ঢাকা সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

ক্ষেতলালে বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন


এম রাসেল আহমেদ, ক্ষেতলাল photo এম রাসেল আহমেদ, ক্ষেতলাল
প্রকাশিত: ১৯-৭-২০২৫ দুপুর ১:৩৩

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের জিয়াপুর সরদারপাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল ওহাবের বসতবাড়িতে প্রতিপক্ষের হামলার ঘটনায় উভয়পক্ষের পাঁচজন আহত হয়েছেন। এই ঘটনায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ওহাবের পরিবারের পক্ষে ভাগিনা সাহিদ ও ছেলে আব্দুল্লাহেল কাফি।

তাঁরা লিখিত বক্তব্যে বলেন, "আমার ফুপা পৈতৃক সূত্রে প্রাপ্ত হয়ে নির্মাণাধীন একটি বাড়িতে সপরিবারে বসবাস করে আসছিলেন। ওই বাড়ি দখল নিয়ে প্রতিবেশী আবু বক্করের সঙ্গে আমার ফুপা আব্দুল ওহাবের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিষয়ে আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত আমার ফুপা আব্দুল ওয়াহেবের পক্ষে রায় দেন। বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উভয়কে নিয়ে একাধিকবার সালিশে বসলেও কোনো সুরাহা হয়নি। বরং তারা আমার ফুপা ও তার পরিবারের লোকজনকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল। এনিয়ে গত বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোর ৬টায় হঠাৎ তারা সংঘবদ্ধ হয়ে আমার ফুপার বাড়িতে ঢুকে দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও ভাঙচুর চালিয়ে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি করে এবং আমার ফুপাসহ চারজনকে দেশীয় অস্ত্র দিয়ে মেরে আহত করে। ওই সময় বেগতিক হয়ে আত্মরক্ষার জন্য ৯৯৯ নম্বরে ফোন দিলে তারা পিছু হটে। পরে ক্ষেতলাল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাদের আমরা বলেছি তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।"

অভিযুক্তরা হলেন, জিয়াপুর সরদারপাড়া গ্রামের মোকলেছারের ছেলে আবু বক্কর, দুদু মিঞার ছেলে মাসুদ, লালটু মিয়ার ছেলে আব্দুল আজিজ, মোকলেছারের ছেলে হাসান, আবুবক্করের ছেলে আসাদ, সাইফুলের ছেলে বুলু মিয়া, মুঞ্জুর ছেলে হাবিব, আ: আজিজের ছেলে সজিব, দুলু মিয়ার ছেলে আব্দুর রহমান, দেলোয়ারের ছেলে আ: রহিম, দুলু মিয়ার ছেলে মিজানুর, মুঞ্জুর ছেলে মামুন ও মুক্তার, কাশিম আলীর ছেলে ওয়াসেক, সোলাইমানের ছেলে দেলোয়ার, বুলু মিয়ার ছেলে ইউনুছ, ওয়াসেকের ছেলে আয়রুল, বেলাল হোসেনের ছেলে আ: হাকিম, আ: বারির ছেলে আবু হোসেন, নান্টু মিয়ার ছেলে ইলিয়াস সহ অজ্ঞাতনামা আরও অনেকেই।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রতিবেশী জানান, ভোরে সিদ্দিক সহ কয়েকজন মিলে আব্দুল ওহাবের বাড়িতে হামলা করতে যায়। তাদের মধ্যে একজন আহত হলে এরপরই আব্দুল ওহাবের নির্মাণাধীন বাড়ি ভাঙচুর করে দেয়।

আব্দুল ওহাব বলেন, প্রতিবেশী আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ দল তার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। এ সময় তারা দেশীয় অস্ত্র দিয়ে হাফসা লোকমান ও সাকিলকে গুরুতর আহত করে। তারা সবাই জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এ বিষয়ে আবু বক্কর সিদ্দিকের সঙ্গে মুঠোফোন যোগাযোগ করা হলে তিনি বলেন, "রোগীকে নিয়ে ব্যস্ত আছি, এ বিষয়ে আপনাদের সাথে পরে কথা বলবো।"

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আবু বক্কর বলেন, "ওই জমিতে মামলা হয়েছিল। আদালত তা খারিজ করে দিয়েছে। উভয়কে নিয়ে আজ শনিবার স্থানীয়ভাবে সালিশের তারিখ ছিল। এর মধ্যে আব্দুল ওহাবের বাড়িতে কাজ করা শুরু করে। আবু বক্কর বাধা দিতে গেলে উভয়পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে।"

ক্ষেতলাল থানা ওসি তদন্ত কামাল হোসেন জানান, "৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থলে আমাদের পুলিশ গিয়ে পরিদর্শন করেছে। ভাঙচুর ও উভয় পক্ষে আহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দু'পক্ষের পাল্টাপাল্টি মামলা হয়েছে।"

এমএসএম / এমএসএম

ভারত থেকে আসা মরিচের ট্রাকে অস্ত্র-গুলি, ২ ভারতীয় আটক

‎পাবনায় দু'পক্ষের সংঘর্ষে টেটা বিদ্ধ হয়ে যুবকের মৃত্যু

জুড়ীতে টিকটকে প্রেম, দেখা করতে গেলে মেয়ের স্বজনেরা দিলেন বাল্য বিয়ে: থানায় মামলা

বেনাপোলে এয়ার পিস্তল ও গুলি সহ আটক ২

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরি করে জাহিদুল পেয়েছে আলাদিনের চেরাগ

সুবর্ণচরে স্বেচ্ছাসেবকদল চরক্লার্ক ইউনিয়ন কর্মি সম্মেলন অনুষ্ঠিত

শ্রীনগরে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে রচনা-ক্বেরাত প্রতিযোগিতা

ত্রিশালে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধের ঘুষ বানিজ্যসহ ব্যাপক অনিয়মের অভিযোগ

নাঙ্গলকোটে বিএনপি’র কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুমকীতে ধারের টাকা তুলে দিতে না পারায় স্ত্রীর আত্মহত্যা

‎সাঘাটায় এনসিপি নাম ভাঙিয়ে বাপ–ছেলের চাঁদাবাজির অভিযোগ

বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় ১ নিহত ১ আহত

জয়পুরহাট জেলার ক্ষুদ্রনৃগোষ্ঠীর ভূমিকা, করণীয় ও সরকারের সহযোগিতা শীর্ষক সেমিনার