ঢাকা শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

হাটহাজারীতে ভোটার হালনাগাদের পারিশ্রমিক বিতরণে অনিয়মের অভিযোগ


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ১৭-৭-২০২৫ দুপুর ৩:৫৯

হাটহাজারীতে ভোটার তালিকা হালনাগাদের সময় মাঠ পর্যায়ে নিযুক্ত কর্মীদের পারিশ্রমিক বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে।

সূত্র থেকে জানা গেছে, মাঠ পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের জন্য কর্মীদের দৈনিক ভাতা ও অন্যান্য খরচ বাবদ অর্থ বরাদ্দ করা হয়। সেই বরাদ্দকৃত অর্থ ও পারিশ্রমিক প্রদানে হাটহাজারীতে দায়িত্ব পালন করা শিক্ষকদের বেলায় অনিয়ম করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তাদের প্রশ্ন, ভোটার হালনাগাদ বাবদ পারিশ্রমিক (বরাদ্দকৃত অর্থ) ফটিকছড়ি, রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলায় দায়িত্ব পালন করা শিক্ষকরা এক রকম পেলে এ উপজেলার ক্ষেত্রে অন্য নিয়ম হবে কেন।

নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক জানান, "আমরা গত বছরগুলোতেও ভোটার হালনাগাদ কার্যক্রমের দায়িত্ব পালন করেছি, কখনো পারিশ্রমিক নিয়ে এমন সমস্যা হয়নি। এবার বিভিন্ন অজুহাতে আমাদের পাওনা টাকা যথাযথ ভাবে দেয়া হয়নি। শুধু হাটহাজারী উপজেলায় এই অর্থ বিতরণে নয়-ছয় করে কর্মীদের প্রাপ্য পারিশ্রমিক থেকে কম দেওয়া হয়েছে। আমি নিজেও মোট ৯৯টি ফরম পূরণ করেছিলাম কিন্তু যখন টাকার জন্য গেলাম তখন উপজেলা নির্বাচন অফিস ভোটার ফরম বাদের দোহাই দিয়ে আমাকে টাকা কম দিতে চেষ্টা করেন। পরে আমি চ্যালেঞ্জ করে যখন বললাম আমার একটা ফরমও বাদ যায়নি, সবাই ভোটার হয়েছে আমার প্রমাণ আছে তখন তারা পুরো টাকাটা দিয়ে দেন। মোট কথা এ উপজেলায় প্রায় সবার কাছ থেকে অন্তত বিশটা ফরমের টাকা তারা কেটে নেন। এছাড়া বিশেষ ফরমের কোনো টাকাই তারা আমাদের দেননি।"

নাম প্রকাশ না করার শর্তে আরেক শিক্ষক জানান, "হাটহাজারীতে আমরা হালনাগাদ কার্যক্রমে দায়িত্ব পালন করেছি সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী মিলে মোট দুইশত জন। উপজেলা নির্বাচন অফিস আমাদের দিয়ে বিশেষ ফরম পূরণ করালেও সেটার কোনো পারিশ্রমিক প্রদান করেননি। অন্যান্য উপজেলার শিক্ষকরা ভোটার প্রতি পেয়েছেন ৭৪ টাকা করে আর হাটহাজারীতে আমাদের দিয়েছেন ৫০ টাকা করে। অর্থাৎ প্রতি ভোটারে তারা আমাদের ২৪ টাকা করে কম দিয়েছেন। আবার একশ ফরম করলে সেখানে ধরেছেন আশিটা, সত্তরটা করলে ধরেছেন পঞ্চাশটা। অন্যান্য উপজেলায় কর্মীরা বিশেষ ফরমের টাকা পেলেও হাটহাজারীতে আমাদের বিশেষ ফরমের কোনো টাকাই দেননি। নির্বাচন অফিস সঠিকভাবে বিশেষ ফরম সরবরাহও করেননি আমাদের। আমি ফরম পূরণ করেছি একশটা বাট তারা ফরম দিয়েছেন দশটা বাকি ৯০টা ফরম আমার পকেটের টাকায় ফটোকপি করে সরবরাহ করতে হয়েছে। এখন তারা যদি বলেন বিশেষ ফরম হাটহাজারীতে দরকার নাই, তাহলে আমাদের প্রশ্ন যদি দরকার নাই থাকে তবে আমাদের দিয়ে কেন সেটা পূরণ করালেন তারা। আবার আমাদের দেয়া ট্রেনিংয়েও তারা বলেছিলেন প্রত্যেকের জন্য বিশেষ ফরম লাগবে অথচ হাটহাজারীকে বিশেষ এলাকা ঘোষণা করা হয়নি। আবার কারো কারো হিসাবে ১ হাজার ৩০ টাকা প্রাপ্য হলেও তাকে দিয়ে দিয়েছেন ১১শ টাকা। বাড়তি ৭০ টাকা তারা কোথা থেকে দিলেন। অন্যান্যবার কম্পিউটার সিটে নাম, ঠিকানা, টাকার পরিমাণ লেখা কাগজে স্বাক্ষর নিয়ে সঠিক পরিমাণ (কাগজে যত লেখা তত) টাকা দিলেও এবার কাকে কত টাকা দিচ্ছিলেন তা জাস্ট একটা সাদা কাগজে হাতে লিখে রাখতে দেখা গেছে। কেমন যেনো একটা হযবরল অবস্থা তৈরি হয়েছে এবার।"

এদিকে সচেতন মহল বলছেন, এই পারিশ্রমিক বিতরণে অনিয়ম বা নয়-ছয় হলে একদিকে যেমন কর্মীদের কাজের প্রতি অনীহা তৈরি হতে পারে, তেমনি অন্যদিকে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রমও ব্যাহত হতে পারে।

এ ব্যাপারে জানতে চাইলে হাটহাজারী উপজেলা নির্বাচন কর্মকর্তা পরান্টু চাকমা অভিযোগ অস্বীকার করে এ প্রতিবেদককে জানান, "কাউকে টাকা কম দেয়া হয়নি। ফরমের তথ্য পূরণ করে ছবি না তুললে ফরম কমপ্লিট না হলে টাকা কিভাবে পাবেন, আর বিশেষ ফরম মানে সবার জন্য টাকা নয়, যারা সি ক্যাটাগরির ফাইল জমা করেছেন তারাই এই বিশেষ ফরমের টাকা পাবেন। এ উপজেলায় মাত্র পয়ত্রিশটার মতো বিশেষ ফরম অনুমোদন করা হয়েছে।" তিনি আরও বলেন, "এবারের বাজেট ছিল সীমিত তবুও আমরা কাজটা কমপ্লিট করেছি এখানে কোনো দুর্নীতি হয়নি। হয়তো না বুঝে অনেকে এটা সেটা বলছেন।"

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামান জানান, "এ বিষয়ে কেউ এখনো পর্যন্ত লিখিত কোনো অভিযোগ দেননি, কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে দেখে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"

এমএসএম / এমএসএম

সিরাজগঞ্জ-৪ আজাদকে প্রার্থী দিলে বিপুল ভোটের ব্যবধানে জিতবে ধানের শীষ

নোয়াখালীতে সাড়ে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত উদয় বৃত্তি পরীক্ষা–২০২৫

‎গাইবান্ধা সাঘাটায় ৭ নভেম্বর: বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

সাটুরিয়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বালিয়াকান্দিতে মিষ্টি কুমড়া চাষ করে লাক্ষপতি বেকার যুবক রিপন

ভূরুঙ্গামারীতে মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলে গ্রেফতার

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জয়পুরহাটে র‍্যালী ও আলোচনা সভা

অভয়নগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন এক হাজার মানুষ

মনপুরায় গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি'র ঐক্যের প্রত্যয়।বিপ্লব ও সংহতি দিবস পালিত

মোরেলগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‌্যালী ও আলোচনা

রায়পুরে জামায়াত প্রার্থীর মটরসাইকেল শোভাযাত্রা

চন্দনাইশে এলডিপিতে যোগ দিলেন চেম্বার অব কর্মাসের ভাইচ প্রেসিডেন্ট এম মাহাবুব চৌধুরী

হাতের ইশারায় বাবলাকে চিহ্নিত করে দেয়া ব্যক্তিটা কে ?