পটুয়াখালী সার সংকটে কৃষক-ডিলাররা দিশাহারা

পটুয়াখালীর কলাপাড়ায় চলমান আমন মৌসুমে সার সরবরাহে চরম সঙ্কট দেখা দিয়েছে। ফলে সরবরাহ প্রতিবন্ধকতায় দিশেহারা হয়ে পড়েছেন বিসিআইসি ডিলারসহ ভুক্তভোগী চাষিরা। গত ২৩ আগস্ট বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাট্রিজ কর্পোরেশন বিসিআইসি ভবন থেকে স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে পটুয়াখালীর লাউকাঠিতে একমাত্র সারগুদাম স্থানান্তরের সিন্ধান্ত গ্রহণ করা হয়। ফলে গত ২৪ অক্টোবর সর্বশেষ সার সরবরাহ শেষে এ গুদামের কার্যক্রম বন্ধ হয়ে যায়। আর এতেই বিপাকে পড়েছেন উপজেলার সার সরবরাহকারী প্রতিষ্ঠনাসহ প্রান্তিক কৃষকরা।
সরেজমিন জানা যায়, বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসেসিয়োশন বাফার পটুয়াখালী গুদাম থেকে সার সরবরাহ বন্ধের পর বরিশাল কেডিসি সার গুদাম থেকে এ উপজেলায় সরবরাহে চরম প্রতিবন্ধকতা দেখা দিয়েছে। ভুক্তভোগী ডিলারদের অভিযোগ, দিনের পর দিন ঘাটে ট্রাক কিংবা ট্রলার রেখেও সার পাচ্ছেন না তারা। ফলে প্রতিদিন লোকসান গুনতে হচ্ছে হাজার হাজার টাকা। চলতি সেপ্টম্বর মাসে কলাপাড়া উপজেলায় সরকারিভাবে ১ হাজার ২২৪ মেট্রিক টন সার পাওয়ার কথা থাকলেও বুধবার (১৫ সেপ্টেম্বর) পর্যন্ত ডিলাররা সার বরাদ্দ পেয়েছেন মাত্র ৪০ টন। এছাড়া উপজেলা পর্যায়ে প্রতিষ্ঠান পর্যন্ত সার পৌঁছাতে বস্তাপ্রতি গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। এমনকি গত কয়েক মাস ধরে বরাদ্দ পেতে টাকা জমা দেয়ার পরও সঠিক সময়ে সার পাচ্ছেন না বলেও অভিযোগ করেন অনেক বিসিআইসি ডিলারর।
বালিয়াতলী ইউপির বড় বালিয়াতলী গ্রামের কৃষক রেজাউল করিম (খোকন) সকালের সময়কে জানান, তিনি প্রায় ১০ একর জমিতে আমনের চাষ করেছেন। কিন্তু গত এক মাস ধরে তিনি সার কিনতে পারছেন না। ফলে তিনি দুশ্চিন্তায় রয়েছেন।
লতাচাপলী ইউপির বিসিআইসি ডিলার রুহুল আমিন জানান, গত ২ সেপ্টেম্বর টাকা জমা দিলেও বরিশাল থেকে আমরা এখনো সার পাইনি। কারণ হিসেবে তিনি জানান, পটুয়াখালী থেকে সার গোডাউন বন্ধ হয়ে যাওয়ার ফলেই আমরা এমন বিপদে পড়েছি।
বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসেসিয়োশন কলাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও পৌর শহরের বিসিআইসি ডিলার খাঁন ট্রেডার্সের সত্তাধিকারী মো. জাকির হোসেন জানান, পটুয়াখালীর গুদাম বন্ধ হয়ে যাওয়ায় আমাদের সার সরবরাহ পেতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এমনকি মাসের পর মাস বরিশাল ঘাটে এসে থাকতে হচ্ছে আমাদের। প্রতিদিন দুই হাজার টাকারও বেশি লোকসান দিয়েও সরবরাহ প্রতিবন্ধকতায় আমরা সার পাচ্ছি না। ফলে প্রান্তিক চাষিসহ সাব-ডিলারদের মাঝেও এর প্রভাব পড়েছে।
পটুয়াখালী শাখার বাফার ব্যবস্থাপক (বাণিজ্যিক) মশিউর ইসলাম জানান, লাউকাঠি গুদামটির ছাদ নষ্ট হয়ে যাওয়ায় গুদাম ক্লোজ করা হয়েছে। তবে ঊর্ধ্বতন মহলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে নতুন করে গুদাম স্থাপন করা হবে। সে লক্ষে জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলমান আছে।
কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা এআরএম সাইফুল্লাহ জানান, সেপ্টেম্বর মাসে কলাপাড়ায় ১ হাজার ২২৪ টন সার পাওয়ার কথা থকালেও আমরা এখনো তা পাইনি। এ বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। দ্রুত সার সরবরাহে তাদের কাছে অনুরোধ জানানো হয়েছে।
বরিশাল বাফার গুদাম ইনচার্জ আবদুর রহিম খন্দকার জানান, পটুয়াখালীর গুদাম বন্ধ হয়ে যাওয়ায় বরিশাল থেকে সার সরবরাহ করা হচ্ছে । বৈরী আবহাওয়ায় লেবার ম্যানেজে আমাদের একটু প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল। তার পরেও সবকিছু ঠিক থাকলে আমরা প্রতিদিন ৫০০ টন সার সরবরাহ করছি। আশা করছি কলাপাড়া উপজেলায় প্রতি মাসের সার পৌঁছে দিতে পারব। আমরা সে লক্ষ্যে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এমএসএম / জামান

৮ হাজার টাকার টেবিল ৩৫ হাজার টাকা, ইউএনও বললেন ৬৮ হাজার দাম দিতে পারতাম

হাতিয়া নদী ভাঙ্গণ রোধ করার আশ্বাস দিলেন সাবেক এমপি ফজলুল আজিম

অবশেষে বকেয়া পেলেন কর্মচারীরা, গোদাগাড়ী পৌরসভায় খুশির আমেজ

আত্রাইয়ে ভ্যান উল্টে শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে পচা চাল মজুতের হোতারা আড়ালে

“অন্যায়-অপরাধ যত শক্তিশালী হোক, আপোষ নয়—খোকন তালুকদার

চাঁদাবাজির মামলায় যুবলীগ নেতা মাছুমের রিমান্ড মঞ্জুর: অপর আসামি জালাল পলাতক

বাকেরগঞ্জে কৃষককে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যা ঘটনায় গ্রেপ্তার ৩

তালায় সনাতন ধর্মাবলম্বীদের পাশে বিএনপি নেতা হাবিব

দুমকীতে গাঁজা সেবনের দায়ে বৃদ্ধের কারাদণ্ড

পাকিস্তানে টিটিপির হয়ে যুদ্ধ করতে গিয়ে বাংলাদেশি নিহত

আশুলিয়ায় জামগড়া ক্যাম্পের অভিযানে কিশোর গ্যাং লিডার ও মাদক ব্যবসায়ীসহ ৬ জন গ্রেপ্তার
