ঢাকা মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

"বাংলাদেশের অপর নাম জিয়াউর রহমান" - মীর হেলাল


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ২০-৭-২০২৫ দুপুর ৩:১২

হাটহাজারী ছিপাতলী ইউনিয়ন বিএনপি সদস্য সংগ্রহ সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, "বিএনপির এক ইউনিয়নে যত নেতাকর্মী আছে, আপনাদের পুরো দেশজুড়েও অত নেতাকর্মী নাই।" বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তিমূলক মন্তব্যকারীদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, "মুখের ভাষায় বলে দেয় আপনারা কেমন পরিবার থেকে উঠে এসেছেন। যারা জাতীয় নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে তাদের পারিবারিক শিক্ষার অভাব আছে।" বিএনপির সদস্য সংগ্রহ উপলক্ষে বি. গ্রূপ ছিপাতলী, নাঙ্গলমোড়া, গুমানমর্দ্দনের যৌথ আয়োজনে শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় ঈদগাহ স্কুল এন্ড কলেজ মাঠে জন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এ কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, "তার জানে যদি দেশে জাতীয় নির্বাচন হয়, তারা ১০টি সিটও পাবে না। তারা বিনা ভোটে সরকারের অংশীদারত্ব হতে চায়, অন্তর্বর্তী সরকারের সময় সুযোগ নিতে চায়। এজন্য বারবার নির্বাচনের বিপক্ষে বুলি ছুঁড়ছে। তারা ভাবছে দেরিতে নির্বাচন হলে বিএনপির ভোট কমবে, কিন্তু ১০০ বছর পর নির্বাচন হলেও বিএনপি ২৭০টির অধিক আসন পাবে।"

ছিপাতলী ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. আবুল খায়েরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামাল হোসাইন, নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লায়েন সালাউদ্দিন আলী ও গুমানমর্দ্দন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মুজিবুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, পৌরসভার আহ্বায়ক জাকের হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন, পৌরসভা বিএনপির সদস্য সচিব আহিদুর আলম, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ শুক্কুর, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী, উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন শিমুল, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তাকিবুল হাসান চৌধুরী তাকি, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনিসহ জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে দুপুর থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে জনসভায় যোগ দিতে মিছিলে মিছিলে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত হন। এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে ঈদগাহ স্কুল মাঠের সমাবেশ স্থল। হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে সমাবেশ স্থল জনসমুদ্রে পরিণত হয়।

পরে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য শেষে মীর হেলাল তিন ইউনিয়নের আহ্বায়ক সদস্য সচিবের হাতে আনুষ্ঠানিকভাবে সদস্য ফরম তুলে দেন।

এমএসএম / এমএসএম

জুলাই আন্দোলনে মোজো সাংবাদিকদের সাহসী ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে : শহীদুল হক

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের ১৯ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

কুমিল্লা-৯ আসন পূর্নবহাল রাখাতে মানববন্ধন

নতুন বাংলাদেশ গড়ার বীর সন্তানদের প্রতি গভীর সমবেদনা জানালেন শেখ সাদী

জুলাই শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন -খোরশেদ আলম

কক্সবাজারে এসিআই ক্রপ কেয়ারের পরিবেশক সম্মেলন: কৃষি উন্নয়নে নতুন উদ্ভাবনের প্রতিশ্রুতি

বিদ্যালয়ের জমি দখল ও অর্থ আত্মসাতের অভিযোগে চিতলমারীতে মানববন্ধন

মাদারীপুরে কুকুরের উপদ্রব: জনভোগান্তি চরমে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাভা‌রে সাবেক ইউপি সদস্যের নির্মানাধীন বাড়ি অবরুদ্ধ করে চাঁদা দাবি

বড়লেখায় দুর্ধর্ষ চুরির ঘটনায় যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নাগেশ্বরীতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহসচিবের সাথে ইরানী প্রতিনিধি দলের সাক্ষাৎ অনুষ্ঠিত

বরগুনায় চেক প্রতারণার মামলায় পলাতক প্রতারক জসিম কারাগারে