ভোটাধিকার ফিরিয়ে আনা ও নির্যাতনের বিচারই প্রথম কাজঃ কুমিল্লায় ডা. জাহিদ হোসেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আমাদের সকলের দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে বলে আমাদের নেতা তারেক রহমান বলেছিলেন। দেশকে পুনর্গঠন করতে হবে আমাদেরকে। সর্বপ্রথম যে কাজ করা উচিৎ সেটা হলো, যারা আমাদের উপর নির্যাতন করেছে, আমাদের ভাইদের হত্যা করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে। এছাড়াও, মানুষ যাতে তাদের ভোটাধিকার ফিরে পায় সেটা নিশ্চিত করতে হবে। বুধবার (৬ আগষ্ট) দুপুর ১২ টায় কুমিল্লা মহানগর বিএনপির কার্যালয়ের সামনে জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে দেশব্যাপী বিজয় র্যালির অংশ হিসেবে কুমিল্লা জেলা ও মহানগর বিএনপির আয়োজিত র্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।
এই সময় তিনি আরোও বলেন, আগামী দিনে মানুষ তাদের ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য অপেক্ষা করছে। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, নির্বাচন ফেব্রুয়ারির মধ্যেই হয়। বিগত ৪টি নির্বাচনে মানুষ সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। আশা করি, আগামীতে তারা সেটা পারবে।
তিনি আরো বলেন, স্বৈরাচারীরা যে টাকা বিদেশে পাচার করেছে তা ফিরিয়ে এনে বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতিকে পুনর্গঠন করতে হবে। এরপর, যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদেরকে পুনর্বাসন করতে হবে।
তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, গত ১৬ বছর ধরে আপনারা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে গিয়েছেন। এই কুমিল্লায় আমাদের অনেক নেতাকর্মীকে গুম করা হয়েছে। হাজার হাজার নেতাকর্মী আহত হয়েছে। হাজার হাজার নেতাকর্মী কোর্টের বারান্দায় বসে কেঁদেছে। আজ আমরা সেসকল ভাইদেরকে স্মরণ করছি। যারা শহীদ হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা নির্যাতিত হয়েছে, আমরা সবসময় তাদের পাশে আছি। বিএনপি তাদের সবসময় সহযোগীতা করে আসছে, আগামীতেও করবে।
এই সময় বিএনপির কার্যালয়ের সামনে থেকে হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে বিজয় র্যালী অনুষ্ঠিত হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সভাশেষে সংক্ষিপ্ত সমাবেশে আরো বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন, সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারি আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু। এসময় কুমিল্লা মহানগর, দক্ষিণ জেলা ও উত্তর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম

পঞ্চগড়ে ইন্টার্নশিপ বিদ্যালয়ে সহকারি দুই শিক্ষক অনুপস্থিত, একজন হাজতে, ব্যবস্থা নেয়নি কেউ

কোটালীপাড়ায় মায়ের সাথে অভিমান করে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান

লাকসামে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ কাউন্সিল’২৫ অনুষ্ঠিত

শেরপুরে বন্যহাতির তান্ডবে আমন খেত নষ্ট: দিশেহারা কৃষকেরা

মাদকমুক্ত সমাজ গড়ি" শীর্ষক প্রতিবাদকে সামনে রেখে স্থানীয় গ্রামবাসী ও যুবসমাজের উদ্যোগে আলোচনা

বাউফলে স্প্রেইড হিউম্যানিটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

জুলাই সনদ বাস্তবায়ন,স্বৈরাচারের বিচার দৃশ্যমানকরে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবেঃ এটি এম মাসুম

তানোরে মা ও ছেলেকে কুপিয়ে জখম

সীতাকুণ্ডে বাসের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর

ঝামায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুকসুদপুর প্রেসক্লাব ৩ সদস্যকে ত্রুেস্ট ও পরিচয়পত্র প্রদান
