রৌমারীতে একটি সেতুর অভাবে চরম দুর্ভোগে অর্ধলক্ষাধিক মানুষ
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় একটি সেতুর অভাবে চরম দুর্ভোগে অর্ধলক্ষাধিক মানুষ। প্রায় সময় দুর্ঘটনার কবলে পরছে রৌমারীতে সেতু না থাকায় সীমাহীন দুর্ভোগে লক্ষাধিক মানুষ।
কুড়িগ্রামের নদী বিচ্ছিন্ন উপজেলা রৌমারীর একদিকে রাস্তার বেহাল দশা অপরদিকে একটি সেতুর অভাবে উপজেলার তিনটি ইউনিয়নের প্রায় ৩০টি গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ চরম দুর্ভোগে প্রতিনিয়ত চলাচল করছে। সাহেবের আলগা, চরশৌলমারী এবং দাঁতভাঙ্গা ইউনিয়নগুলোর শান্তিরচর, খরানির চর, কাজাইকাটা, গাছবাড়ি, চর কাজাইকাটা, আন্দবাজার, ফুলকারচর, সোনাপুর, গেন্দার আলগা, নামাজের চর, খেয়ারচর, ডিগ্রীরচর, বাংলা বাজার, চর ইটালুকান্দা, লাউবাড়ী, উত্তর নামাজের চর, জাহাজের আলগা, দই খাওয়ার চর, হবিগঞ্জ, ফুলকার চরের বাসিন্দাসহ অর্ধলক্ষাধিক মানুষের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। এসব অঞ্চলে যোগাযোগ ব্যবস্থ অন্নত না হওয়ায় কৃষি পণ্যেও ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে কৃষকেরা, বেড়েছে বাল্যবিবাহসহ নানা অপরাধ।
স্থানীয় বাসিন্দা সোহেল রানা, মর্জিনা বেগম, মজিবর, সমশের আলীসহ অনেকে জানান, উপজেলার হলহলিয়া নদীর উপর একটি সেতু না থাকায় দুর্ভোগে বছরের পর বছর ধরে চর শৌলমারী, সাহেবের আলগা এবং দাতঁভাঙ্গা ইউনিয়নের মানুষ চলাচল করে আসছে। গ্রামবাসীরা জানান, প্রত্যন্ত এলাকার অনুন্নত যোগাযোগ ব্যবস্থা হওয়ায় সীমাহীন কষ্টে আছি আমরা। অনেক আন্দোলন করেও লাভ হয়নি। অথচ জনপ্রতিনিধিদের শুধু ভোটের সময় দেখা মিললেও পরে আর তাদের দেখা মিলে না। এলাকাবাসির উদ্যোগে চারশত ফুট দৈর্ঘ্যের একটি বাশের সাঁকো নির্মাণ করা হয়েছে। জীবনের ঝুকি নিয়ে প্রতিদিন হাজারো মানুষের চলাচল করছে এই সাঁকো দিয়ে। বর্ষা মৌসুমে কর্দমাক্ত পথে সীমাহীন দুর্ভোগে পড়তে হয় দরিদ্রপীড়িত এই জনপদেও মানুষকে। উপজেলার সাথে যোগাযোগের একমাত্র পথে প্রতিদিনই দুর্ঘটনার শিকার ও ক্ষতির মুখে পড়ছেন পথচারীরা। বেশি কষ্টে পড়তে হয় গর্ভবতী নারীসহ অসুস্থ রোগী, শিশু, বয়ষ্ক এবং স্কুল কলেজে লেখাপড়া শিক্ষার্থীদের।
সেতু এবং রাস্তার অভাবে তিনটি ইউনিয়নের মানুষদেরও সারা বছর দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষা মৌসুমে এই কষ্ট আরও কয়েকগুন বেড়ে যায়। বিভিন্ন সময় নির্বাচনের আগে জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতারা একাধিকবার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করেনা। ফলে স্বাধীনতার ৫৪ বছরেও দুর্ভোগ ঘোচেনি ৩০ গ্রামের অর্ধলক্ষাধিক মানুষের।
সেতু এবং রাস্তার সমস্যা সমাধান হলে জেলা শহরের সাথে রৌমারী উপজেলার মানুষের মাত্র দুই থেকে আড়াই ঘন্টায় যাতায়াত করতে পারবে। এতে করে সকল পেশাজীবী মানুষের সময়-অর্থ সাশ্রয় হবে। পাশাপাশি গ্রামগুলোর মানুশের শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতিসহ অর্থসামাজিক উন্নয়নের জন্য সেতু এবং রাস্তা নির্মান অত্যন্ত জরুরি বলে মনে করেন স্থানীয়রা।
রৌমারী উপজেলা প্রকৌশলী মুনছুরুল হক জানান দাতভাঙ্গা ও চরশৌলমারী ইউনিয়নে ৩ হাজার ৬৩০ মিটার রাস্তাসহ কাজাইকাটা হলহলিয়া নদীতে সেতুর জন্য জেলায় প্রয়োজন মত প্রায় ২১০ মিটার চেইনেজ সেতুর প্রস্তাব পাঠিয়েছি, বরাদ্দ পেলে কাজ শুরু করা হবে।
রৌমারী উপজেলা নির্বাহী অফিসার উজ্জল কুমার হালদার বলেন, কাজাইকাটা এলাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেতুর জন্য জেলায় একটি প্রস্তাব পাঠানো হয়েছে, অনুমোদন পেলে চলতি অর্থবছরে সেতুর কাজ শুরু হবে বলে জানান।
এমএসএম / এমএসএম
নড়াইল-২ আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করলেন লায়ন মো. নুর ইসলাম
চুয়াডাঙ্গার দুই সংসদীয় আসনে ১১ প্রার্থী’র মনোনয়নপত্র জমা
কুমিল্লায় হেভিওয়েট প্রার্থীসহ ১১টি আসনে১১৪ টি মনোনয়নপত্র দাখিল
ক্ষুধার সঙ্গে লড়াই, সন্তানের ভবিষ্যৎ বাঁচাতে মায়ের কাঁধে লাঙ্গল
ঘরে ঘরে ভোটারদের কাছে ভোট চাইতে নেতাকর্মীদের নির্দেশ : মঞ্জুরুল করিম রনি
পঞ্চগড় ২ টি আসনে লড়বেন ১৯ প্রার্থী
গাজীপুর-৫ আসনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল
আচরণবিধি মেনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল করিম রনি
বারহাট্টায় মনোনয়নপত্র জমা দিলেন নেত্রকোনা-২ আসনের বিএনপির প্রার্থী ডাঃ আনোয়ারুল হক
রংপুর-০২ আসনে এটিএম আজহারুল ইসলামের মনোনয়নপত্র দাখিল
রৌমারীতে এই শীতে চরের মানুষের মাঝে কম্বল বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতের ইসলামী প্রার্থী ড. মিজানুর রহমানের মনোনয়নপত্র দাখিল