ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বকশীগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন


জামিল, জামালপুর photo জামিল, জামালপুর
প্রকাশিত: ৯-৮-২০২৫ বিকাল ৫:৭

গাজীপুরের চান্দনা চৌরাস্তার দৈনিক প্রতিদিনের কাগজ এর স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও দোষীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বকশীগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

০৯ আগস্ট (শনিবার) সকাল ১০.০০ ঘটিকার সময় বকশীগঞ্জ প্রেসক্লাবের সামানে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও কালের কন্ঠের সাংবাদিক আব্দুল লতিফ লায়ন, সিনিয়র সহ-সভাপতি ও ভোরের দর্পণের সাংবাদিক মতিন রহমান, সাধারণ সম্পাদক ও সমকালের সাংবাদিক মাসুদ উল হাসান, বকশীগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক অনুসন্ধান প্রতিদিনের সাংবাদিক মোয়াজ্জেম হোসেন হিলারী, দপ্তর সম্পাদক সাংবাদিক লিয়াকত হোসেন বাবুল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, বকশীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও ইত্তেফাকের সাংবাদিক শাহিন আল আমিন, দৈনিক যুগান্তরের সাংবাদিক সরোয়ার জাহান রতন, সাংবাদিক হারুনুর রশিদসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ সময় বকশীগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন হিলারী তার বক্তব্যে বলেন, আমরা সমাজের সংখ্যায় অল্প। এই অল্প সংখ্যক জনগোষ্ঠী সমাজের বিশাল ভূমিকা পালন করে চলে। আমরা যদি ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে না লিখি সমাজ থেকে অনিয়ম- দুর্নীতি ঘুষ চাঁদাবাজি কোনদিনই বন্ধ হবে না। রাজনৈতিক ছত্রছায়ায় প্রভাবশালী ব্যক্তিরা ও সরকারের মদদপোষ্ট কিছু আমলারা ঘুষ চাঁদাবাজির সঙ্গে জড়িত। আমরা যখন অনুসন্ধানী নিউজ তৈরি করি তখন সরাসরি তাদের বিপক্ষে চলে যায় তাদের স্বার্থে আঘাত হানে। তখন প্রভাবশালী ব্যক্তিরা আমাদের বিরুদ্ধে মামলা হামলা ও হত্যাকান্ডের মত ঘটনা ঘটাতেও কার্পণ্য করেনা। এ সময় তিনি আরো বলেন দিন বদলে গেছে এখন সংবাদ কর্মীদের উপর হামলা করা হলে প্রতিহত করা হবে। এ সময় তিনি সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দ্রুত বিচার আইনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান।

বকশীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য শাহীন আল আমিন তার বক্তব্যে বলেন, একজন সাংবাদিককে হত্যা মানে এটি দেশের সমগ্র গণমাধ্যমের জন্য একটি অশনি সংকেত। সাংবাদিকরা কখনো অনিয়ম করে না, চাঁদাবাজি করে না, সাংবাদিকরা চাঁদাবাজি বন্ধের জন্য কাজ করে অনিয়ম রুখে দিতে কাজ করে, তাই তাদের উপর হামলা করা হয়। এ সময় তিনি অবিলম্বে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি দাবি করেন। তাছাড়া বৃহৎ আন্দোলন গড়ে তুলারও হুঁশিয়ারি দেন।
একই সময়ে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা কমপ্লেক্সের সামনে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এমএসএম / এমএসএম

গাইবান্ধার ফুলছড়িতে প্রাথমিক শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ

দুমকীতে দুই আওয়ামীলীগ নেতা আটক

চন্দনাইশে মহাপরিকল্পনা প্রণয়নের তথ্য উপস্থাপন কর্মশালা

পবিপ্রবির দুই শিক্ষার্থী পুনঃভর্তির আদেশ

দৈনিক সকালে সময় পত্রিকাই সংবাদ প্রকাশের পর পানিবন্দি থেকে মুক্তি পেলেন অর্ধশত পরিবার

জয়পুরহাটে কাব ক্যাম্পুরী ও শতভাগ অর্জনকল্পে প্রস্তুতিমূলক ক্যাম্পের বর্ণাঢ্য উদ্বোধন

শেরপুরের শ্রীবরদীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত

সিংড়া মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বড়লেখায় ৩ দফা দাবিতে সহকারি শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত, ১৫১ প্রাইমারি স্কুলে অচলাবস্থা

কুমিল্লায় ৫ হাজার গাড়ীবহর নিয়ে বিএনপিনেতা গফুর ভূইয়ার প্রচারনা

রাজশাহীতে ‘‘অপারেশনস্ ফার্স্ট লাইট’’ অভিযানে আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য ও মোটরসাইকেল উদ্ধার: গ্রেফতার: ১৩

বালাগঞ্জে পরিচ্ছন্নতা ও রোগীর স্বাস্থ্য রক্ষায় নতুন উদ্যোগ নিলেন ডা. মামুন

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি