ধোপাছড়ি শীলঘাটা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়
‘করোনা ভয় নয়, সচেতনতার হবে জয়’, ‘থ্যালাসেমিয়া থেকে চাইলে রক্ষা, বিয়ের আগে করুন রক্ত পরীক্ষা’ এই স্লোগানে চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি শিলঘাটা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে করোনা সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে ধোপাছড়ি সমিতি চট্টগ্রামের উদ্যোগে বিনামূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ এবং অনলাইনভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন দোহাজারি ব্ল্যাড ব্যাংকের সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ধোপাছড়ি সমিতি চট্টগ্রামের সিনিয়র সহ-সভাপতি আবু ফয়েজ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনটির সহ-সভাপতি টিএম সেলিম উদ্দীনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন ধোপাছড়ি শীলঘাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আহমেদ, সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম পাটোয়ারী, ধোপাছড়ি সমিতি-চট্টগ্রামের সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন সোহেল, প্রচার সম্পাদক মাইনুর রহমান, সহ-আইন বিষয়ক সম্পাদক মনিরুল হক, যুব ও ক্রীড়া সম্পাদক তারেক রহমান, এডমিন নেজাম, দোহাজারী ব্ল্যাড ব্যাংক এডমিন এসএম ওয়াহিদ রনি, মাঈনুদ্দীন হাসান, মেহেরুল হাসান, জুনাইদ সালেহ, খন্দকার মো. সাইফুদ্দিন, কার্যকরী সদস্য কামরুল ইসলাম মোস্তফা, মো. সারজান, সহ-কার্যকরী সদস্য বিনয় মিত্র ভিক্ষু, মো. হোসেন, ফয়সাল, সাহেদ হোসেন প্রমুখ।
এমএসএম / জামান