ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

দৈনিক সকালের সময়ে সংবাদ প্রচারের জের

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের চিকিৎসক কালী প্রসাদ সরকারকে ঝালকাঠিতে বদলি


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৭-২০২৫ দুপুর ৪:১১

"৫শ টাকা ভাড়ায় ডিএমএফ, চিকিৎসক শ্বশুরবাড়িতে-জরুরি বিভাগে রোগীর মৃত্যু" এই শিরোনামে দৈনিক সকালের সময় সহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর কুড়িগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সেই চিকিৎসক কালী প্রসাদ সরকারকে ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে।

রবিবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এ বি এম আবু হানিফ এর স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে। এর আগে একইদিন রবিবার সকালে নিহত ওই রোগীর বাড়িতে যান কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপন কুমার।

গত বৃহস্পতিবার রাতে ২৫০ শয্যা বিশিষ্ট কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ডা. কালী প্রসাদ সরকারের দায়িত্ব থাকলেও তিনি পাঁচশত টাকার ভাড়ায় একজন ডিএমএফ পাশ ছাত্রকে জরুরি বিভাগে বসিয়ে রেখে শ্বশুরবাড়িতে অবস্থান করেন। এদিকে শ্বাসকষ্টের এক রোগী নিয়ে তার স্বজনরা জরুরি বিভাগে আসেন। জরুরি বিভাগের সামনে বারান্দায় ওই রোগী দীর্ঘক্ষণ পড়ে থাকলেও ভাড়াটে ডিএমএফ রোগীকে দেখতে যাননি বলে অভিযোগ রোগীর স্বজনদের। পরে রোগীর স্বজনরা ডিএমএফকে ডাকতে গেলে তাদের সাথে দুর্ব্যবহার করা হয়, এরপর তিনি দেখতে যান। এর কিছুক্ষণ পর শ্বাসকষ্টের ওই রোগী মৃত্যুবরণ করেন। রোগীর মৃত্যুর পর তার স্বজনরা ক্ষিপ্ত হয়ে জরুরি বিভাগে গেলে দায়িত্বরত চিকিৎসক না থাকার বিষয়টি বেরিয়ে আসে এবং ভাড়াটে ডিএমএফ রুবেল পালিয়ে যায়। গত বৃহস্পতিবার রাতে হাসপাতালটির জরুরি বিভাগের সামনে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। মৃত ওই ব্যক্তির নাম জামাল বাদশাহ (৫৫)। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের মিলপাড়া এলাকার বাসিন্দা।

নিহত পরিবারের অভিযোগ, নিহত জামাল গত বৃহস্পতিবার রাতে তার শ্বাসকষ্ট দেখা দিলে পরিবারের লোকজন তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে আসে। পরে জরুরি বিভাগের সামনে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও চিকিৎসকের দেখা মেলে না। পরে রুবেল নামের একজন ডিএমএফ পাস ছাত্র এসে রোগীকে দায়সারাভাবে দেখেন, ততক্ষণে রোগীর মৃত্যু হয়। পরে অবস্থা বেগতিক দেখে হাসপাতালের ভারপ্রাপ্ত আরএমও জরুরি বিভাগে ছুটে আসেন। এসময় আরএমও হাসপাতালে এসে দায়িত্বরত চিকিৎসককে ফোন দিলে তিনি বাইরে আছেন বলে জানান। ততক্ষণে খবর পেয়ে অনেক সাংবাদিকও জরুরি বিভাগে এসে উপস্থিত হন।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার (আরএমও) ভারপ্রাপ্ত ডা. নাজমুল ইসলাম বলেন, "বৃহস্পতিবার রাতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে হাসপাতালে। কী কারণে দায়িত্বরত চিকিৎসক কর্তৃপক্ষকে না জানিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। ডা: কালীপ্রসাদ সরকারকে ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে। এছাড়াও অর্থের বিনিময়ে কাউকে যদি জরুরি বিভাগে দায়িত্ব দিয়ে থাকেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।" স্থানীয়দের অভিযোগ, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালটিতে স্থানীয় তত্ত্বাবধায়ক ডা. শহিদুল্লাহ লিংকন দায়িত্ব পাওয়ার পর থেকে নানা ধরনের অনিয়ম হয়ে আসছে। উল্লেখ্য, কয়েকবার হাসপাতালে ওষুধ চুরির ঘটনা ঘটেছে এবং ওষুধ চুরির অভিযোগে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় হাসপাতালের কাঙ্ক্ষিত সেবা না পেয়ে অসংখ্য রোগীর স্বজনরাও ক্ষোভ প্রকাশ করেন। এ ঘটনায় স্বাস্থ্য উপদেষ্টার নির্দেশনায় একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কর্মদিবসে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

গাজীপুর-৩ আসনে আলোচনায় বিএনপির ৪ প্রার্থী, একক প্রার্থী নিয়ে নিশ্চিন্ত অন্য দল

আদালতের দোতলা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা হত্যা মামলার আসামির

রায়পুরে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

চট্টগ্রাম-১৩ আসনে তৃণমূল নেতাকর্মীদের পছন্দের শীর্ষে এস এম মামুন মিয়া

চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক

জুড়ীতে কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ে উপহার প্রদান

গাছে ঝুলন্ত লাশ, পা মাটিতে-শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

মানিকগঞ্জ শহরের প্রবেশমুখে গোলচত্বর ও ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন

ভূরুঙ্গামারীতে নবযোগদানকৃত কুড়িগ্রাম জেলা প্রশাসক এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

রাণীশংকৈলে গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৫

হাটহাজারী নাগরিক সেবা নিয়ে বিপাকে পৌরবাসী। তবে কর্তৃপক্ষের দ্রুত সমাধানের আশ্বাস

নওগাঁর মহাদেবপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠির ৩০তম কারাম উৎসব পালিত