শহিদদের রক্তের বিনিময়ে একটা মুক্ত বাংলাদেশ: কবি হাসান হাফিজ
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ বলেছেন, "২০২৪-এর জুলাইয়ে শহিদদের রক্তের বিনিময়ে একটা মুক্ত বাংলাদেশ পেয়েছি। ফ্যাসিবাদীর বিরুদ্ধে সক্রিয় না হলে আমরা সুন্দর বাংলাদেশ পেতাম না।"
নওগাঁয় দুই দিনব্যাপী লেখক সম্মেলন ও কাহ্নপা সাহিত্য পদক পুরস্কার শেষ হলো। দ্বিতীয় দিনে নওগাঁ সাহিত্য পরিষদ আয়োজিত লেখক সম্মেলন ও কাহ্নপা সাহিত্য পদক পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সদর উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ সাহিত্য পরিষদের সভাপতি অরিন্দম মাহমুদ।
কবি হাসান হাফিজ আরও বলেন, "আদি বাংলা ভাষার নির্দেশন শুরু হয় কাহ্নপা দিয়ে, যা নওগাঁয় অবস্থিত। এজন্য ৬৪ জেলার মধ্যে শীর্ষ জেলা নওগাঁ। প্রসিদ্ধ এই জেলায় আসতে পেরে আমার খুবই ভালো লাগছে। এমন একটি সাহিত্য নির্ভর আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে সাহিত্য চর্চা ব্যক্তি ও সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করে, সৃজনশীলতা বৃদ্ধি করে এবং সমাজের প্রতি আরও বেশি সংবেদনশীল হয়ে ওঠে। এছাড়াও, সাহিত্য চর্চা মানুষের ভাষার দক্ষতা, সমালোচনামূলক চিন্তাভাবনা এবং যোগাযোগ করার ক্ষমতা উন্নত করে। সাহিত্য চর্চা চালিয়ে যেতে হবে।"
সীমান্তে হত্যা নিয়ে তিনি বলেন, "আমরা সীমান্তে কোনো হত্যা চাই না। নওগাঁ সীমান্তে হত্যার মতো ঘটনা মাঝেমধ্যেই ঘটে। আমরা রক্তাক্ত চাই না, সেটা বন্ধ করতে হবে। সেজন্য উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীকে ভূমিকা রাখতে হবে।"
লেখক সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে লেখকদের আগমনে এটি মিলনমেলায় পরিণত হয়। লেখক সম্মেলনে দুজন কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক ও অনুবাদক মজিদ মাহমুদ এবং প্রথিতযশা নিভৃতচারী অনুবাদক, হরর গল্পকার, ঔপন্যাসিক ও কবি খসরু চৌধুরীকে কাহ্নপা সাহিত্য পদক প্রদান করা হয়। পদকের অর্থমূল্য, পদক, সম্মাননাপত্র ও উত্তরীয় প্রদান করা হবে।
এ সময় কবি ও গল্পকার মাহফুজ ফারুক এবং কবি রিমন মোরশেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আউয়াল, পৌরসভা প্রশাসক টি.এম.এ মোমিন, কবি আতাউল হক সিদ্দিকী, কবি ও প্রাবন্ধিক আমিনুল ইসলাম, সমাজসেবক ও বিএনপি নেতা মাসুদ হাসান তুহিন, রাজশাহী কালের কণ্ঠের ব্যুরো প্রধান ড. সাদিকুল ইসলাম স্বপন, কথা সাহিত্যিক রবিউল করিম, সাংবাদিক কায়েস উদ্দিন, সাংবাদিক ফরিদ উদ্দিন ও সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন সহ অন্যরা।
আয়োজকরা জানান, নওগাঁর সাহিত্য বিষয়ক সংগঠন নওগাঁ সাহিত্য পরিষদের উদ্যোগে চতুর্থবারের মতো সাহিত্য সম্মেলন হয়। সারা দেশ হতে আগত শতাধিক কবি-সাহিত্যিকরা উপস্থিত ছিলেন। চর্যাপদের অন্যতম কবি কাহ্নপা, যিনি পাহাড়পুর বৌদ্ধ বিহারে বসে চর্যাপদ রচনা করেছেন, তার নামে পদকটি প্রবর্তিত করা হয়েছে। এই পদকের মধ্য দিয়ে বাংলা সাহিত্যের সূত্রপাত বরেন্দ্র অঞ্চল থেকে শুরু হয়েছে, যা বিশ্বের দরবারে তুলে ধরা হবে। এছাড়াও সুস্থ সমাজ বিনির্মাণে নতুন প্রজন্ম শিল্প সাহিত্যের সাথে সম্পৃক্ত হবে এবং মানবিক হয়ে উঠবে। এতে করে সমাজ থেকে অপরাধ প্রবণতা দূর হবে।
এমএসএম / এমএসএম
মোহনপুর উচ্চ বিদ্যালয়কে ব্যঙ্গ করে সভাপতির স্ট্যাটাস, এলাকায় উত্তেজনা
চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে তিন মাদক কারবারি গ্রেপ্তার
রাণীশংকৈলে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে বিশেষ এ্যাডমিশন ফেয়ার এর উদ্বোধন
পাঁচ কোটির ঊর্ধ্বে তরুণ ভোটার ধানের শীষে ভোট দেবে: নিতাই রায় চৌধুরী
চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের কমিটি থেকে গণপদত্যাগ
সিডিএতে চাকুরী নিশ্চয়তা দিয়ে ঘুষ বাণিজ্যের অভিযোগ
নিজের অহমিকা বিসর্জন দেয়াই শ্যামাপূজার মূলশিক্ষা:রণী
পুলিশ পরিদর্শক থেকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন খন্দকার রুহুল আমিন
ডাকাতিয়ার পাড়ে অধিগ্রহণ হচ্ছে চাঁদপুর মেডিকেল কলেজের ৩০ একর জমি
মোহনগঞ্জে দাড়ি নিয়ে কটাক্ষের অভিযোগ তুলে হিন্দু যুবককে জুতার মালা পরিয়ে নির্যাতন
ধামরাইয়ে প্রবাসীর বাড়িতে হামলা বাড়ি-ঘর ভাঙচুর