বাগমারায় ‘জুলাই গণঅভ্যুত্থান’ উপলক্ষে গ্রাফিতি প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাজশাহীর বাগমারায় ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর বর্ষপূর্তি উপলক্ষে গ্রাফিতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে ভবানীগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তারা জুলাইয়ের গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো তাদের রং-তুলির চিত্রে তুলে ধরে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল ইসলাম প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রতিযোগিতা শেষে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানকে সেরা হিসেবে নির্বাচিত করা হয়।
বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের প্রভাষক মামুনুর রশিদ মামুন, ভবানীগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুনসুর রহমান, ভবানীগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক জসিম উদ্দিন, বালক উচ্চবিদ্যালয়ের শিক্ষক এম এ রকিব এবং ভবানীগঞ্জ ফাজিল মাদ্রাসার শিক্ষক জাবের আলী।
সেরা নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো: ভবানীগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ভবানীগঞ্জ উচ্চবিদ্যালয় এবং চাঁনপাড়া আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়। প্রতিটি প্রতিষ্ঠান থেকে চারজন করে শিক্ষার্থীকে জেলা পর্যায়ের প্রতিযোগিতার জন্য নির্বাচিত করা হয়েছে।
প্রতিযোগিতার বাস্তবায়ন ও মূল্যায়ন কমিটির আহ্বায়ক ইউএনও মাহবুবুল ইসলাম জানান, সরকার জুলাইয়ের গণচেতনাকে জাগ্রত রাখতে “২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন” শীর্ষক এই প্রতিযোগিতার আয়োজন করেছে। নতুন প্রজন্মের মধ্যে জুলাই চেতনা জাগ্রত করায় এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন।
এমএসএম / এমএসএম

কুমিল্লায় পূজায় সাইবার টিম সহ বিশেষ নজরদারি ব্যবস্থাঃ পুলিশ সুপার নাজির আহমেদ

সম্পত্তি আত্মসাতের অভিযোগে পিতা ও ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বেনাপোল দিয়ে আগামীকাল আমদানি-রফতানি বন্ধ

গলাচিপা হরিদেবপুর খেয়াঘাটে যাত্রীদের চরম ভোগান্তি

রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন'র উদ্যেগে চারা বিতরন

সভাপতির পদত্যাগ ও অধ্যক্ষের দূর্নীতির বিচার দাবিতে মানববন্ধন

বাদীর হাতে খুন বিবাদী

বিজয়ী হলে সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবেঃ শাহজাহান ইসলামাবাদী

চাঁদপুর মেডিকেলে এই প্রথম বৈজ্ঞানিক সম্মেলন ও বিজ্ঞান মেলা

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করণে বাঁশখালীতে পুলিশের মতবিনিময়

মান্দায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

অযৌক্তিক ৩ দফা দাবির প্রতিবাদে পটুয়াখালীতে কারিগরি ছাত্র অধিকার পরিষদের 'লাল অঙ্গীকার' কর্মসূচি পালিত
