ঢাকা বুধবার, ৬ আগস্ট, ২০২৫

সাড়ে ১৫ বছর ফ্যাসিষ্ট শেখ হাসিনা এদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে-পথসভায় মৌলভী লোকমান


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৭-২০২৫ বিকাল ৫:১

খেলাফত মজলিশ প্রতি হিংসার রাজনীতি চায় না, খেলাফত মজলিস ঐক্যের রাজনীতি চায়, আমরা সবার সাথে ভালোবাসা চাই, আমরা বিভাজন করতে চাই না, আমরা একে অন্যের ভাই, আমাদের মধ্যে কোন বিভাজন সৃ‌ষ্টি কারীর ঠাই নেই। আমি যদি নির্বাচিত হতে পারি সকল ধর্ম-বর্ণ সকল দলের নিরাপত্তা নিশ্চিত করা হবে। কোনো অন্যায়কে প্রশ্রয় দেয়া হবে না এ প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী এলাকায় আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন দলীয় প্রতীক ঘড়ি মার্কার নির্বাচনী প্রচারণা। সম্প্রতি মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনে খেলাফত মজলিস কাতারের উপদেষ্ঠা মৌলভী লুকমান আহমদকে সংসদ সদস্য প্রার্থী ঘোষণা করেছে। তিনি বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রার্থী ঘোষণার পর প্রথম নির্বাচনী এলাকায় আগমণ উপলক্ষ্যে বড়লেখা ও জুড়ী উপজেলা খেলাফত মজলিসের নেতাকর্মীসহ সাধারণ জনতা মৌলভী লুকমান আহমদকে নির্বাচনী আসনের দক্ষিণ সীমানায় জুড়ী উপজেলার মানিকসিংহ বাজার এলাকা থেকে কয়েকশ’ মোটর শোভাযাত্রা সহকারে বরণ করেছেন। এরপর সন্ধ্যা পর্যন্ত নির্বাচনী এলাকার ১০ স্থানে তিনি পথসভা করেন। এসময় পথসভাগুলোতে নেতাকর্মীর ঢল নামে। মৌলভী লুকমান আহমদ কুলাউড়া হয়ে নিজ নির্বাচনী এলাকায় প্রবেশ করেন। বেলা আড়াইটায় তিনি মানিকসিংহ বাজারে প্রথম নির্বাচনী পথসভা করেন। পরে জুড়ী নিউ মার্কেট চত্তর, দক্ষিণভাগ বাজার, কাঠালতলী বাজার, বড়লেখা পৌরশহর, দাসেরবাজার, আজিমগঞ্জ বাজারসহ দশ স্থানে পথসভা করেন।

পথসভায় খেলাফত মজলিসের সংসদ সদস্য প্রার্থী লুকমান আহমদ বলেন, পরিবর্তনের আন্দোলনে দেশবাসি অতীতে যেভাবে পাশে ছিলেন, ঠিক সেভাবেই আগামিতেও জনগণকে তিনি পাশে চান। সাড়ে ১৫ বছর ফ্যাসিষ্ট শেখ হাসিনা এদেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছে। গণতন্ত্রকে হত্যা করেছে। আলিম উলামাদের হত্যা, গুম ও ফাঁসিতে ঝুলিয়েছে। এখন সময় এসেছে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার, দেশ বিনির্মাণের।

তিনি  আরও বলেন, তথ্য ও ন্যায় প্রতিষ্ঠার অঙ্গিকার নিয়ে এই অঞ্চলের শিক্ষা স্বাস্থ্য এবং ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে খেলাফত মজলিশ আগামী জাতীয় নির্বাচনে অংশ গ্রহণ করতে যাচ্ছে। সেই নির্বাচনে আমি আপনাদের সন্তান খেলাফত মজলিশ থেকে মনোনীত হয়েছি। ইনশাআল্লাহ আপনারা যদি আমার পাশে থাকেন, এই বড়লেখা-জুড়ীর উন্নয়নে আপনাদের সাথে নিয়ে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে সকলের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। বড়লেখা বাসী যদি আমার পাশে থাকেন, এই বড়লেখাকে মাদক ও সন্ত্রাস মুক্ত করা হবে। আমরা সম্প্রতির রাজনীতি চালু করবো। বড়লেখায় সম্প্রতির রাজনীতি থাকবে, থাকবেনা কোন হানাহানি, সকলের সহ অবস্থান নিশ্চিত করবে খেলাফত মজলিশ, সেই লক্ষ্যে আগামীর নির্বাচনে মাঠে থাকবো এবং আজীবন পাশ হই ফেল হই আপনাদের সাথে থেকে এই বড়লেখার মানুষের জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ। আমাদের লক্ষ্য ইনসাফ প্রতিষ্টা করা, ন্যায় প্রতিষ্ঠা করা, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা, দেশ রাষ্ট্র আমাদের যে অধিকার দিয়েছে জনগনের সেই অধিকার আমরা নিশ্চিত করতে চাই। আসুন, আগামী নির্বাচনে আপনারা যদি দেয়াল ঘড়িকে বিজয়ী করতে চান,আমরা নিশ্চয়তা দিতে চাই, সবচেয়ে নিরাপদ জনপদ হবে বড়লেখা -জুড়ী ইনশাআল্লাহ। 

নিজ নির্বাচনী এলাকায় পদার্পন করতেই মৌলভী লুকমান আহমদকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন, খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সহ-সাধারণ সম্পাদক এমএম আতিকুর রহমান, কাতার শাখার সভাপতি আবদুল হাছিব চৌধুরী, খেলাফত মজলিস বড়লেখা উপজেলা সভাপতি কাজী এনামুল হক, জুড়ী উপজেলা সভাপতি মাওলানা আব্দুস সহিদ, সহ-সভাপতি মাওলানা কাওসার আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা জামাল আহমদ, বড়লেখা উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক ফয়সল আলম স্বপন। এসময় উপস্থিত ছিলেন বড়লেখা পৌর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা লুৎফুর রহমান, সহ সভাপতি মাওলানা মুতাহিরুল ইসলাম, মাওলানা এখলাসুর রহমান, মাওলানা মাহবুব হোসাইন শিবলী, মাওলানা সালেহ আহমদ, সহ সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসান হাদী, মাওলানা মনসুর আহমদ, প্রশিক্ষণ সম্পাদক এনামুল হক মেম্বার, হাবিবুর রহমান, ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি রাফি উদ্দিন মাবরুর, মৌলভীবাজার শহর সভাপতি আব্দুল্লাহ আল নোমান, বড়লেখা উপজেলা সভাপতি জাকারিয়া হোসাইন জাকির, জুড়ী উপজেলা সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ।

এমএসএম / এমএসএম

রৌমারীতে বিয়ের প্রলোভনে তরুনীকে ধর্ষণের ঘটনায় মামলা

মান্দায় ছয় মাস ধরে এসিল্যান্ড শূন্য

পঞ্চগড়ে বিএনপির বিজয় র‌্যালি

প্রশাসনিক অনুমতিতে মরহুম বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনের দাফন সম্পন্ন

সড়ক দুর্ঘটনায় সুবিপ্রবি শিক্ষার্থী নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শোক

পটুয়াখালীতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে জেলা বিএনপির বিজয় র‍্যালি ও সমাবেশ

গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে ঠাকুরগাঁওয়ে বিজয় র‌্যালী

ঝিনাইদহে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তিতে আনন্দ শোভাযাত্রা

ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তিতে ফটিকছড়িতে বিজয় মিছিল-আলোচনা সভা

আর কোন স্বৈরাচারের জন্ম হতে দিবেনা বিএনপি

নোয়াখালী -৪ আসন থেকে দুটি ইউনিয়ন বাদ দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ

২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ প্রতিযোগিতায় দেশসেরা বড়লেখা সরকার ডিগ্রি কলেজ

কুড়িগ্রামে ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় র‍্যালী