ঢাকা মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

হাতিয়ায় গায়েবি মামলায় শিক্ষকের গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন


হাতিয়া সংবাদদাতা photo হাতিয়া সংবাদদাতা
প্রকাশিত: ১১-৮-২০২৫ দুপুর ৩:৩৬

 নোয়াখালীর হাতিয়া উপজেলার নলচিরা সিদ্দিকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জসিম উদ্দিনকে একটি মিথ্যে মামলায় গ্রেফতার করার প্রতিবাদে সোমবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনের প্রধান সড়কে হাতিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানব বন্ধন কর্মসূচিতে প্রাথমিক শিক্ষক ছাড়াও মাধ্যমিক শিক্ষক বৃন্দ,  কলেজ শিক্ষকবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশগ্রহণ করেন।   উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ----
 বক্তারা বলেন,  জসিম উদ্দিন হাতিয়া উপজেলার নলচিরা সিদ্দিকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। দীর্ঘ দিন তিনি শিক্ষকতার পেশায় নিয়োজিত। যে ব্যক্তি নিয়মিত স্কুলের যাতায়াত করেন সেই ব্যক্তিকে ২৩ বছর পলাতক দেখানো হাস্যকর ছাড়া কিছুই নয় ।  বিদ্যালয়ের হাজিরা খাতা,  উপজেলা শিক্ষা অফিসারের প্রতিবেদন ও‌ প্রতি মাসে বেতন ভাতা  গ্রহণ তার ই‌ প্রমাণ বহন করে। . জসীম উদ্দিনকে মিথ্যা হয়রানিমূলক মামলায় আটক করা হয়েছে। প্রকৃতপক্ষে শিক্ষক জসীম উদ্দিন মামলায় অভিযুক্ত সেই জসীম উদ্দিন নয়। শিক্ষক জসীম উদ্দিন ১৯৯১ সালে এসএসসি পাস করে শিক্ষকতা পেশায় যোগ দেন। কিন্তু ১৯৯১ সালে কক্সবাজার জেলার চকরিয়া থানায় জসীম উদ্দিন প্রকাশ দেলু  নামীয় এক ব্যক্তিকে  মামলার আসামি করা হয়েছে। পরবর্তীতে ওই মামলায় তার ২০ বছরের সাজা হয় । মামলার আসামি করা ব্যক্তির নাম ঠিকানা ও বাবার নাম কাকতালীয়ভাবে শিক্ষক জসীমের নামে মিলে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়। প্রকৃত রহস্য উদঘাটন করে নির্দোষ শিক্ষককে উক্ত মামলা থেকে অব্যাহতিদানের দাবি করেছেন বক্তারা।

হাতিয়া মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আ ন ম হাসান বলেন, একজন শিক্ষকের প্রতি এমন অন্যায় আচরণ খুব দুঃখ জনক। এতে শিক্ষাব্যবস্থার প্রতি সমাজে আস্থার সঙ্কট তৈরি করে। আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য যাচাই করে বিষয়টি সমাধান করার জোর দাবি জানান তিনি।

শিক্ষক জসীম উদ্দিনের মেয়ে এবার এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে । গত শুক্রবারে হোলি ক্রস এ ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করার জন্য তার বাবা তাকে নিয়ে ঢাকা ফার্মগেটে গেলে ওখানে তার বাবা (জসীমউদ্দীন) কে পুলিশ গ্রেফতার করে। মেয়েটি কান্না জড়িত কন্ঠে বলেন তার বাবা নির্দোষ। বাবা কখনো চকরিয়া যাননি । তাছাড়া তিনি কখনো পলাতক ছিলেন না। বিগত ৩৪ বছর যাবত তিনি হাতিয়ায় শিক্ষকতা করছেন। কখনো পলাতক ছিলেন না। সব সময় তিনি স্কুলে গিয়েছেন। কিন্তু কীভাবে তাকে এ মামলায় দীর্ঘদিন পলাতক দেখিয়ে গ্রেপ্তার করা হলো তা বোধগম্য নয়।'

এমএসএম / এমএসএম

ইলিশ পাচার সিন্ডিকেট বিলুপ্ত চান ভোলার উপকূলের জেলেরা

‎ঝিনাইদহে রেলপথের দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলন

লামা উপজেলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

কোটালীপাড়ায় পোনা মাছ অবমুক্তকরণ

ত্রিশালে বাগান মাদরাসা পরিদর্শনে আইএমইডির মহাপরিচালক

কুড়িগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের কর্মশালা

সার নীতিমালা বহালের দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ তিন মাদ্রাসাছাত্রী, ২১ দিনেও সন্ধান মিলেনি

চাঁপাইনবাবগঞ্জে বিনাধান-১৭ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

রৌমারীতে মানষিক ও শারিরীক নিযাতনেই গৃহবধুর বিষপানে আত্মহত্যা

চৌগাছায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

নাটোরের সিংড়ায় পাওনা টাকার দাবিতে মানববন্ধন