কুড়িগ্রাম হাসপাতালে ভাড়ায় চিকিৎসক: অবহেলায় রোগীর মৃত্যু
কুড়িগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসকের অবহেলায় এক শ্বাসকষ্টের রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। জরুরি বিভাগের দায়িত্বে থাকা ডা. কালিপদ সরকার ৫০০ টাকার বিনিময়ে একজন ডিএমএফ (ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি) পাস করা ছাত্রকে বসিয়ে রেখে তার শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার রাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তি জামাল বাদশাহ (৫৫) কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের মিলপাড়া এলাকার বাসিন্দা।
নিহত পরিবারের অভিযোগ, জামাল বাদশাহর শ্বাসকষ্ট দেখা দিলে বৃহস্পতিবার রাতে তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগের সামনে প্রায় এক ঘণ্টা অপেক্ষা করেও কোনো চিকিৎসকের দেখা মেলেনি। পরে রুবেল নামে একজন ডিএমএফ পাস করা ছাত্র রোগীকে দায়সারাভাবে দেখেন। ততক্ষণে রোগীর মৃত্যু হয়। রোগীর মৃত্যুর পর স্বজনরা ক্ষিপ্ত হলে দায়িত্বে থাকা চিকিৎসক না থাকার বিষয়টি বেরিয়ে আসে এবং ভাড়াটে ডিএমএফ রুবেল পালিয়ে যান।
পরে পরিস্থিতি সামাল দিতে হাসপাতালের ভারপ্রাপ্ত আরএমও জরুরি বিভাগে ছুটে আসেন। তিনি দায়িত্বরত চিকিৎসককে ফোন দিলে তিনি জানান, তিনি বাইরে আছেন। জানা গেছে, ডা. কালিপদ সরকার লালমনিরহাটে তার ব্যক্তিগত চেম্বারে চলে গিয়েছিলেন।
অভিযোগ রয়েছে, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালটির জরুরি বিভাগে একজন এমবিবিএস চিকিৎসক থাকার কথা থাকলেও, নিয়মিত ৫০০ টাকার বিনিময়ে ডিএমএফ পাস করা ছাত্র দিয়ে জরুরি বিভাগ চালানো হয়। অসংখ্য রোগী ও নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের অনেক কর্মচারীও এমন অভিযোগ করেছেন। এতে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসার অবহেলায় মৃত্যুর ঘটনা ঘটছে।
নিহত রোগীর স্বজন একরামুল হাসান বলেন, "আমার ফুপার রাতে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে হাসপাতালে নিয়ে আসি আমরা। পরে জরুরি বিভাগের সামনে এক ঘণ্টাখানিক অপেক্ষা করেও চিকিৎসকের দেখা পাই না। পরে রুবেল নামের এক ডিএমএফ ডাক্তার এসে দেখতে দেখতেই তার মৃত্যু হয়। ফুপার চিকিৎসার অবহেলায় মৃত্যু হলো। আর এমন যেন অমানবিক মৃত্যু কারও না হয় এই কামনা সরকারের কাছে।"
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার (আরএমও) ভারপ্রাপ্ত ডা. নাজমুল ইসলাম বলেন, "বৃহস্পতিবার রাতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে হাসপাতালে। কী কারণে দায়িত্বরত চিকিৎসক কর্তৃপক্ষকে না জানিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও অর্থের বিনিময়ে কাউকে যদি জরুরি বিভাগে দায়িত্ব দিয়ে থাকেন, তারও ব্যবস্থা নেওয়া হবে।"
এ বিষয়ে জানতে হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. শহিদুল্লাহ লিংকনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
এমএসএম / এমএসএম
চুয়াডাঙ্গা-২ আসনের এমপি প্রার্থীকে প্রাণনাশের হুমকি
রাষ্ট্রীয় শোক দিবস পালনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সাভারে অবস্থিত ভিসন গ্রুপের ১লা জানুয়ারি সাংস্কৃতিক অনুষ্ঠান পালন
বারহাট্টার বাজারে শীতকালীন সবজি এলেও চড়া দামে হতাশ ক্রেতারা
দোহাজারী রেলস্টেশনে প্রান্তিক কৃষকদের কৃষিপণ্য পরিবহনে লাগেজ কোচ চলাচলের উদ্বোধন
কেশবপুরে কালিয়ারই এস.বি.এল মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ
জনজীবন চরম দুর্ভোগ: তাপমাত্রা নেমেছে ৯.৬ ডিগ্রি সেলসিয়াসে
তাড়াশে বেগম জিয়ার আত্মার শান্তি কামনা করে প্রার্থনা
তারাগঞ্জে আলহাজ্ব আতিয়ার রহমানের জানাজা অনুষ্ঠিত
কুতুবদিয়ায় গৃহবধূকে কুপিয়ে হত্যা, ঘাতক আটক
বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিলেন বিএনপি ও জিয়া পরিষদ নেতা অধ্যাপক বি.এম নাগিব হোসেন
ভূরুঙ্গামারীতে বিএনপির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সপ্তাহব্যাপী কর্মসূচি
তানোর ও গোদাগাড়ীতে টমেটোর ফলন বিপর্যয়, কৃষকের মাথায় হাত