সভাপতি-আব্দুল হাফিজ, যুগ্ম সাধারণ সম্পাদক- জুয়েল আহমদ
বড়লেখা উপজেলা বিএনপির কাউন্সিলের আগেই বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল আগামী ১৬ আগস্ট শনিবার অনুষ্ঠিত হবে। তবে এর আগেই উপজেলা বিএনপির সভাপতি পদে আব্দুল হাফিজ এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে জুয়েল আহমদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ওই দুই পদে একক প্রার্থী থাকায় সংশ্লিষ্ট নির্বাচন কমিশন শুক্রবার (৮ আগস্ট) রাতে তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে।
নির্বাচন কমিশনার অধ্যক্ষ মো. আসুক উদ্দিন শুক্রবার রাত সাড়ে নয়টায় এই তথ্য নিশ্চিত করে তিনি জানান, বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল আগামী ১৬ আগস্ট অনুষ্ঠিত হবে। শুক্রবার (৮ আগস্ট) রাতে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। পাঁচটি পদের মধ্যে সভাপতি পদে আব্দুল হাফিজ এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে জুয়েল আহমদকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে। বাকি তিনটি পদে এখন নির্বাচন হবে।
দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০২০ সালে বড়লেখা উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে আব্দুল হাফিজ, সাধারণ সম্পাদক পদে মুজিবুর রহমান খছরু ও সাংগঠনিক সম্পাদক পদে অধ্যাপক আব্দুস শহীদ খান নির্বাচিত হন। চলতি বছরের জানুয়ারি মাসে উপজেলা বিএনপির আহ্বাক কমিটি গঠন করা হয়। এতে আহ্বায়ক জয়নাল আবেদীন, সিনিয়র যুগ্ম আহবায়ক নছিব আলী, যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান খসরু, সদস্য আব্দুল হাফিজ ও আলাল উদ্দিন মনোনীত হন। এরপর থেকে উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির মাধ্যমে দলীয় কার্যক্রম চলছিল। ইতিমধ্যেই উপজেলার ১০ ইউনিয়নের কাউন্সিল সম্পূন্ন করেছেন আহবায়ক কমিটি।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সভাপতি আব্দুল হাফিজ শুক্রবার রাতে বলেন, তিনি ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি দীর্ঘদিন কাজ করে আসছেন। দলকে ঐক্যবদ্ধ ও সংগঠিত রাখতে তিনি বিভিন্ন আন্দোলন-সংগ্রাম করেছেন। একাধিকবার জেল-জুলুমের শিকার হয়েছেন। তবুও বিএনপির রাজনীতি থেকে সরে দাঁড়াননি। তাই দলের নেতাকর্মীরা তাকে পছন্দ করেন। এজন্য কয়েকবার তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন। এবারও দলীয় নেতাকর্মীদের চাপে প্রার্থী হয়েছেন। তবে দলের কেউ তার বিপরীতে সভাপতি পদে দাঁড়ায়নি। এজন্য দলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞ।
জ্যেষ্ঠ এই নেতা আরও বলেন, তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে শহীদ জিয়ার হাতে গড়া সংগঠনকে আগামীতে তিনি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে নিতে কাজ করে যাবেন।
নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক পদে জুয়েল আহমদ জানান, তার ওপর অর্পিত দায়িত্ব তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবেন।
সংশ্লিষ্ট নির্বাচন কমিশনের তথ্যমতে, মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণের শেষ তারিখ ছিল ৭ ও ৮ আগস্ট। ৮ আগস্ট যাচাই-বাছাই ও প্রার্থিতা প্রত্যাহার শেষে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। এতে সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে দুইজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি তিন পদের মধ্যে সাধারণ সম্পাদক পদে মুজিবুর রহমান খছরু ও আব্দুল কাদির পলাশ, এবং সিনিয়র সহ সভাপতি পদে নছিব আলী ও শরিফুল ইসলাম বাবলু এবং সাংগঠনিক সম্পাদক পদে আব্দুস শহীদ খান, আব্দুস কুদ্দুস স্বপন ও জালাল আহমদ প্রতিদ্বন্দ্বিতা করবেন।
আগামী ১৬ আগস্ট ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন মো. জয়নাল আবেদীন, নির্বাচন কমিশনার হিসেবে থাকবেন অধ্যক্ষ মো. আসুক উদ্দিন ও ইমরান আহমদ।
এমএসএম / এমএসএম

আশুলিয়ার জামগড়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

পাপ্পীর কানাডা ও আমেরিকার ভিসা বাতিলের আবেদন

চুয়াডাঙ্গায় বিষাক্ত মদে ছয়জনের প্রাণহানি

মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রেসক্লাবের সভাপতি সহ তিনজন মনোনয়নপত্র সংগ্রহ

বারহাট্টায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

নোয়াখালী সুবর্ণচরে রাস্তায় প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা

টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে উত্তাল যমুনা সেতু মহাসড়ক

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা

মাগুরায় আসন্ন কাবাডি ও ক্রিকেট লীগ উপলক্ষে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত

পঞ্চগড়ে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি নিয়ে ব্যারিস্টার নওশাদ জমির

বিরামপুরে দূর্যোগ প্রশমন দিবস পালিত

নাচোলে তে-ভাগা আন্দোলনের বীরাঙ্গনা নেত্রী ইলামিত্রের ২৩ তম মৃত্যু বাষিকী পালিত
