বাঘায় এক রাতে ৫ দোকানে চুরি, ক্ষয়ক্ষতি ৩ লাখ টাকা
রাজশাহীর বাঘা উপজেলার ৭নং চকরাজাপুর ইউনিয়নের পলাশী নতুনবাজারে এক রাতে ৫টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার (১৪ জুলাই) রাতের কোনো এক সময়ে চোরচক্র তালা ভেঙে অন্তত পাঁচটি দোকানে হানা দেয়। এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়রা ও চুরি হওয়া দোকান মালিক সেলিম সরকার জানান, সোমবার দিনভর ভারী বর্ষণের কারণে বাজারের দোকানগুলো রাত ৯টার আগেই বন্ধ করে সবাই বাড়ি চলে যান। রাতের অন্ধকারে দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকে চোরেরা নগদ টাকা, টিভি, ভারতীয় দামি কোম্পানির বিভিন্ন প্রকার শ্যাম্পু, সাবান, তেলসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।
সেলিম সরকার বলেন, "বাজারের মধ্যে আমার দোকানটি বড় এবং আমার দোকানে নগদ ৭-৮ হাজার টাকাসহ ভারতীয় দামি কোম্পানির শ্যাম্পু, সাবান, বোতল তেলসহ বিভিন্ন পণ্য চুরিতে প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে। মুহিদুল, মালেক সরকার, বক্কার দর্জি ও সামাদের দোকানেও কয়েকটি টিভিসহ অনেক মালামাল লুট করে নিয়ে গেছে।" তিনি জানান, সব মিলিয়ে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং থানায় অভিযোগ দায়ের করবেন বলেও জানান তিনি।
দোকান মালিক সূত্রে জানা যায়, সকালে দোকান খুলতে এসে তারা তালা ভাঙা ও ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখেন। দোকান ব্যবসায়ীরা চুরি হয়েছে বিষয়টি প্রথম বুঝতে পারেন এবং দ্রুত স্থানীয়দের জানান। চুরি হওয়া পাঁচটি দোকান থেকে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন চুরি হওয়া দোকান মালিক মুহিদুল ইসলাম, সেলিম সরকার, মালেক সরকার, বক্কার দর্জি এবং সামাদ চা স্টোল।
পদ্মা নদীর বুকে চর এলাকা চকরাজাপুর ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শিশির আহমেদ জানান, "এ ধরণের চুরির ঘটনা অত্যন্ত নিন্দনীয়। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক।"
এ বিষয়ে বাঘা থানার ওসি তদন্ত সুপ্রভাত মন্ডল বলেন, "চুরির ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ আমরা পাইনি। আপনার মাধ্যমে শুনলাম চর এলাকায় ৫টি দোকান চুরি হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় ২০০ পরিবারকে টিউবওয়েল ও নগদ অর্থ দিল ছওয়াব বাংলাদেশ
মাধবপুরে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে আহত ১০; বাড়িঘর ভাঙচুর
আদালত ও কালিয়াজুরি এলাকায় মনিরুল হক চৌধুরীর ধানের শীষের গণসংযোগ
গোপালগঞ্জ-৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আবুল বাশার দাড়িয়া
কোটালীপাড়ায় বোরো বীজতলায় পানি দিতে গিয়ে কৃষকের মৃত্যু
দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতা দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত প্রয়োজনীয়ঃ কুমিল্লায় হাজী ইয়াছিন
তারাগঞ্জে প্রাণি-সম্পদ কর্মকর্তার অবহেলায় মজুত থাকা সত্বেও পাচ্ছে না এলএসডি ভ্যাক্সিন, ঝুঁকিতে খামারীরা
চৌগাছায় কপোতাক্ষ নদের মাটি কেটে বিক্রির অপরাধে চার জনকে কারাদন্ড
ধামইরহাটে মডেল সপ্রাবির ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
মানিকগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মাধবপুরে আজ থেকে প্রাথমিক শিক্ষকদের ফের অনির্দিষ্টকালের কর্মবিরতি