রৌমারীতে ট্রিপল মার্ডারের আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন
কুড়িগ্রামের রৌমারীতে একই পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যার বিচার ও আসামিদের গ্রেফতারের দাবিতে ঢাকা-রৌমারী মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার সর্বস্তরের জনগণ এবং নিহতদের স্বজনরা এই কর্মসূচি পালন করেন।
গত ২৪ জুলাই রৌমারী সদর ইউনিয়নের জিঞ্জিরাম নদী বিচ্ছিন্ন সীমান্ত গ্রাম ভন্দুরচরে পরিকল্পিতভাবে একই পরিবারের তিনজনকে হত্যা করা হয়। এই ঘটনার প্রতিবাদে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে রাস্তা অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তব্য রাখেন ওয়াজেদ আলী, ইকতার হোসেন, আনোয়ার হোসেন, নিহত বুলু মিয়ার স্ত্রী আসকেতারা বেওয়া, কন্যা শাপলা বেগম, ফুলবাবুর স্ত্রী ফুলোরানী বেওয়া এবং নুরুল আমিনের স্ত্রী আনজু আরা বেওয়া প্রমুখ।
উল্লেখ্য, গত ১৯ জুলাই ভন্দুরচরের রাজু আহমেদের গরু প্রতিবেশী শাহজামালের বীজতলার ধানের চারা খেয়ে ফেলে। এতে ক্ষিপ্ত হয়ে শাহজামালের লোকজন গরু বেঁধে রাখে। এর জের ধরে ওই দিন রাত সাড়ে ১০টার দিকে ২০-২৫ জনের একটি দল শাহজামালের বাড়িতে হামলা চালিয়ে নারী-পুরুষকে মারধর করে এবং বাড়িঘর ভাঙচুর করে। এ ঘটনায় ২০ জুলাই আহত নুরজাহান বাদী হয়ে রৌমারী থানায় একটি অভিযোগ করেন। কিন্তু পুলিশ অভিযোগটি আমলে না নিয়ে বাদীপক্ষকে মীমাংসা করার কথা বলে। এরপর ২৪ জুলাই আবারও রাজু আহমেদের দলের সদস্যরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শাহজামালদের ওপর হামলা চালায়। দিনদুপুরে ধারালো অস্ত্র দিয়ে তারা একই পরিবারের তিন সদস্যকে হত্যা করে। নিহতরা হলেন শাহজামালের দুই ভাই ফুলবাবু, বুলু মিয়া এবং ভাতিজা নুরুল আমিন। এই ঘটনায় দুই পক্ষের প্রায় ১০ জন আহত হন। এর প্রতিবাদে গত ২৬ জুলাই নিহতদের স্বজন ও এলাকাবাসী রৌমারী থানা ঘেরাও কর্মসূচি পালন করেন।
পরে শাহজামাল বাদী হয়ে ২৪ জুলাই ৩৪ জনের নামীয় এবং অজ্ঞাতনামা ১০ জনকে আসামি করে রৌমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এ পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করেছে। এলাকাবাসীর অভিযোগ, অন্যান্য আসামিদের দেখিয়ে দেওয়া হলেও পুলিশ তাদের আটক করছে না। তারা দ্রুত সব আসামিকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, এ পর্যন্ত উস্কানিদাতাসহ মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রযুক্তির মাধ্যমে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ছাড়া র্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতা নেওয়া হচ্ছে।
এমএসএম / এমএসএম
নড়াইল-২ আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করলেন লায়ন মো. নুর ইসলাম
চুয়াডাঙ্গার দুই সংসদীয় আসনে ১১ প্রার্থী’র মনোনয়নপত্র জমা
কুমিল্লায় হেভিওয়েট প্রার্থীসহ ১১টি আসনে১১৪ টি মনোনয়নপত্র দাখিল
ক্ষুধার সঙ্গে লড়াই, সন্তানের ভবিষ্যৎ বাঁচাতে মায়ের কাঁধে লাঙ্গল
ঘরে ঘরে ভোটারদের কাছে ভোট চাইতে নেতাকর্মীদের নির্দেশ : মঞ্জুরুল করিম রনি
পঞ্চগড় ২ টি আসনে লড়বেন ১৯ প্রার্থী
গাজীপুর-৫ আসনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল
আচরণবিধি মেনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল করিম রনি
বারহাট্টায় মনোনয়নপত্র জমা দিলেন নেত্রকোনা-২ আসনের বিএনপির প্রার্থী ডাঃ আনোয়ারুল হক
রংপুর-০২ আসনে এটিএম আজহারুল ইসলামের মনোনয়নপত্র দাখিল
রৌমারীতে এই শীতে চরের মানুষের মাঝে কম্বল বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতের ইসলামী প্রার্থী ড. মিজানুর রহমানের মনোনয়নপত্র দাখিল