চৌগাছায় মাধ্যমিকের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা
'সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ' স্লোগানকে সামনে রেখে যশোরের চৌগাছায় মাধ্যমিকের শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি প্রতিরোধ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ঐতিহ্যবাহী চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তাসমিন জাহান। কমিটির সাধারণ সম্পাদক তমিজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির আলোচনা করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রশিদ। এ সময় যশোরের দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আল আমিন, উপ-সহকারী পরিচালক কৃষ্ণপদ বিশ্বাস, সংশ্লিষ্ট বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফারুক হোসেন, মৃধাপাড়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও প্রেসক্লাব চৌগাছার সাবেক সভাপতি ইয়াকুব আলীসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রেসক্লাব চৌগাছার আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন সাগরসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।
আলোচকরা এ সময় বলেন, "জুলাই বিপ্লবে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে যারা প্রাণ বিসর্জন দিয়েছেন, স্মরণ করছি তাদেরকে। আমরা বিশ্বাস করি, তারুণ্যের ঐক্য, যুক্তিনির্ভর নেতৃত্বে গড়ে তুলবে আগামীর দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ।"
প্রতিযোগিতায় মোট চারটি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। প্রতিষ্ঠান চারটি হলো, চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়, হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয় এবং চৌগাছা হাজী সর্দার মর্তুজ আলী মাধ্যমিক বিদ্যালয়।
প্রতিযোগীদের বিষয়বস্তু ছিল 'মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটছে'। এতে উল্লেখিত বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেয়। হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী এবং হাজী মর্তুজ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা রানারআপ হয়েছে। প্রধান অতিথি বিজয়ী ও রানারআপ বিদ্যালয়সহ বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়া প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে সনদ, ক্রেস্ট ও মেডেল তুলে দেন।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী রিয়াসাত ইমতিয়াজ ও পাতিবিলা শাহাজান আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ওয়ালিউর রহমান।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ
নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট
সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা
ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান
মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা
নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ
সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা
জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা
ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫