কুমিল্লায় পবিত্র কোরআনুল কারীমের হিফ্জ সবক অনুষ্ঠান সম্পন্ন

কুমিল্লা দারুস সুন্নাত দ্বীনিয়া একাডেমি আয়োজিত পবিত্র কোরআনুল কারীমের হিফ্জ সবক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বিকেলে কুমিল্লা নগরীর ছাতিপট্টিতে প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে ২৬ জন শিক্ষার্থীকে সবক দেওয়ার মাধ্যমে এই অনুষ্ঠান শেষ হয়। এ সময় মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সবক অনুষ্ঠানে কুমিল্লা দারুস সুন্নাত দ্বীনিয়া একাডেমির চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের প্রফেসর ড. হাফেজ মাওঃ মুহাম্মদ রুহুল আমীন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দারুননাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওঃ আ.খ.ম আবু বকর সিদ্দিক।
অধ্যক্ষ মাওঃ আবু বকর সিদ্দিকীর সঞ্চালনায় সবক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ভাষা সৈনিক অজিতগুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জনাব মোঃ শরিফুল ইসলাম এবং পিএইচপি কোরআনের আলো ফাউন্ডেশনের মহাসচিব মুফতি মহিউদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা দারুস সুন্নাত দ্বীনিয়া একাডেমির ডিরেক্টর আলহাজ্ব মাওঃ মোঃ ইমাম উদ্দিন, আলহাজ্ব মাওঃ মোঃ আব্দুল কাদের সহ অন্যান্য অভিভাবকরা।
বক্তারা বলেন, যারা নতুন করে হিফ্জ শুরু করছে, তারা অত্যন্ত ভাগ্যবান। কারণ, কোরআন হিফ্জ করা মানে আল্লাহর কালামকে হৃদয়ে ধারণ করা, যা একজন মুসলমানের জন্য সবচেয়ে বড় সৌভাগ্য। তারা আরও বলেন, কোরআন হিফ্জ সহজ কাজ নয়, কিন্তু নিয়মিত অধ্যবসায়, পরিশ্রম, তাকওয়া এবং ধৈর্য ধরে রাখলে আল্লাহ তাআলা তা সহজ করে দেন। বক্তারা অভিভাবকদের প্রতি তাদের সন্তানদের হিফ্জে উৎসাহিত করার এবং কোরআনের পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান। তারা বলেন, যদি আপনার সন্তান হাফেজে কোরআন হয়, তাহলে কিয়ামতের দিন আপনাকে এমন এক মুকুট পরানো হবে যার আলো সূর্যের থেকেও উজ্জ্বল হবে। এটি রাসুল (সা.)-এর প্রতিশ্রুতি।
বক্তারা আরও বলেন, সবক শেষ করে দেড় থেকে দুই বছর ধরে মুখস্থ করার চেয়ে সবক চলাকালীন মুখস্থ রাখা উত্তম। যে ছাত্রের সবক চলাকালে মুখস্থ ভালো থাকে, সবক শেষ হওয়ার পর ছয় মাসের মধ্যে তার শোনানো শেষ হয়ে যায়। বক্তারা বলেন, আজকের এই অনুষ্ঠানে আমাদের প্রতিষ্ঠানের ২৬ জন ছাত্র হিফ্জের সবক নিতে যাচ্ছে, এটি নিঃসন্দেহে একটি ঐতিহাসিক এবং গর্বের বিষয়। এই ২৬ জন শিক্ষার্থী আজ এমন এক মহা-সফরের সূচনা করছে, যা শুধু এই দুনিয়াতেই নয়, আখেরাতেও তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবে।
অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়ে নাতে রাসুল, আলোচকদের বক্তব্য, অভিভাবকদের আলোচনা সহ পুরো আয়োজন ছিল প্রাণবন্ত। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওঃ আবদুল হালিম ও ডিরেক্টর মাওঃ কাজী মাজহারুল ইসলাম। এ সময় মাদ্রাসার অন্যান্য ডিরেক্টর, সকল শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম

পঞ্চগড়ে ইন্টার্নশিপ বিদ্যালয়ে সহকারি দুই শিক্ষক অনুপস্থিত, একজন হাজতে, ব্যবস্থা নেয়নি কেউ

কোটালীপাড়ায় মায়ের সাথে অভিমান করে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান

লাকসামে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ কাউন্সিল’২৫ অনুষ্ঠিত

শেরপুরে বন্যহাতির তান্ডবে আমন খেত নষ্ট: দিশেহারা কৃষকেরা

মাদকমুক্ত সমাজ গড়ি" শীর্ষক প্রতিবাদকে সামনে রেখে স্থানীয় গ্রামবাসী ও যুবসমাজের উদ্যোগে আলোচনা

বাউফলে স্প্রেইড হিউম্যানিটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

জুলাই সনদ বাস্তবায়ন,স্বৈরাচারের বিচার দৃশ্যমানকরে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবেঃ এটি এম মাসুম

তানোরে মা ও ছেলেকে কুপিয়ে জখম

সীতাকুণ্ডে বাসের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর

ঝামায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুকসুদপুর প্রেসক্লাব ৩ সদস্যকে ত্রুেস্ট ও পরিচয়পত্র প্রদান
