ভাটিয়াপাড়ায় মধুমতি নদীর বাঁধে দেখা দিয়েছে তীব্র ভাঙন
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নদীবন্দর হিসাবে খ্যাত ভাটিয়াপাড়ায় মধুমতি নদীর বাঁধে দেখা দিয়েছে তীব্র ভাঙন। ইতোমধ্যে প্রায় ১শ’ মিটার এলাকা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। আতঙ্কে ইতোমধ্যে দোকান-পাট ও মালামাল সরিয়ে নিচ্ছে ব্যবসায়ীরা। ভাঙনকবলিত এলাকায় দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি স্থাণীয়দের। তবে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা বলছে, জিও ব্যাগ ফেলে প্রাথমিক ভাঙন রোধ করতে ব্যবস্থা নেয়া হয়েছে। জিও ব্যাগ ফেলে নদী ভাঙন রোধ করা সম্ভব নয় বলে জানিয়েছেন ভাটিয়াপাড়া বাজার সমিতির সাধারণ সম্পাদক মামুন শরিফ।
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার অন্যতম বাজার ভাটিয়াপাড়া বাজার। এ বাজারটি গড়ে উঠেছে মধুমতি নদীর কোল ঘেষে। এ বাজারটি নদী বন্দর হিসাবে ব্যবহারিত হবার পাশাপশি রয়েছে রেলস্টেশন। কিন্তু হঠাৎ করেই শুক্রবার (৮ আগষ্ট) মধুমতি নদীর বাঁধে দেখা দিয়েছে তীব্র ভাঙন। ইতিমধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে বাঁধের প্রায় ১শ’ মিটার এলাকা। ভাঙন দেখা দেয়ায় আতঙ্কে স্থানীয় ব্যবসায়ীরা সরিয়ে নিচ্ছে তাদের দোকানপাট ও মালামাল।
স্থানীয় ব্যবসায়ী সালাউদ্দিন মোল্ল ও গোলাম মোস্তফা জানান, ভাঙনকবলিত এ বাজারে স্থায়ী বাঁধ নির্মাণ না করায় প্রতিনিয়ত ভাঙনের মুখোমুখি হচ্ছে ব্যবসায়ীরা। এর আগেও কয়েকবার ভাঙনের শিকার হয়েছে এখানকার ব্যবসায়ীরা। ফলে জীবিকার একমাত্র উৎস ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে অনেক ব্যবসায়ীকে হতে হয়েছে নিঃস্ব। ভাটিয়াপাড়া বাজারের মধুমতি নদী ভাঙন এলাকায় জিও ব্যাগ ফেলে নেয়া হয়েছে প্রতিরক্ষামূলক ব্যবস্থা। স্থায়ী সমাধাণ না হওয়ায় প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে থাকতে হয় তাদের। দ্রুত ভাঙনকবলিত এলাকায় স্থায়ী সমাধানের দাবি ভুক্তভোগীদের।
ভাটিয়াপাড়া বাজার সমিতির সাধারণ সম্পাদক মামুন শরীফ জানান, জিও ব্যাগ ফেলে নদী ভাঙন রোধ করা সম্ভব নয় বলে জানিয়েছেন ভাটিয়াপাড়া বাজার সমিতির সাধারণ সম্পাদক।
গোপালগঞ্জ পানি উন্নয়র বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস,এম রেফাত জামিল জানান, এঘটনার পর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। ভাঙন রোধে ৬ হাজার জিও ব্যাগ ফেলানোর পাশাপাশি বরাদ্দ পেলে স্থায়ী সমাধানের উদ্যোগ নেয়া হবে।
আশ্বাস নয়, ব্যবসা প্রতিষ্ঠানসহ স্থাপনা বাঁচাতে দ্রুত ব্যবস্থা নিবে কর্তৃপক্ষ এমনটিই প্রত্যাশা ভুক্তভোগীদের।
এমএসএম / এমএসএম
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গোবিপ্রবি পরিবারের শোক প্রকাশ
আদমদীঘিতে গাঁজাসহ একজন গ্রেপ্তার
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে নাচোল উপজেলা নেতৃবৃন্দের মধ্যে শোকের ছায়া
চৌগাছার প্রতিভা এডাস স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ
নকলবিরোধী চেতনায় সুশৃঙ্খল পরিবেশে চিতলমারীতে জুনিয়র বৃত্তি পরীক্ষা–২০২৫
শালিখায় এতিম ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
মান্দায় স্কুলের পাশে ইটভাটা, কালো ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা
উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পাবনার ৫টি আসনে লড়তে চান ৩২ প্রার্থী, বিএনপির বিদ্রোহী ৬
ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনে মোট ৭২ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
গণঅধিকার পরিষদের প্রার্থী আবুল বাসারের মনোনয়ন দাখিল
রাজশাহী-৪ বাগমারা আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীদের মনোনয়ন দাখিল