ঢাকা সোমবার, ৪ আগস্ট, ২০২৫

শালিখায় টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলি জমি, বন্যার আশঙ্কা


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ৪-৮-২০২৫ দুপুর ১:৫৩

দেশের অন্যান্য জেলার মতো মাগুরার শালিখা উপজেলায় গত কয়েকদিনের অবিরাম বৃষ্টিতে উপজেলার বিস্তীর্ণ ফসলি জমি, পুকুর, মাছের ঘের পানিতে তলিয়ে গেছে। এতে ধান, শাকসবজি এ মৌসুমের প্রায় সব ধরনের ফসল ও মাছের মারাত্মক ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন উপজেলার শত শত কৃষক ও মৎস্য চাষীরা। 

উপজেলার বিভিন্ন এলাকায় এখনও আমন ধান লাগানোর কাজ শেষ হয়নি। কেউ কেউ ধান রোপণ করলেও অনেকেই বৃষ্টির কারণে চারা রোপণ করতে পারছে না। আবার৷ অনেকের ক্ষেত এখন পানির নিচে ডুবে রয়েছে। এতে ধান গাছ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা বেড়েছে।

সরেজমিনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায়, টানা বৃষ্টির কারণে এবং বন্যার পানিতে অনেক জমিতেই ফসলের আর তেমন কোনো চিহ্ন নেই, চারদিকে শুধুই থইথই পানি। মনে হচ্ছে যেন বিস্তীর্ণ ফসলি জমি ছোট ছোট নদীতে পরিণত হয়েছে।

শতখালী ইউনিয়নের শতখালী গ্রামের সরদার পাড়ার কৃষক মকবুল হোসেন জানান, তিনি প্রায় সাড়ে ৭বিঘা জমিতে আমন ধান চাষ করেছিলেন। এক মাসের পরিশ্রমের পর ধান গাছ বড় হয়ে গেলেও এখন সবই পানির নিচে।

শুধু ফসলই নয়, ক্ষতি হয়েছে মাছ চাষেও। শালিখা উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে প্রায় ২৭.৯ হেক্টর পুকুর ও মাছের ঘের পানিতে ভেসে গেছে। তালখড়ি গ্রামের কৃষক ইসমাইল হোসেন বলেন, টানা বৃষ্টি এবং বন্যার পানিতে পুকুর, মাছের ঘের এবং ফসিল জমি আমাদের সব শেষ! ’আমাদের এখন আর কোন ফসল নাই। 

শালিখা উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসনাত বলেন, উপজেলার প্রায় ২৫০হেক্টর জমিতে আমন ধান,১৬হেক্টর জমিতে সবজি পানিতে তলিয়ে গেছে। তবে পানিতে ডুবে গেলেই সব ধান নষ্ট হবে তা নয়। যদি দ্রুত পানি সরে যায়, তাহলে ফসলের ক্ষতির আশঙ্কা অনেকটা কমে যাবে। তবে কিছু এলাকায় অন্যান্য ফসলের আংশিক ক্ষতি হয়েছে। আমরা কৃষকদের পাশে আছি। আমরা নিয়মিত খোঁজখবর রাখছি এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছি।

এমএসএম / এমএসএম

হালদা নদী থেকে ১৩.৫ কেজি ওজনের মৃত মা-মাছ উদ্ধার

ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদ না ছাড়লে বিবস্ত্র করার হুমকি: শাহনাজ বেগমের সাংবাদিক সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জে সংযোগ সড়ক নির্মানে শাহ নেয়ামতুল্লাহ কলেজের আপত্তির প্রতিবাদে মানববন্ধন

বড়লেখায় বৌভাত অনুষ্ঠানে ব্যস্ত থাকাকালীন সময়ে বাড়িতে চুরির ঘটনায় গ্রেফতার-১

পূর্বধলার ইউএনও রেজওয়ানা কবিরের বদলি

মোহনগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক

কেমিক্যাল-রঙ দিয়ে আইসক্রিম তৈরি, ফ্যাক্টরিকে জরিমানা

মাগুরায় জুলাইয়ের ১০ শহীদের স্মরণে শোক র‌্যালি ও দোয়া মাহফিল

ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে মাদকের আখড়া, রেলসম্পদ চুরি ও নিরাপত্তা ঝুঁকিতে

জয়পুরহাটে " জুলাই গণঅভ্যুত্থানে আলেম ওলামার ভূমিকা শীর্ষক " আলোচনা সভা ও দোয়া

পঞ্চগড়ে কালভার্ট বন্ধ করে দোকান নির্মাণ, পানিবন্ধি ৬৩ পরিবার

আলফাডাঙ্গায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগের দাবিতে মানববন্ধন

চট্টগ্রামে সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার