোকানেও কয়েকটি টিভিসহ অনেক মালামাল লুট করে নিয়ে গেছে।" তিনি জানান, সব মিলিয়ে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং থানায় অভিযোগ দায়ের করবেন বলেও জানান তিনি।
দোকান মালিক সূত্রে জানা যায়, সকালে দোকান খুলতে এসে তারা তালা ভাঙা ও ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখেন। দোকান ব্যবসায়ীরা চুরি হয়েছে বিষয়টি প্রথম বুঝতে পারেন এবং দ্রুত স্থানীয়দের জানান। চুরি হওয়া পাঁচটি দোকান থেকে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন চুরি হওয়া দোকান মালিক মুহিদুল ইসলাম, সেলিম সরকার, মালেক সরকার, বক্কার দর্জি এবং সামাদ চা স্টোল।
পদ্মা নদীর বুকে চর এলাকা চকরাজাপুর ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শিশির আহমেদ জানান, "এ ধরণের চুরির ঘটনা অত্যন্ত নিন্দনীয়। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক।"
এ বিষয়ে বাঘা থানার ওসি তদন্ত সুপ্রভাত মন্ডল বলেন, "চুরির ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ আমরা পাইনি। আপনার মাধ্যমে শুনলাম চর এলাকায় ৫টি দোকান চুরি হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
এমএসএম / এমএসএম

চট্টগ্রামে রাস্তায় ৫০ হাজার অনিবন্ধিত সিএনজি, রাজস্ব হারাচ্ছে সরকার

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু
