হাটহাজারীর মানবিক রিকশাচালক এনাম: অসুস্থ রোগীদের বিনামূল্যে সেবা

হাটহাজারী উপজেলা পরিষদ গেইট এলাকায় একটি অটোরিকশায় লেখা রয়েছে, ‘অসহায় রোগীদের জন্য ফ্রি সার্ভিস, টাকা নয় দোয়া চাই, রিকশা চালক এনাম ভাই।’ রিকশার চালকের সিটের সামনে ও পেছনে দেওয়া মোবাইল নম্বরে ফোন করলেই এনাম রোগীর কাছে ছুটে যান এবং নিজের দায়িত্বে হাসপাতালে পৌঁছে দেন।
এনামুল হক এনাম (৩২) হাটহাজারী পৌরসভার ৩ নং ওয়ার্ডের পূর্ব দেওয়ান নগর এলাকার শায়েস্তা খাঁ পাড়ার মৃত সিরাজুল হকের ছেলে। তিন ভাই ও দুই বোনের মধ্যে এনাম সবার বড়। অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন এবং সাংসারিক জীবনে এক পুত্র সন্তানের পিতা। নিজ বাড়ি শায়েস্তা খাঁ পাড়ায় হলেও জায়গার অভাবে বিয়ের পর থেকে প্রায় ৯ বছর ধরে পৌরসভার ফটিকা ইউনিয়নের কড়িযার দিঘীর পাড় এলাকার একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকেন।
এমন উদ্যোগের কারণ জানতে চাইলে এনাম প্রতিবেদককে জানান, প্রায় দুই বছর আগে তিনি হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েন। বাসা থেকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান। চিকিৎসা শেষে বাসায় ফেরার সময় তার পকেটে রিকশা ভাড়া দেওয়ার মতো কোনো টাকা ছিল না। কয়েকজন রিকশাচালককে বিষয়টি জানালেও কেউ তাকে বিনামূল্যে রিকশায় তুলতে রাজি হননি। পরে অসুস্থ শরীর নিয়ে সীমাহীন কষ্টে পায়ে হেঁটে বাসায় পৌঁছান এনাম। সেদিনই তিনি মনে মনে প্রতিজ্ঞা করেন যে সুস্থ হওয়ার পর থেকে তিনি অসুস্থ রোগীদের বিনামূল্যে সেবা দেবেন। এরপর থেকে তিনি তার ভাড়ায় চালিত অটোরিকশা দিয়ে এই মহৎ সেবাটি শুরু করেন। গত এক বছরে তিনি গর্ভবতী মাসহ প্রায় তিন শতাধিক অসহায় রোগীকে বিনামূল্যে সেবা দিয়ে পৌরসভার বিভিন্ন হাসপাতালে পৌঁছে দিয়েছেন। এছাড়াও, প্রায় প্রতিদিন ৩-৪ জন গরিব ও অসহায় ব্যক্তিকে বিনামূল্যে পৌরসভার আশেপাশে তাদের গন্তব্যে পৌঁছে দেন। ফোন করা মাত্রই তিনি লোকেশনে ছুটে যান। তার এমন কাজের প্রশংসা করছেন এলাকাবাসী। অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা এনাম এই ফ্রি সার্ভিস নিয়ে নিজেই গান লিখেছেন এবং সুরও করেছেন। তিনি নিজেই কয়েকটি লাইন গেয়ে শোনালেন।
এনাম বলেন, "কোনো ডেলিভারি রোগীসহ অসুস্থ যে কোনো রোগীকে রাত-বিরাতে হাসপাতালে নিতে কোনও গাড়ি বা অ্যাম্বুলেন্সের খোঁজে না পেলে বা প্রয়োজন হলে আমার নাম্বারে ফোন দেবেন। রাত যতই হোক কোনো সমস্যা নেই, আমি ছুটে আসবো।" তিনি সবাইকে তার নাম্বারটি সেভ করে রাখার অনুরোধও করেন।
সেবা নেওয়া পৌর এলাকার বাসিন্দা মো. হোসেন জানান, "গত কয়েকদিন পূর্বে রাত সাড়ে ১২টার দিকে আমার পাশের বাসার এক সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিতে অনেক খুঁজেও কোনো গাড়ি পাচ্ছিলাম না। তখন এনামকে ফোন দেওয়ার ২০ মিনিটের মধ্যে তিনি হাজির হয়ে যান এবং তার রিকশায় করে আমাদের হাসপাতালে পৌঁছে দেন। বিনিময়ে টাকাতো দূরের কথা, একটা চা পর্যন্ত তিনি খেতে রাজি হননি।"
মানবিক রিকশাচালক হিসেবে পরিচিত এনামুল হক বলেন, "আমি নিজের আত্মতৃপ্তি ও অসহায় মানুষকে সহযোগিতা করার জন্য সেবা দিই। কোনো টাকা-পয়সা বা বিনিময় নিতে নয়। যে রিকশা করে সেবা দিয়ে যাচ্ছি সেটাও ভাড়ায় চালাই।" তিনি আরও বলেন, "যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবেন, এ সেবা করে যেতে চাই।" সবশেষে তিনি সকলের কাছে নিজের ও পরিবারের জন্য দোয়া চেয়েছেন।
এমএসএম / এমএসএম

জুলাই আন্দোলনে মোজো সাংবাদিকদের সাহসী ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে : শহীদুল হক

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের ১৯ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

কুমিল্লা-৯ আসন পূর্নবহাল রাখাতে মানববন্ধন

নতুন বাংলাদেশ গড়ার বীর সন্তানদের প্রতি গভীর সমবেদনা জানালেন শেখ সাদী

জুলাই শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন -খোরশেদ আলম

কক্সবাজারে এসিআই ক্রপ কেয়ারের পরিবেশক সম্মেলন: কৃষি উন্নয়নে নতুন উদ্ভাবনের প্রতিশ্রুতি

বিদ্যালয়ের জমি দখল ও অর্থ আত্মসাতের অভিযোগে চিতলমারীতে মানববন্ধন

মাদারীপুরে কুকুরের উপদ্রব: জনভোগান্তি চরমে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাভারে সাবেক ইউপি সদস্যের নির্মানাধীন বাড়ি অবরুদ্ধ করে চাঁদা দাবি

বড়লেখায় দুর্ধর্ষ চুরির ঘটনায় যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নাগেশ্বরীতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহসচিবের সাথে ইরানী প্রতিনিধি দলের সাক্ষাৎ অনুষ্ঠিত
