প্রেসক্লাব ও সময় টিভির গোপালগঞ্জ অফিসে চুরি

গোপালগঞ্জ প্রেসক্লাবে চুরির ঘটনায় সাংবাদিকদের ব্যক্তিগত ইলেকট্রনিক ডিভাইস, অফিস সরঞ্জাম এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র খোয়া গেছে। শুক্রবার (২৫ এপ্রিল) ভোররাতে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত প্রেসক্লাব ভবনের দুটি কক্ষ এবং ক্লাবের ভেতরে অবস্থিত সময় টিভি ও দেশ টিভির গোপালগঞ্জ অফিসে এ চুরির ঘটনা ঘটে।
প্রেসক্লাব ভবনে চলতি বছরে এটি দ্বিতীয় চুরির ঘটনা হলেও এখনো পর্যন্ত কোনো চোর গ্রেপ্তার হয়নি, এমনকি উদ্ধার হয়নি কোনো মালামালও। বারবার চুরির ঘটনায় ক্ষুব্ধ ও উদ্বিগ্ন প্রেসক্লাবের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকায় প্রশ্ন তুলেছেন।
ঘটনার খবর পেয়ে পরিদর্শনে আসেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. ইব্রাহিম হোসেন এবং গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান।
প্রেসক্লাবের সভাপতি বিএম জুবায়ের হোসেন জানান, “সকালে পরিচ্ছন্নতাকর্মী হলরুম পরিষ্কার করতে গিয়ে দেখে মালামাল এলোমেলো ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। খবর পেয়ে প্রেসক্লাবের সদস্যদের নিয়ে সেখানে গিয়ে দেখতে পাই, হলরুমের বাথরুমের দরজা ভাঙা এবং তার উপরিভাগের টিন খুলে প্রবেশ করেছে চোরেরা।”
তিনি আরও জানান, “চোরেরা ক্লাব থেকে দুটি টেলিভিশন, দুটি ল্যাপটপ, তিনটি ফ্যান, একটি পানির মটরসহ বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি করে নিয়ে গেছে। পাশাপাশি সময় টিভি ও দেশ টিভির ভাড়াকৃত অফিস কক্ষ থেকেও দুটি ল্যাপটপ, একটি মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল খোয়া গেছে।”
প্রেসক্লাবের সহ-সভাপতি সেলিম রেজা ক্ষোভ প্রকাশ করে বলেন, “শহরের কেন্দ্রস্থলের মতো গুরুত্বপূর্ণ জায়গায় বারবার চুরি হলেও এখনো পর্যন্ত পুলিশ একজন চোরকেও গ্রেপ্তার করতে পারেনি, যা অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক।”
দেশ টিভির প্রতিনিধি জাবেরুল ইসলাম বাধন জানান, “আমার ব্যবহৃত ল্যাপটপ, মোবাইল ফোন এবং সময় টিভির রিপোর্টার জয়ন্ত শিরালীর ল্যাপটপসহ নানা মালামাল নিয়ে গেছে চোরেরা। শুক্রবার ভোরে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা রাস্তা পরিষ্কার করতে গিয়ে জেলা জজের বাসার সামনের সড়কে পড়ে থাকা আমার মোবাইল ফোন ও ঘড়ি উদ্ধার করে পৌরসভায় জমা দেন।”
তিনি অভিযোগ করে বলেন, “চুরির পর চোরেরা সদর রাস্তা দিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়। এত গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যর্থতার বিষয়টি আমাদের ভাবিয়ে তুলেছে।”
এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, “চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও মালামাল উদ্ধারের জন্য পুলিশ কাজ শুরু করেছে।”
এমএসএম / এমএসএম

দেবিদ্বার রাজামেহার প্রতিবন্ধী কমপ্লেক্সে আদর্শ বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর ও অভিভাবক সমাবেশ

পর্যটন খাতকে সমৃদ্ধ করলে উদ্যোক্তা সৃষ্টি হবে, অর্থনীতি হবে সমৃদ্ধ: সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন

বেনাপোলে মিজান কসাইকে জবাই করে হত্যা

রোহিঙ্গা অনুপ্রবেশ; সীমান্তে আরও অপেক্ষামাণ ২০থেকে ২৫ হাজার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে

গাজীপুরে অন্তহীন অভিযোগে অভিভাবকদের তোপের মুখে প্রধান শিক্ষক!

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ
