ঢাকা বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

নাচোলে ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে উপলক্ষে আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত


নাসিম, নাচোল photo নাসিম, নাচোল
প্রকাশিত: ১৭-৯-২০২১ দুপুর ৪:৪১

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আওয়ামী লীগের দলীয় একাধিক প্রার্থীর মধ্যে একক প্রার্থী দেয়ার লক্ষ্যে এ বর্ধিত  সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগ একক প্রার্থী দেয়ার লক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের বরাবর প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করে। কিন্তু মনোনয়নপত্র দাখিল করা পাঁচ প্রার্থীর মধ্যে ৩ জন আবেদন করেন। এরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল হক, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মশিউর রহমান বাবু এবং ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন লিটন। আওয়ামী লীগের অপর দুই নেতা হারুন অর রশিদ ও মোসাদ্দেক হোসেন জুয়েল এই বর্ধিত সভায় উপস্থিত হননি। তাই বর্ধিত সভার উপস্থিত বক্তারা ওই দুজন প্রার্থীকে তৃণমুল নেতাকর্মীদের বয়কট করার জন্য বলেন। উপস্থিত তিন প্রার্থীর বিষয়ে ঐকমত্য না হতে পারায় নির্বাচন করার জন্য উন্মুক্ত করে দেয়া হয়। যিান নির্বাচিত হবেন তাকেই দল থেকে অভিনন্দন জানানো হবে।

উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা অওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল অহাবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। তিন প্রতিদ্বন্দ্বী পার্থী হলেন- বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রভাষক মশিউর রহমান বাবু, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল হক এবং পৌর আওয়ামী লীগের ৮নং ওয়ার্ড সভাপতি হেলাল উদ্দিন লিটন। এছাড়াও বক্তব্য রাখেন- পৌর মেয়র আব্দুর রশিদ খান, কসবা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, নাচোল ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম, আওয়ামী লীগ নেতা বানী ইসরাইল, সুধেন চন্দ্র, রয়েল বিশ্বাস, আজিজুর রহমান, আমিনুল ইসলাম, মজিবুর রহমান প্রমুখ।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে অন্য কোনো দলের প্রার্থী অংশগ্রহণ করেননি। উপজেলা আওয়ামী লীগের প্রত্যাশা ছিল দলীয় একক প্রার্থী হলে আর নির্বাচনে অংশগ্রহণ করতে হতো না। কিন্তু ৩ প্রার্থীর মধ্যে কেউই ছাড় না দেয়ার কারণে আগামী ৭ অক্টোবর ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের মাঠে তিন প্রার্থীই রয়ে গেলেন। এছাড়া অপর দুই প্রার্থী হারুন অর রশিদ ও জুয়েল মাঠে থাকবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রয়ারি নাচোল পৌরসভা নির্বাচনে ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবু পদত্যাগ করে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাই ওই পদটি শূন্য  হয়। ৭ মাস পর আগামী ৭ অক্টোবর ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

জামান / জামান

চুরি করে আনা প্রাইভেট কারে ছিল বিপুল পরিমান মাদক

বিগত সরকারের শাসনামলের ১৫ বছর আতঙ্কের ভিতর কাটিয়েছিঃ অভি

ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা খোকন গ্রেফতার

মেডিক্যাল চান্স পাওয়া পাবনার শিক্ষার্থী মেঘলার সব দায়িত্ব নিলেন পাবনার জেলা প্রশাসক

উলিপুরে নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময়

গলাচিপায় নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

মান্দায় ভারতীয় জাল রুপিসহ আ.লীগ নেতা আটক

সিলেটে ২ দিনে ১ কোটি টাকার চোরাচালানের মালামাল জব্দ

চন্দনাইশে আটককৃত পাহাড়ি সন্ত্রাসীদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

ভুরুঙ্গামারীতে ইউনিয়ন আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে দ্রুত পূর্ণাঙ্গ বার্ন হাসপাতাল নির্মাণ ও চিকিৎসায় ভোগান্তি বন্ধে মানব বন্ধন

আপনারা নির্বাচনের ব্যবস্থা করতে না পারলে, যারা পারবে তাদের পথ সুগম করেন: দুদু

খানসামায় নদীর বালু হরিলুট করছে ইউপি সদস্য