ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

চৌগাছায় মাধ্যমিকের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ১৭-৭-২০২৫ দুপুর ৪:৪৫

'সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ' স্লোগানকে সামনে রেখে যশোরের চৌগাছায় মাধ্যমিকের শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি প্রতিরোধ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ঐতিহ্যবাহী চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তাসমিন জাহান। কমিটির সাধারণ সম্পাদক তমিজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির আলোচনা করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রশিদ। এ সময় যশোরের দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আল আমিন, উপ-সহকারী পরিচালক কৃষ্ণপদ বিশ্বাস, সংশ্লিষ্ট বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফারুক হোসেন, মৃধাপাড়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও প্রেসক্লাব চৌগাছার সাবেক সভাপতি ইয়াকুব আলীসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রেসক্লাব চৌগাছার আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন সাগরসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।

আলোচকরা এ সময় বলেন, "জুলাই বিপ্লবে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে যারা প্রাণ বিসর্জন দিয়েছেন, স্মরণ করছি তাদেরকে। আমরা বিশ্বাস করি, তারুণ্যের ঐক্য, যুক্তিনির্ভর নেতৃত্বে গড়ে তুলবে আগামীর দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ।"

প্রতিযোগিতায় মোট চারটি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। প্রতিষ্ঠান চারটি হলো, চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়, হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয় এবং চৌগাছা হাজী সর্দার মর্তুজ আলী মাধ্যমিক বিদ্যালয়।

প্রতিযোগীদের বিষয়বস্তু ছিল 'মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটছে'। এতে উল্লেখিত বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেয়। হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী এবং হাজী মর্তুজ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা রানারআপ হয়েছে। প্রধান অতিথি বিজয়ী ও রানারআপ বিদ্যালয়সহ বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়া প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে সনদ, ক্রেস্ট ও মেডেল তুলে দেন।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী রিয়াসাত ইমতিয়াজ ও পাতিবিলা শাহাজান আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ওয়ালিউর রহমান।

এমএসএম / এমএসএম

গাজীপুর-৩ আসনে আলোচনায় বিএনপির ৪ প্রার্থী, একক প্রার্থী নিয়ে নিশ্চিন্ত অন্য দল

আদালতের দোতলা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা হত্যা মামলার আসামির

রায়পুরে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

চট্টগ্রাম-১৩ আসনে তৃণমূল নেতাকর্মীদের পছন্দের শীর্ষে এস এম মামুন মিয়া

চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক

জুড়ীতে কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ে উপহার প্রদান

গাছে ঝুলন্ত লাশ, পা মাটিতে-শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

মানিকগঞ্জ শহরের প্রবেশমুখে গোলচত্বর ও ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন

ভূরুঙ্গামারীতে নবযোগদানকৃত কুড়িগ্রাম জেলা প্রশাসক এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

রাণীশংকৈলে গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৫

হাটহাজারী নাগরিক সেবা নিয়ে বিপাকে পৌরবাসী। তবে কর্তৃপক্ষের দ্রুত সমাধানের আশ্বাস

নওগাঁর মহাদেবপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠির ৩০তম কারাম উৎসব পালিত