ঢাকা সোমবার, ৪ আগস্ট, ২০২৫

সিদ্ধিরগঞ্জে সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি


ইবি প্রতিনিধি photo ইবি প্রতিনিধি
প্রকাশিত: ৪-৮-২০২৫ বিকাল ৫:৪৯

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক সাংবাদিক হত্যার হুমকি পেয়েছেন। জীবনের নিরাপত্তা চেয়ে তিনি সাধারণ ডায়েরি করেছেন।

রবিবার  (৩ আগস্ট ) রাতে তিনি সিদ্ধিরগঞ্জ থানায় এই সাধারণ ডায়েরি করেন। ভুক্তভোগী ওই গণমাধ্যমকর্মীর নাম আবুল হোসেন (৩৯)। 

এদিকে অভিযোগ উঠা দুলাল মিজি ওরফে টিপু দুলালের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন ভয়ঙ্কর অপরাধের অভিযোগ রয়েছে।সে চাঁদপুরের মতলব দক্ষিন উপজেলার কাশিমপুর এলাকার লোকমান মিজি ওরফে ভুলু মিজির ছেলে।

ভুক্তভোগী সাংবাদিক ও অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি নারায়ণগঞ্জের স্থানীয় একটি অনলাইন নিউজ পোর্টাল দৈনিক নারায়ণগঞ্জের ডাকে নিউজ টোয়েন্টি ওয়ান নামক একটি কথিত অনলাইন আইপিটিভির আড়ালে টিপু দুলালের ভয়ংকর অপরাধের সংবাদ প্রকাশ করা হয়। 

গণমাধ্যমকর্মী আবুল হোসেন প্রকাশিত সংবাদটি   
নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে শেয়ার করেন। সেখানে অনেক মানুষ লাইক ও কমেন্ট করে। তিনি কোন বিশেষ ব্যক্তিকে ইঙ্গিত করে সংবাদটি শেয়ার দেননি।

এদিকে দুলাল মিজি ওরফে টিপু দুলাল সংবাদটি তাকে উদ্দেশ্য করে দেয়া হয়েছে এমন দাবি করে গণমাধ্যমকর্মী আবুল হোসেনের মুঠোফোনে দু'টি নাম্বার থেকে ফোন করে প্রথমে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তিনি ভয়-ভীতি প্রদর্শন ও হত্যা করে লাশ ঘুম করার হুমকি দেন।পরে রবিবার  (৩ আগস্ট ) রাতে নিজের জীবনের নিরাপত্তা চেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী সাংবাদিক।

এঘটনায় ভুক্তভোগী সাংবাদিক আবুল হোসেন বলেন, আমি মূলত কোনো ব্যক্তিকে ইঙ্গিত করে সংবাদটি শেয়ার দেইনি। দুলাল মিজি ওরফে টিপু দুলাল নামের ওই ব্যক্তি মনে করেছে তাকে নিয়ে এ শেয়ার দেয়া হয়েছে।গত রবিবার  (৩ আগস্ট ) রাত ০৮.২০ মিনিটের দিকে আমি সিদ্ধিরগঞ্জ থানাধীন মৌচাক বুকস গার্ডেনে আমার বন্ধুর বাসায় অবস্থান কালে উনি আমাকে ফোন দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং হত্যা করে লাশ গুম করার হুমকি দেন। আমি এই ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি তার বিচার দাবি করছি।
 এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহীনুর আলম বলেন, প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে- এমন উল্লেখ করে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী সাংবাদিক। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

সিদ্ধিরগঞ্জে সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি

ইবি শিক্ষার্থী সাজিদের ভিসেরা রিপোর্ট মতে মৃত্যু হয়েছে শ্বাসরোধ করে

চবিতে ছাত্রদলের মিছিলের সম্মুখসারীতে জুলাইয়ে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা, সমালোচনার ঝড়

চবিতে ‘বিপ্লবী ছাত্র ঐক্য’-র যাত্রা শুরু,আহ্বায়ক তাহসান, সদস্য সচিব তানিম।

প্রাইভেট বিশ্ববিদ্যালয় উপ-কমিটি গঠন করল ইসলামী ছাত্র আন্দোলন

১২ দিন পর আজ খুলছে মাইলস্টোন কলেজ, শুরুতেই নেই একাডেমিক কার্যক্রম

চাকসুর গঠনতন্ত্রে যোগ হলো এমফিল-পিএইচডি শিক্ষার্থী: পূর্ব সিদ্ধান্ত বদলে বিতর্কে প্রশাসন

জাবিতে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান ও শহীদ পরিবারদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৯ সেপ্টেম্বর

শেকৃবিতে শিক্ষার্থীদের জিরো পার্সেন্ট ইন্টারেস্টে দেয়া হবে ল্যাপটপ

ইউজিসি'র হিট প্রকল্পের গবেষণা ফান্ডে নাম নেই জবির

চবিতে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার,মৃত্যু ঘিরে রহস্য

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে জুলাই ৩৬ কর্ণার উদ্বোধন