ঢাকা বুধবার, ৬ আগস্ট, ২০২৫

নাগেশ্বরীতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বিজয় দিবস আনন্দ র‌্যালি ও আলোচনা সভা


মজিবর রহমান, নাগেশ্বরী photo মজিবর রহমান, নাগেশ্বরী
প্রকাশিত: ৬-৮-২০২৫ দুপুর ১:২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান”-এর বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে এক বিশাল আনন্দ র‌্যালি ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৫ আগষ্ঠ দুপুর ২টায় থেকে শুরু করে সন্ধা পর্যন্ত  আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে পুরো উপজেলায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

উপজেলার ১৪টি ইউনিয়ন এবং ১টি পৌরসভা থেকে আগত হাজার হাজার নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে নিয়ে অংশ নেন বর্ণাঢ্য র‌্যালিতে। র‌্যালিটি পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মুক্ত মঞ্চে গিয়ে এক বিশাল গণসমাবেশে পরিণত হয়। বিভিন্ন বয়সী নেতাকর্মী, তরুণ-তরণী যুবক/যুবতীদের অংশগ্রহণে ছিল চোখে পড়ার মতো।

গণসমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা। তিনি বলেন,  “জুলাই-আগস্ট অভ্যুত্থান কেবল একটি রাজনৈতিক আন্দোলন নয়, এটি ছিল দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম। শহীদ রাশেদ, রব্বানী, নুর আলমসহ যারা জীবন দিয়েছেন, তাদের রক্তের ঋণ শোধ করতে হলে আমাদের আন্দোলন থামানো চলবে না। এই বিজয়ের বার্তা হলো—জনগণের সরকার আবার ফিরিয়ে আনতে হবে।”

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির অন্যতম সদস্য ও নাগেশ্বরীর কৃতি সন্তান ডা. ইউনুছ। প্রশাসন ও রাষ্ট্রযন্ত্রকে উদ্দেশ্য করে তিনি বলেন,  “আজও সমাজের প্রতিটি স্তরে ফ্যাসিস্ট শক্তির দখলদারি স্পষ্ট। প্রশাসনের উচিত জনগণের পক্ষে দাঁড়ানো। জনগণের বিজয় নিশ্চিত করতে হলে ফ্যাসিস্টদের রুখতে হবে—নইলে এই আন্দোলনের সার্থকতা হারাবে।”

জেলা বিএনপির সদস্য এবং কুড়িগ্রাম জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট বজলুর রশীদ বলেন, “আইনের শাসন আজ ধ্বংসপ্রায়। বিচারহীনতার সংস্কৃতি রাষ্ট্রে গভীরভাবে প্রোথিত। ২০২৪ সালের এই গণঅভ্যুত্থান ছিল আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার ডাক। সকল দলমত নির্বিশেষে সবাইকে আজ সেই আহ্বানে সাড়া দিতে হবে।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন আলহাজ্ব শফিউল আলম শফি (সিনিয়র যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপি), শহিদুল ইসলাম সরকার (যুগ্ম আহ্বায়ক), আলহাজ্ব মোখলেছুর রহমান (সদস্য সচিব, উপজেলা বিএনপি), আবুল কাশেম সরকার (আহ্বায়ক, পৌর বিএনপি), ওমর ফারুক (সিনিয়র যুগ্ম আহ্বায়ক, পৌর বিএনপি), মো. আজিজুল হক (সদস্য সচিব, পৌর বিএনপি), ফরহাদ হোসেন (যুগ্ম আহ্বায়ক, যুবদল), রোকনুজ্জামান টুকু (আহ্বায়ক, ছাত্রদল) প্রমুখ।

আবুল কাশেম সরকার বলেন, “নাগেশ্বরী বিএনপিতে কোনো বিভাজনের রাজনীতি চলবে না। এই আন্দোলনের মাধ্যমে আমরা প্রমাণ করেছি—ভবিষ্যতের রাষ্ট্রক্ষমতা জনগণের ভোটেই বিএনপির হাতেই ফিরে আসবে।”

সমাবেশের শুরুতে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করেন জাসাস-এর স্থানীয় শিল্পীবৃন্দ। শহীদদের স্মরণে এবং দেশাত্মবোধ জাগাতে পরিবেশিত বিভিন্ন সংগীত সমাবেশে ভিন্ন মাত্রা যোগ করে।

অনুষ্ঠান শেষে “জুলাই-আগস্ট অভ্যুত্থান”-এর শহীদ রব্বানী ও রাশেদের পরিবারকে সম্মাননা উপহার প্রদান করা হয় উপজেলা বিএনপির পক্ষ থেকে। উপহার হস্তান্তর করেন আহ্বায়ক গোলাম রসুল রাজা ও অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আশরাফ হোসেন আপেল এবং উপজেলা বিএনপির সদস্য ও দপ্তর দায়িত্বপ্রাপ্ত মাহফুজার রহমান আপেল।

এই আনন্দ র‌্যালি ও গণসমাবেশে বিপুল জনসমাগম এবং নেতাকর্মীদের দৃপ্ত বক্তব্য প্রমাণ করে—নাগেশ্বরীর জনগণ এখনও গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অটল রয়েছে।
একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার স্বপ্নে বিভোর নেতাকর্মীদের চোখে ছিল প্রত্যয় ও জাতীয়তাবাদী আদর্শের প্রতি অবিচল আস্থা। বিএনপির এই ঐক্যবদ্ধ উপস্থিতি ভবিষ্যতের রাজনৈতিক পথে বড় বার্তা বহন করছে।

এমএসএম / এমএসএম

সিপিবি রাজশাহী মহানগর সভাপতি কাইয়ুম , সম্পাদক লিটন

কাউনিয়ায় বিএনপি'র হাজারো নেতাকর্মী নিয়ে বিএনপির বিজয় র‍্যালি

মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনের উদ্যোগে সন্দ্বীপে স্বৈরাচার পতনের ১ বছর পূর্তিতে বিশাল বিজয় র‍্যালি

সাংবাদিকদের মানুষের কণ্ঠস্বর হতে বললেন আমীর খসরু

ধানের শীষে ভোট দিলে নুতন বাংলাদেশ উপহার দিব তারেক রহমান: মীর হেলাল

লাকসামে বিএনপি নেতা রশিদ আহমেদ হোসাইনীর নেতৃত্বে মানববন্ধন ও বিজয় র‍্যালি

মধুখালীতে জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির আনন্দ র‍্যালি অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ও বিজয়ের আনন্দ র‍্যালি অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বিএনপির দোয়া, বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নেত্রকোনায় অবৈধ বালু উত্তোলন বন্ধে ইজারাদারের সংবাদ সম্মেলন

চন্দনাইশে ঐক্যের বন্ধনে আবদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় মিছিল

কুষ্টিয়ায় কোর্টপাড়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে জামায়াতের বিজয় মিছিল