কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম'র পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (SEDP)-এর আওতায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই ২০২৫) দুপুরে ভুরুঙ্গামারী উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে এ পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী জেলা শিক্ষা অফিসার আব্দুর হাই সিদ্দিকী,ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্রের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারঃ) জাহাঙ্গীর আলম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সোনাহাট ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি বাবুল আক্তার, বলদিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মুহ. লুৎফর রহমান, বিএনপি নেতা কাজী নিজাম উদ্দিন, উপজেলা জামায়াতের আমীর আনোয়ার হোসেন, ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী পরিদর্শক জেলা শিক্ষা অফিস তৌহিদা সিদ্দিকা, একাডেমিক সুপার ভাইজার সাইফুর রহমান, ভূরুঙ্গামারী সরকারী কলেজের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান বুলবুল, সাবেক বিএনপি সাধারণ সম্পাদক মো: ফরিদুল হক শাহিন শিকদার, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন, প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে স্কুল পর্যায়ে পারফরমেন্স বেজড প্রণোদনা প্রদান করছে যা শিক্ষকদের মাঝে উৎসাহ সৃষ্টি করবে এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে সহায়ক হবে।
পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিরা এমন উদ্যোগের জন্য শিক্ষা মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদজ্ঞাপন করেন।
পরে স্কুল, কলেজ এবং মাদ্রাসা থেকে নির্বাচিত ৩৫ জন মেধাবী শিক্ষার্থীর হাতে
পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মাইদুল ইসলাম মুকুল।
উক্ত অনুষ্ঠানে উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান গুলোর অধ্যক্ষ ও প্রধান শিক্ষকগণ সহ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী এ সময় উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
পটুয়াখালী পায়রার গ্রাসে নিশ্চিহ্ন হচ্ছে চান্দখালী ও মির্জাগঞ্জ
হাতিয়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
বরগুনায় জমি বিরোধের জের ধরে হত্যার হুমকি
প্রশাসনিক সংকটে পাঠদান ব্যহাত, শিক্ষার্থীদের ভবিষ্যৎ ঝুঁকিতে
রাজশাহীতে সাংবাদিক অধিকার আদায়ে আরইউজে'র বিক্ষোভ সমাবেশ
ঝড় বৃষ্টিতে গোদাগাড়ীতে বোরো ধানের ব্যাপক ক্ষতি, হতাশ কৃষকরা
গাজীপুরে ৩৯ দফা দাবিতে সাংবাদিক ইউনিয়নের বিক্ষোভ
রায়গঞ্জে বৃষ্টিতে ডুবেছে মাঠ, ঘরে তোলার আগেই নষ্ট হচ্ছে রোপা আমন ধান
পিরোজপুরে জাতীয়তাবাদী ১২ দলীয় জোট প্রধান মোস্তফা জামাল হায়দারের পক্ষে গণসংযোগ
নওগাঁয় তথ্য অধিকার আইন অবজ্ঞার অভিযোগে ৬ কর্মকর্তার বিরুদ্ধে আপিল আবেদন
নাচোলে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত আলোচনা সভা অনুষ্ঠিত
রায়পুরে জাতীয় সমবায় দিবস পালিত