ঢাকা রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

ডা. আব্দুস সামাদের উদ্যোগে রৌমারী গ্রামের ভাঙা রাস্তা মেরামত


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৭-২০২৫ দুপুর ৩:১৪

কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর ইউনিয়নের নটান পাড়া গ্রামের স্বাস্থ্য কমপ্লেক্সের উত্তর পাশে একটি গুরুত্বপূর্ণ রাস্তার বেহাল দশা দীর্ঘ দিন ধরে এলাকাবাসীর নিত্যদিনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। বর্ষার সময় এই দুর্ভোগ চরমে পৌঁছায়। অথচ, এই রাস্তা দিয়েই প্রতিদিন শত শত মানুষ, বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীরা স্কুলে যাতায়াত করে। যাতায়াতের ক্ষেত্রে ওই গ্রামের বাসিন্দাদের জন্য এই ভাঙা রাস্তা যেন এক দুঃস্বপ্নে পরিণত হয়। মঙ্গলবার (২২ জুলাই) সরেজমিনে গিয়ে এসব তথ্য জানা যায়।

রাস্তাটি গ্রামের মধ্যবর্তী বসবাসরত মানুষের চলাচলের একমাত্র ভরসা। নটান পাড়া থেকে উপজেলা সদর বা আশেপাশের স্কুল, বাজার, স্বাস্থ্যকেন্দ্রে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য গ্রামবাসীদের এই রাস্তাই একমাত্র ভরসা। দীর্ঘদিন রাস্তাটির কোনো সংস্কার না হওয়ায় মাঝখানে ভাঙন সৃষ্টি হয়। বর্ষার পানিতে রাস্তার বিভিন্ন অংশ দেবে গিয়ে কাদা-পানিতে ভরে যায়। অনেক জায়গায় বড় গর্ত হয়ে পড়ে, যা দুর্ঘটনার জন্য দায়ী হয়ে ওঠে।

স্কুলগামী শিক্ষার্থীদের দুর্ভোগ
এলাকাবাসীর অভিযোগ, প্রতিদিন স্কুলে যেতে গিয়ে কোমলমতি শিক্ষার্থীরা কাদায় পিছলে পড়ে যায়, কাপড়চোপড় নষ্ট হয়, অনেক বড় গর্তের কারণে অচল হয়ে পড়ে রাস্তাটি। এমনকি অসুস্থ রোগী ও গর্ভবতী নারীদের স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার সময় মাঝপথে গর্তে আটকে যেতে হতো। মোটকথা, গ্রামের প্রায় প্রতিটি মানুষের জীবনে এই রাস্তা একটি বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছিল।

মানবিক পদক্ষেপ
এই অবস্থায় এগিয়ে আসেন রৌমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুস সামাদ। তিনি তার ব্যক্তিগত উদ্যোগে ও নিজস্ব তত্ত্বাবধানে বস্তা ও মাটি ফেলে রাস্তাটি চলাচলের উপযোগী করে তোলেন। তার এই মানবিক উদ্যোগে মুহূর্তেই বদলে যায় এলাকার চিত্র। গ্রামের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলে জানান, অনেক দিন পর নির্বিঘ্নে চলাচল করতে পারছেন তারা।

স্থানীয় বাসিন্দা মো. মজনু মিয়া বলেন, "এই রাস্তা দিয়ে বাচ্চারা স্কুলে যেতে কষ্ট হতো। ডা. সাহেব নিজের টাকায় মাটি ফেলে রাস্তা ঠিক করে দিয়েছেন, আমরা চির কৃতজ্ঞ।" আরেকজন স্কুল শিক্ষার্থী রায়হান জানায়, "আগে স্কুলে যেতে ভয় লাগতো, এখন আর ভয় লাগে না। রাস্তা ভালো হয়েছে।"

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুস সামাদ বলেন, "আমি একজন সরকারি কর্মকর্তা হিসেবে শুধু অফিসে বসে কাজ করলেই দায়িত্ব শেষ হয় না। সমাজের সমস্যাগুলো দেখলে সাধ্যমতো এগিয়ে আসাই আমাদের কর্তব্য। আমি চেষ্টা করেছি মানুষের কষ্ট কিছুটা লাঘব করতে। রাস্তা স্থায়ীভাবে সংস্কার করা জরুরি, সেটা প্রশাসনের পক্ষ থেকেই হওয়া উচিত।"

এদিকে এলাকাবাসীর দাবি, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন, রাস্তা এখন সাময়িকভাবে সচল হলেও দীর্ঘমেয়াদে এটি টেকসই নয়। তারা দ্রুত স্থায়ীভাবে রাস্তা সংস্কারের জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এমএসএম / এমএসএম

বদলি আদেশের পরও বহাল হাটহাজারী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী

মহাসড়ক এখন মৃত্যুফাঁদ: ৬ মাসে ৯ জনের প্রাণহানি, আতঙ্কে রায়গঞ্জবাসী

ধামরাইয়ে প্রকৌশলীর ওপর ইউপি চেয়ারম্যানের হামলা ও হুমকির অভিযোগ

জামগড়া আর্মি ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় মেডিকেল ক্যাম্পেইন এর আয়োজন

মানুষের জীবনমান ও শিক্ষার মান বৃদ্ধিতে ৩১ দফার বিকল্প নেই: অভি

নওগাঁ-৩ আসনে বিএনপির পদচারনায় মুখর জনপদ

নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

“চরিত্র হননের নোংরা খেলায় নেমেছে প্রতিপক্ষরা”— শওকত হোসেন সরকার

‎কুতুবদিয়ায় ছুরিকাঘাতে যুবক খুন; একজন আটক

কর্তৃপক্ষের অবহেলায় ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চঘাটের বেহাল দশা, ভোগান্তিতে সাধারণ যাত্রীরা

গোপালগঞ্জ-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা

বেনাপোল বন্দরে সন্ধ্যা ৬টার পর আমদানি-রপ্তানি বন্ধ

শেরপুরে জেলা মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত