মাদারীপুরে চোর সন্দেহে তিনজনকে গণপিটুনি, চোখ তুলে ফেলার চেষ্টা
মাদারীপুরে চোর সন্দেহে তিন যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে এলাকাবাসী। এ সময় একজনের দু’চোখ তুলে ফেলার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (৯ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের পশ্চিম মাঠ বাঘাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় একই এলাকার ওয়াজেদ শেখের ছেলে জাকির শেখ (৫০) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজন হলেন পশ্চিম মাঠ বাঘাবাড়ি এলাকার আলতা মাতুব্বরের ছেলে ইসরাফিল মাতুব্বর (৪০) এবং শ্রীনদী রায়েরকান্দি গ্রামের সিরাজ শিকদারের ছেলে বাবুল শিকদার (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চুরি-ডাকাতি রোধে পশ্চিম মাঠ বাঘাবাড়ি এলাকায় নিয়মিত পাহারা দিয়ে থাকে স্থানীয় যুবসমাজ। শনিবার মধ্যরাতে ওই এলাকায় তিন যুবকের সন্দেহজনক চলাফেরা দেখে পাহারাদাররা ধাওয়া করে তাদের আটক করেন এবং গণপিটুনি দেন। এক পর্যায়ে বিক্ষুব্ধরা জাকির শেখের দু’চোখ উৎপাটনের চেষ্টা করে।
খবর পেয়ে শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক বেল্লাল হোসেন ঘটনাস্থলে গিয়ে তিনজনকেই হেফাজতে নেন। পরে তাদের সদর মডেল থানায় পাঠানো হয়। গুরুতর আহত জাকির শেখকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। অপর দুইজন বর্তমানে সদর মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। মামলা রেকর্ড করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
রাণীনগরে ইট ভাটা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারক লিপি প্রদান
চাঁদপুরে দুর্বৃত্তদের গুলিতে বিক্রয় প্রতিনিধি নিহত
ধামরাইয়ে আড়াই কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার-১
মোহনগঞ্জে শুঁটকির হাট জমজমাট
মেহেরপুরে দৃষ্টিনন্দন সুইমিংপুল ও সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন
আত্রাইয়ে ইটভাটা বন্ধের বিরুদ্ধে মানববন্ধন ও ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান
মাধ্যমিকের শিক্ষার্থী হয়েও প্রস্তুতি প্রাথমিক বৃত্তি পরীক্ষার
কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের মনোনয়ন ঘিরে দাউদকান্দিতে ছাত্রদলের 'তারুণ্যের আনন্দ মিছিল'
মুক্তিপণ না দেওয়ায় ক্যামব্রিয়ান কলেজের শিক্ষার্থী সুদীপ্তকে অপহরণের পর হত্যা
গভীর রাতে আগুন লাগিয়ে আতংক তৈরির চেষ্টা
খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে সিএসই ফেস্ট পুরস্কার বিতরণী সম্পন্ন
মোহনগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ২