কুড়িগ্রামে বিএনপি নেতা ও সাবেক এমপি রানাকে শোকজ
জেলা বিএনপিরআহবায়ক কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সাইফুর রহমানকে ২৪ ঘন্টা সময় বেঁধে দিয়ে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি।তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও শোকজের জবাব দেয়নি আলহাজ্ব সাইফুর রহমান রানা।
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা বিএনপির পৃথক দুটি অফিস এবং গণ অভ্যুত্থানের বছরপূর্তি অনুষ্ঠান পৃথকভাবে পালন করাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে। জেলা বিএনপি জানিয়েছেন দলীয় আলোচনার পরে পরবর্তী সিদ্ধান্ত।চলতি মাসের ৪ আগস্ট জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত নোটিশ প্রদান করা হয়।
কারণ দর্শানো নোটিশে বলা হয়, গত ৭ এপ্রিল নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা দেওয়া হয়। যার নির্দিষ্ট একটি অফিস বিদ্যমান। তারপরও আপনি পূর্বের নাগেশ্বরী উপজেলা বিএনপির সাইনবোর্ড ও অফিসটি এখনও রানার বাসভবনে খুলে রেখেছেন। যা দলে শৃংখলা পরিপন্থি। এমতাবস্তায় আপনার বিরুদ্ধে দলের শৃংখলা ভঙ্গ এবং গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপের জন্য কেনো সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হইবে না, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিন্মে স্বাক্ষরকারীগণের কাছে লিখিত জবাব প্রদানের জন্য বলা হইল।
জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইফুর রহমান রানা তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বাসায় উপজেলা বিএনপির অফিস কিংবা সাইনবোর্ড নেই। দলের যখন দুর্দিন ছিল কোথাও অফিস ছিল, না তখন আমি আমার বাসায় উপজেলা বিএনপির কার্যকম পরিচালনার সুযোগ দিই। এখন নতুন কমিটি হয়েছে, তারা অফিসে কার্যক্রম পরিচালনা করছে। উপজেলা বিএনপির কোনো গ্রুপিংয়ের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। ৫ আগস্ট পৃথক অনুষ্ঠানের যে অভিযোগ উত্থাপন করা হয়েছে সেটি সঠিক নয়। উপজেলা বিএনপি পৃথক একটি সভা-সমাবেশ আয়োজন করে। সেখানে আমাকে আমন্ত্রণ জানানো হয়নি। উপজেলা ছাত্রদল এবং যুবদল পৃথক অনুষ্ঠান আয়োজন করে আমাকে আমন্ত্রণ করে। অতিথি হিসেবে এই অনুষ্ঠানে যাওয়া কোনো অপরাধ হতে পারে না। জেলা কমিটির পক্ষ থেকে শোকজের পত্র প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।
এ ব্যাপারে নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা বলেন , চলতি বছর এপ্রিল মাসে নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। জেলা কমিটির অনুমতি সাপেক্ষ নাগেশ্বরী বাসস্টান্ড সংলগ্ন ভাড়ায় নাগেশ্বরী উপজেলা বিএনপির অফিস খোলা হয়। এখান থেকেই পরিচালনা করা হয় উপজেলা বিএনপির সকল কার্যক্রম। কিন্তু সাইফুর রহমান রানা তার নিজ বাড়িতে নাগেশ্বরী উপজেলা বিএনপি কার্যালয় সাইনবোর্ড টানিয়ে রেখেছেন। এখান থেকেই তিনি নেতাকর্মীদের নিয়ে এবং যুবদল, ছাত্রদল ও কৃষক দলের নেতাকর্মীদরকে নিয়ে দলের প্রোগ্রাম করছেন। ৫ আগস্ট অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আনন্দ র্যালি ও শোভাযাত্রার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে উপজেলা মুক্তমঞ্চে দলীয় ব্যানারে আলোচনা অনুষ্ঠিত হয়। অথচ এই অনুষ্ঠানকে পাশ কাটিয়ে সাইফুর রহমান রানা তার অনুগত নেতাকর্মীকে সঙ্গে নিয়ে কৃষকদল, যুবদল, ছাত্রদলের সমন্বয়ে পৃথকভাবে আনন্দ র্যালি বের করে এবং তার নিজ বাসায় মিলাদ মাহফিলের আয়োজন করে। এসব ঘটনাই দলের শৃঙ্খলা পরিপন্থি।
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সাইফুর রহমান রানাকে জেলা বিএনপির পক্ষ থেকে শোকজ নোটিশ পাঠানো হয়। নোটিশে বেধে দেওয়া সময়ের মধ্যে কোনো জবাব পাওয়া যায়নি। বিষয়টি কেন্দ্রে লিখিতভাবে জানানো হয়েছে। কেন্দ্রের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
আদমদীঘির কাঞ্চনপুর হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ
চট্টগ্রাম ৯ আসনে শামসুল আলমকে বিএনপি’র মনোনয়নের দাবি ১৫ সংগঠনের
গোপালগঞ্জে গ্রাম আদালত উন্নয়নে ডিএমআইই প্রশিক্ষণ অনুষ্ঠিত
সিরাজদিখানে প্রবাসীর স্ত্রী শিউলি আক্তারের রহস্যজনক মৃত্যু
ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সাবেক ছাত্রনেতাদের মতবিনিময়
নরসিংদীর চরাঞ্চলে খেয়াঘাটে টাকা আদায় নিয়ে সংঘর্ষ, আহত ১০
ভোলায় ৬৭৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ
মহেশপুরে আলমসাধুর ধাক্কায় মোটরসাইকেল চালক কলেজ ছাত্র নিহত
ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান
সংবাদ প্রকাশের পর ডালারপাড়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসনসহ নৌপুলিশ
হাতিয়ায় ৬ হাজার ৪০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড
আল্লাহ ও রাসূলকে নিয়ে কটুক্তি করায় চাঁদপুরের পুরাণবাজারে বিক্ষোভ মিছিল