ঢাকা শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

যানজট নিরসনে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন হাটহাজারীর ইউএনও


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ১১-৮-২০২৫ দুপুর ৪:৪২

হাটহাজারীতে যানজট নিরসনকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন। তিনি যানজট নিরসনে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দিয়েছেন। সোমবার (১১ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে হাটহাজারী উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে যানজট নিরসনকল্পে সকল পেশাজীবীর সঙ্গে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউএনও বলেন, তিনি হাটহাজারীতে যোগ দিয়েই যানজটের প্রধান অভিযোগের কথা জানতে পারেন এবং সরেজমিনে পরিদর্শন করেন। এরপর তিনি যানজট সৃষ্টিকারীদের এর ক্ষতিকর দিকগুলো সম্পর্কে বুঝিয়ে দেন এবং সকলকে সতর্ক করেন। তবে ভবিষ্যতে কোনো সতর্কবার্তা বা নোটিশ নয়, বরং এমনভাবে আইনি ব্যবস্থা নেওয়া হবে যা সারাজীবন মনে থাকবে।

তিনি আক্ষেপ করে বলেন, যানজট নিরসনে সব শ্রেণি-পেশার মানুষ বিভিন্ন মত দিলেও, যখন অভিযান চালানো হয় তখন ঠিক তাদের মধ্য থেকেই তদবির আসে, যা কাজের সফলতাকে বাধাগ্রস্ত করে। তিনি সতর্ক করে বলেন, এমনটা চলতে থাকলে সভার পর সভা করেও ফলাফল শূন্য হবে।

উপজেলা পরিষদ মিলনায়তনে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন, সড়ক ও জনপদ বিভাগের চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী মো. মোসলেম উদ্দিন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কান্তি মজুমদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমান, মডেল থানার ওসি আবু কাওসার মাহমুদ হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর মো. শামসুদ্দিন, প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, যুগ্ম সম্পাদক খোরশেদ আলম শিমুল, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ন. ম জিয়াউল হক চৌধুরী, হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. বোরহান উদ্দিন, দক্ষিণ মাদার্শা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহজাহান বাদশাহ, কামালপাড়া যুব সংঘের সভাপতি মো. ওসমান গনি, বাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক মো. শাহজাহান, বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আব্দুস শুক্কুর, ট্রাক ইউনিয়ন সমিতির সভাপতি মো. ইলিয়াছ, সিএনজি টেম্পু শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ইলিয়াছ, জাগৃতি সভাপতি মো. ওসমান প্রমুখ।

এমএসএম / এমএসএম

নড়াইল-২ আসনে গণঅধিকার পরিষদের মতবিনিময় ও নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ-৪ আজাদকে প্রার্থী দিলে বিপুল ভোটের ব্যবধানে জিতবে ধানের শীষ

নোয়াখালীতে সাড়ে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত উদয় বৃত্তি পরীক্ষা–২০২৫

‎গাইবান্ধা সাঘাটায় ৭ নভেম্বর: বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

সাটুরিয়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বালিয়াকান্দিতে মিষ্টি কুমড়া চাষ করে লাক্ষপতি বেকার যুবক রিপন

ভূরুঙ্গামারীতে মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলে গ্রেফতার

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জয়পুরহাটে র‍্যালী ও আলোচনা সভা

অভয়নগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন এক হাজার মানুষ

মনপুরায় গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি'র ঐক্যের প্রত্যয়।বিপ্লব ও সংহতি দিবস পালিত

মোরেলগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‌্যালী ও আলোচনা

রায়পুরে জামায়াত প্রার্থীর মটরসাইকেল শোভাযাত্রা

চন্দনাইশে এলডিপিতে যোগ দিলেন চেম্বার অব কর্মাসের ভাইচ প্রেসিডেন্ট এম মাহাবুব চৌধুরী