ঢাকা মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

গাইবান্ধার ফুলছড়িতে আইন-শৃঙ্খলা অবনতি ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১৬-৭-২০২৫ দুপুর ৩:১৪

সারা দেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে গাইবান্ধার ফুলছড়িতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আজ বুধবার (১৬ জুলাই) দুপুরে ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি সাদিকুল ইসলাম নান্নু মিয়ার নেতৃত্বে এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ এম সোলায়মান শহিদের সঞ্চালনায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব অহিদুল ইসলাম জয়, গজারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম, কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম বিদ্যুৎ, সাধারণ সম্পাদক মাসুদ রানা, উদাখালি ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক, উড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবিব, উড়িয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক মাইদুল ইসলাম সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সাতটি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক বিএনপি কর্মী-সমর্থক।

সাংগঠনিক সম্পাদক এইচ এম সোলায়মান শহিদ বলেন, "দেশে পরিকল্পিতভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানো হচ্ছে। প্রশাসনের নির্লিপ্ততা ও নীরব ভূমিকা জনমনে আতঙ্ক ও হতাশা সৃষ্টি করেছে। জনগণ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে।" তিনি অবিলম্বে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড বন্ধের দাবি জানান।

উপজেলা বিএনপির সভাপতি সাদিকুল ইসলাম নান্নু মিয়া তার বক্তব্যে বলেন, "দেশের বর্তমান পরিস্থিতি অত্যন্ত গভীর উদ্বেগজনক। প্রশাসনের নিষ্ক্রিয়তার ফলে সারা দেশে চুরি, ডাকাতি, খুন, গুম সহ নানা অপরাধ বেড়েছে। সাধারণ মানুষ আজ ঘরে-বাইরে কোথাও নিরাপদ নয়। বিশেষ করে রাজনৈতিক প্রতিহিংসা ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্ট করার অপচেষ্টা চলছে।"

তিনি আরও বলেন, "একটি মহল উদ্দেশ্যমূলকভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে দেশের গণতান্ত্রিক কার্যক্রম ব্যাহত করতে চাইছে। প্রশাসনের দায়িত্বহীনতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।" নেতারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, অবিলম্বে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্রুত ও কার্যকর উদ্যোগ নিতে হবে। অন্যথায় বিএনপি ও জনগণ ঐক্যবদ্ধভাবে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।

বক্তারা আরও বলেন, "জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব। প্রশাসন যদি দায়িত্বে ব্যর্থ হয়, তবে জনগণ নিজের অধিকার আদায়ে রাজপথে নামতে বাধ্য হবে।"

এমএসএম / এমএসএম

রাজশাহী-১ আসনে বিএনপির মনোনয়ন ফরম তুললেন শরীফ উদ্দিন

রাণীনগরে প্রায় ৮০ লক্ষ্য টাকা ব্যয়ে নির্মান হলো বৌদ্ধভূমিতে স্মৃতিসৌধ

নাজিরপুরে নামওয়াস্তে কাজ করে ৪০ লক্ষ টাকার শিংহভাগ আত্মসাতের অভিযোগ

মধুখালীতে বিকল্প আয়ের উৎস হিসেবে জেলেদের বকনা বাছুর প্রদান

চট্টগ্রামে গিয়াস কাদের ও হুম্মাম কাদেরের মনোনয়ন পত্র সংগ্রহ

মুকসুদপুর পৌর আওয়ামী লীগের দুই নেতার দলীয় পদ থেকে পদত্যাগ

এবারের নির্বাচন হবে দেশ ও গণতন্ত্র রক্ষার নির্বাচন- মনিরুল হক চৌধুরী

শৃংখলার সাথে প্রত্যেক ভোটারের বাড়ি গিয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করুন : মাহমুদ হাসান খান বাবু

তানোরে তিন ফসলি জমি নষ্ট করে হিমাগার নির্মাণ

যশোরে খেজুরের রস ও গুড় বিক্রির লক্ষ্যমাত্রা ১০০ কোটি টাকা

নোয়াখালীতে মাদক-সন্ত্রাস ও কিশোরগ্যাং রোধে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নেত্রকোনা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

আন্তঃকালেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন