ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

ভূরুঙ্গামারীতে জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) সমন্বয় কমিটি গঠিত


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ২৩-৭-২০২৫ দুপুর ৩:৪২

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক দলের কার্যক্রমকে  আরো গতিশীল ও সাংগঠনিকভাবে শক্তিশালী করার লক্ষে ২৮ সদস্যবিশিষ্ট  উপজেলা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।

গত ২১ জুলাই এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক পত্রের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেয়া হয়। মঙ্গলবার ২২ জুলাই রাতে মোহাম্মদ উসামা সদস্য (দপ্তর) এনসিপি’র ভেরিফাইড ফেসবুক পেজে পত্রটি প্রকাশ করেন।

পত্রে উল্লেখ করা হয়, আগামী তিন মাস অথবা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন না হওয়া পর্যন্ত এ সমন্বয় কমিটি কার্যকর থাকবে।
নবগঠিত কমিটিতে মাহফুজুল ইসলাম (কিরন) কে প্রধান সমন্বয়কারী ও মোর্শেদুর রহমান আনিস, আবু শামীম, রোমিও জাহান কেয়া, মোস্তাফিজুর রহমান মজনু কে যুগ্ম সমন্বয়কারী মনোনীত করে ২৮ সদস্য বিশিষ্ট ভূরুঙ্গামরী উপজেলা সমন্বয় কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন,: মোহাম্মদ রোকনুজ্জামান মিলু, মাহমুদ হাসান, মমিনুল হক, শরিফুল ইসলাম, জহুরুল ইসলাম, তাশমিনা পারভীন, নাজমা বেগম, আবুল কালাম আজাদ, আব্দুল্লাহ আল মামুন, জাকির হোসেন, সেলিম রানা, শুক্কুর আলী, মাহবুব হোসেন সরকার, এমদাদুল হক, নাহিদ হাসান প্রিন্স, সোহেল রানা,শহিদুল ইসলাম, শফিউল ইসলাম শানু, মান্তাকা নুর উতস, রোকনুজ্জামান নিপু, আব্দুল মান্নান, আবু সাঈদ, আশরাফুল ইসলাম।

নবগঠিত কমিটির প্রধান সমন্বয়কারী মাহফুজুল ইসলাম (কিরন) বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়  জুলাই বিপ্লবের আদর্শে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ভূরুঙ্গামারী উপজেলার প্রধান সমন্বয়কের দায়িত্ব গ্রহণের মাধ্যমে আগামী কয়েক দিনের মধ্যে আমরা আমাদের দফাওয়ারী অঙ্গীকার এবং ভূরুঙ্গামারীর সার্বিক উন্নয়নের পরিকল্পনা একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে সবার সামনে তুলে ধরবো। এ ছাড়াও, ভূরুঙ্গামারীর ১০টি ইউনিয়ন ও ওয়ার্ডে বিভিন্ন পেশার জনগণকে নিয়ে নতুন করে কমিটি গঠন করা হবে, যা জুলাই বিপ্লবের আদর্শে সমাজে সচেতনতা ও ঐক্য বৃদ্ধি করবে।
তিনি আরো বলেন, আমাদের সংগ্রাম হবে ন্যায়, অসাম্প্রদায়িকতা ও সমতার ভিত্তিতে একটি কল্যাণময় সমাজ প্রতিষ্ঠার জন্য। আমরা দৃষ্টিপথে রাখবো সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও স্থানীয় উন্নয়নের সার্বিক অগ্রগতি। সকলের আন্তরিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের প্রত্যাশায় আগাম ধন্যবাদ জ্ঞাপন করছি।
যুগ্ম সমন্বয়কারী মোর্শেদুর রহমান আনিস বলেন, জাতীয় নাগরিক পার্টি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাবে । 

এমএসএম / এমএসএম

বাগেরহাট জেলায় সর্বদলীয় অবরোধ কর্মসূচি

রাণীশংকৈলে বালু উত্তোলনের সময় গর্তে পড়ে শিশুর মৃত্যু

লোহাগড়ায় নিখোঁজের চার দিন পর কিশোরের লাশ উদ্ধার

পাঁচবিবিতে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী

রোহিঙ্গা ইস্যুতে কক্সবাজারে ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু

মির্জাগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি আটক

বিভিন্ন ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে সাবেক কাস্টমস কর্মকর্তা মুন্সি আকতার হোসেনের সংবাদ সম্মেলন

পাকশীতে রেলওয়ে প্রকৌশলী বিভাগের কর্মচারী অ্যাসোসিয়েশনের বারো দফা দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা

অনির্বাণের আয়োজনে লেখক ও কবিদের চলনবিল ভ্রমণ ও সাহিত্য আড্ডা

জয়পুরহাটে বিজ্ঞান অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী

ভূঞাপুরে আসামি ধরতে গিয়ে পুলিশের ৪ সদস্য আহত

পাঁচবিবিতে উপজেলা স্কাউটের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

তাড়াশের ২ জন পাচারকারী র‌্যাব-১২’র অভিযানে মূল্যবান কষ্টি পাথরের তৈরি মূতিসহ গ্রেফতার