ঢাকা শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের ১৯ নেতাকে কারণ দর্শানোর নোটিশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-৮-২০২৫ রাত ১২:৩৭

দায়িত্ব অবহেলার অভিযোগে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের ১৯ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। গত রোববার (৩ আগস্ট) রাতে এই নোটিশ জারি করা হয়। নোটিশে আগামী ৭২ ঘন্টার মধ্যে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর একটি লিখিত ব্যাখ্যা স্বশরীরে উপস্থিত হয়ে জমাদান ও উপস্থাপনের নির্দেশ দেয়া হয়েছে।

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মোঃ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
'আজ ৩ আগষ্ট (রবিবার) চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের তৃণমূল নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানীর নেতৃত্বে সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত টিমের উপস্থিতিতে এক জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আপনি চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের দায়িত্বশীল পদে আসীন থেকেও অতি গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত না হওয়ায় দায়িত্ব অবহেলার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্থিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ৭২ ঘন্টার মধ্যে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর একটি লিখিত ব্যাখ্যা স্বশরীরে উপস্থিত হয়ে জমাদান ও উপস্থাপনের নির্দেশ দেয়া হলো।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি এস.এম. জিলানীর নির্দেশে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ আজ এই নির্দেশনা প্রদান করেন।'

কারণ দর্শানোর নোটিশ প্রাপ্ত নেতারা হলেন, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম টম, ওয়াকিল হোসেন (বগা), সদস্য সৈয়দ মোঃ মফিজ উদ্দিন সুমন, নোমান সিকদার সোহাগ, মোঃ ইস্কান্দার(বন্দর), মোঃ ইস্কান্দার (পাহাড়তলী), মাসুম সরকার, মোঃ সাজ্জাদ খাঁন, মুরাদ আলম, খোরশেদ আলম টিটু, পতেঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম, ইপিজেড থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ইউসুফ সুমন, খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হান আলম, সদরঘাট থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়াসির আরাফাত, খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বিল্লাল হোসেন বাবু, পতেঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাওসার আলম কাইসার, ইপিজেড থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল আলম, খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনির হোসেন ইমন, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান নান্টু।

এমএসএম / এমএসএম

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে একদিনে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং

দোহাজারীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শিবচরে এক্সপ্রেসওয়ে থেকে গরু ছিনতাই, আন্তঃজেলা ডাকাতদলের ৩ সদস্য গ্রেফতার

প্রধান উপদেষ্টার রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার নীল নকশা: ডা. তাহের

টাঙ্গাইলে স্বর্ণকারের বাড়িতে ডাকাতির মূলহোতা'সহ ৭ ডাকাত গ্রেপ্তার

আনোয়ারায় শ্রমিক সিন্ডিকেট নিয়ন্ত্রণে যুবলীগ নেতা শাহ জালাল

কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাবনা এডওয়ার্ড কলেজ ছাত্রদলের নবগঠিত হল কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

‎কুতুবদিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ সদস্য গ্রেফতার

রায়গঞ্জে বিপিএলের ধাঁচে ফুটবলার নিলাম, গ্রামে উৎসবের আমেজ

মানিকগঞ্জে শিশুকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

শেরপুরে গোয়ালঘরে কয়েলের আগুন ৮টি গরু ও ৪টি ছাগল পুড়ে ছাই

শ্রেণিকক্ষে হাঁটুপানি, ভাড়া করা ঘরে চলছে পাঠদান