ঢাকা মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

রৌমারীতে সংঘর্ষে নিহতের ঘটনায় ৪৪ জনের নামে মামলা, আটক-৫, মানববন্ধন


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৭-২০২৫ দুপুর ১:৫২

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় রৌমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত শুক্রবার নিহতের ভাই শাহাজামাল বাদী হয়ে ৩৪ জন নামীয় ও অজ্ঞাত ১০ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন, আপেল মিয়া, আব্দুল মজিদ, নুর মোহাম্মদ, কিনেজা খাতুন ও সাইবানি বেগম। 
শনিবার (২৬ জুলাই) নিহতদের লাশ সামনে রেখে হত্যার সাথে জড়িত ব্যক্তিদের ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন এলাকাবাসি ও স্বজনরা। বিক্ষোভ মিছিলটি ফুলবাড়ি কবরস্থান থেকে বের হয়ে সাড়ে ৪ কিলোমিটার তুরারোড হেটে রৌমারী থানা গেটে এসে অবস্থান করেন। পরে রৌমারী থানার ওসি লুৎফর রহমান, পলাতক আসামীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে বিক্ষোভকারিরা সেখান থেকে উপজেলা পরিষদ চত্বরে এসে মিলিত হয়। বিক্ষোভকারিরা বাকি আসামীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন করেন। এসময় বক্তব্য রাখে, নিহত পরিবারের স্বজন শরিফা খাতুন। 
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে রৌমারী উপজেলার সদর ইউনিয়নের ভুন্দুর চর গ্রামে জমিতে চাষাবাদকে কেন্দ্র করে এক রক্তক্ষয়ী সংঘর্ষে ফুলবাবু, বুলু মিয়া ও নুরুল আমিন নিহত হয়। এ ঘটনায় উভয়পক্ষের নারী-পুরুষসহ আহত হয়েছেন অনন্ত ১১ জন। পুলিশ লাশ উদ্ধার করে কুড়িগ্রাম মর্গে প্রেরণ করেন। ঘটনার পর কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শণ করেন। পুলিশ অভিযান চালিয়ে ওই দিনেই ৫ জনকে আটক করতে সক্ষম হয়। 
গোলাম শহীদ এর পুত্র শাহজামাল ও চাচা গোলাম রব্বানীর মধ্যে দীর্ঘ ১৫ বছর যাবত প্রায় ৩ একর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয় পক্ষে কয়েক দফা মারামারি এবং আদালত ও থানায় পাল্টাপাল্টি ডজনখানেক মামলা রয়েছে। ঘটনার দিন বিরোধপূর্ণ জমিতে শাহজামালের ছেলে কাচা ও আরিফ হাল-চাষা করতেছিল। এসময় গোলাম রব্বানীর পক্ষের লোকজন আপেল, নুর মোহাম্মদ, আঃ মজিদসহ ৩০/৪০ জন দেশিয় ধারালো অস্ত্র দাঁ, কুড়াল, টেটা নিয়ে সজ্জিত হয়ে বিরোধপূর্ণ জমিতে প্রবেশ করে হালচাষে বাধা দেয়। এতে উভয়ে পক্ষের বাকবিতন্ডতায় একপর্যায়ে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে শাহজামালের পক্ষের ফুলবাবু, বুলু মিয়া ও নুরুল আমিন নামের চাচা-ভাতিজা ঘটনাস্থলেই মারা যান। ময়না তদন্ত শেষে শুক্রবার নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেন পুলিশ। 
রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। ৫ জনকে আটক করা হয়েছে। বাকি আসামীদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

নড়াইল-২ আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করলেন লায়ন মো. নুর ইসলাম

চুয়াডাঙ্গার দুই সংসদীয় আসনে ১১ প্রার্থী’র মনোনয়নপত্র জমা

কুমিল্লায় হেভিওয়েট প্রার্থীসহ ১১টি আসনে১১৪ টি মনোনয়নপত্র দাখিল

ক্ষুধার সঙ্গে লড়াই, সন্তানের ভবিষ্যৎ বাঁচাতে মায়ের কাঁধে লাঙ্গল

ঘরে ঘরে ভোটারদের কাছে ভোট চাইতে নেতাকর্মীদের নির্দেশ : মঞ্জুরুল করিম রনি

পঞ্চগড় ২ টি আসনে লড়বেন ১৯ প্রার্থী

গাজীপুর-৫ আসনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

আচরণবিধি মেনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল করিম রনি

বারহাট্টায় মনোনয়নপত্র জমা দিলেন নেত্রকোনা-২ আসনের বিএনপির প্রার্থী ডাঃ আনোয়ারুল হক

রংপুর-০২ আসনে এটিএম আজহারুল ইসলামের মনোনয়নপত্র দাখিল

রৌমারীতে এই শীতে চরের মানুষের মাঝে কম্বল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতের ইসলামী প্রার্থী ড. মিজানুর রহমানের মনোনয়নপত্র দাখিল

মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়নপত্র দাখিল করলেন শেখ মোঃ আব্দুল্লাহ