সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বকশীগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন

গাজীপুরের চান্দনা চৌরাস্তার দৈনিক প্রতিদিনের কাগজ এর স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও দোষীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বকশীগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
০৯ আগস্ট (শনিবার) সকাল ১০.০০ ঘটিকার সময় বকশীগঞ্জ প্রেসক্লাবের সামানে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও কালের কন্ঠের সাংবাদিক আব্দুল লতিফ লায়ন, সিনিয়র সহ-সভাপতি ও ভোরের দর্পণের সাংবাদিক মতিন রহমান, সাধারণ সম্পাদক ও সমকালের সাংবাদিক মাসুদ উল হাসান, বকশীগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক অনুসন্ধান প্রতিদিনের সাংবাদিক মোয়াজ্জেম হোসেন হিলারী, দপ্তর সম্পাদক সাংবাদিক লিয়াকত হোসেন বাবুল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, বকশীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও ইত্তেফাকের সাংবাদিক শাহিন আল আমিন, দৈনিক যুগান্তরের সাংবাদিক সরোয়ার জাহান রতন, সাংবাদিক হারুনুর রশিদসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ সময় বকশীগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন হিলারী তার বক্তব্যে বলেন, আমরা সমাজের সংখ্যায় অল্প। এই অল্প সংখ্যক জনগোষ্ঠী সমাজের বিশাল ভূমিকা পালন করে চলে। আমরা যদি ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে না লিখি সমাজ থেকে অনিয়ম- দুর্নীতি ঘুষ চাঁদাবাজি কোনদিনই বন্ধ হবে না। রাজনৈতিক ছত্রছায়ায় প্রভাবশালী ব্যক্তিরা ও সরকারের মদদপোষ্ট কিছু আমলারা ঘুষ চাঁদাবাজির সঙ্গে জড়িত। আমরা যখন অনুসন্ধানী নিউজ তৈরি করি তখন সরাসরি তাদের বিপক্ষে চলে যায় তাদের স্বার্থে আঘাত হানে। তখন প্রভাবশালী ব্যক্তিরা আমাদের বিরুদ্ধে মামলা হামলা ও হত্যাকান্ডের মত ঘটনা ঘটাতেও কার্পণ্য করেনা। এ সময় তিনি আরো বলেন দিন বদলে গেছে এখন সংবাদ কর্মীদের উপর হামলা করা হলে প্রতিহত করা হবে। এ সময় তিনি সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দ্রুত বিচার আইনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান।
বকশীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য শাহীন আল আমিন তার বক্তব্যে বলেন, একজন সাংবাদিককে হত্যা মানে এটি দেশের সমগ্র গণমাধ্যমের জন্য একটি অশনি সংকেত। সাংবাদিকরা কখনো অনিয়ম করে না, চাঁদাবাজি করে না, সাংবাদিকরা চাঁদাবাজি বন্ধের জন্য কাজ করে অনিয়ম রুখে দিতে কাজ করে, তাই তাদের উপর হামলা করা হয়। এ সময় তিনি অবিলম্বে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি দাবি করেন। তাছাড়া বৃহৎ আন্দোলন গড়ে তুলারও হুঁশিয়ারি দেন।
একই সময়ে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা কমপ্লেক্সের সামনে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এমএসএম / এমএসএম

গাজীপুর-৩ আসনে আলোচনায় বিএনপির ৪ প্রার্থী, একক প্রার্থী নিয়ে নিশ্চিন্ত অন্য দল

আদালতের দোতলা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা হত্যা মামলার আসামির

রায়পুরে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

চট্টগ্রাম-১৩ আসনে তৃণমূল নেতাকর্মীদের পছন্দের শীর্ষে এস এম মামুন মিয়া

চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক

জুড়ীতে কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ে উপহার প্রদান

গাছে ঝুলন্ত লাশ, পা মাটিতে-শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

মানিকগঞ্জ শহরের প্রবেশমুখে গোলচত্বর ও ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন

ভূরুঙ্গামারীতে নবযোগদানকৃত কুড়িগ্রাম জেলা প্রশাসক এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

রাণীশংকৈলে গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৫

হাটহাজারী নাগরিক সেবা নিয়ে বিপাকে পৌরবাসী। তবে কর্তৃপক্ষের দ্রুত সমাধানের আশ্বাস
