নবীনগরে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ক্ষুব্ধ স্থানীয়রা মানববন্ধন করেছেন। সোমবার (১৮ আগস্ট )দুপুরে নবীনগর প্রেসক্লাব চত্বরে চরলাপাং গ্রামের শতাধিক মানুষ এই কর্মসূচিতে অংশ নেন এবং নবীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজিব চৌধুরি কে লিখিত স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম নুর আজ্বমসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। তারা অভিযোগ করেন, সরকারি নিলামের মাধ্যমে ইজারা পাওয়া ‘মেসার্স সামিউল ট্রেডার্স’ প্রতিষ্ঠান শর্ত ভঙ্গ করে রাতদিন ড্রেজার বসিয়ে অবাধে বালু উত্তোলন করছে। এতে চরলাপাং ও আশপাশের গ্রামগুলো নদীগর্ভে বিলীন হওয়ার পাশাপাশি শত শত ঘরবাড়ি, মসজিদ-মাদ্রাসা ও আবাদি জমি নষ্ট হয়েছে।
গ্রামবাসীরা জানান, বালুমহলটি সশস্ত্র পাহারায় ঘেরা থাকায় কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না, অপরাধী গোষ্ঠী প্রাণনাশের হুমকি দিচ্ছে। ভয়-আতঙ্কের মধ্যে সাধারণ মানুষ সহায়-সম্বল হারিয়ে অন্যত্র পলায়ন করছেন।
পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান নুরে আলম নুর আজ্বম বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে বৃহত্তর আন্দোলন করা হবে। প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব চৌধুরী বলেন, অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ তার কাছে এসেছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নিরাপত্তাজনিত কারণে অভিযান পরিচালনায় জটিলতা তৈরি হয়েছে, কারণ সেখানে মাঝে মাঝে গোলাগুলির ঘটনাও ঘটে। তবে শিগগিরই যৌথ বাহিনী নিয়ে অভিযান চালানো হবে।
উল্লেখ্য, এর আগে বালুচক্র নিয়ে দৈনিক সকালের সময় এ প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদন পরিবেশ, জনদুর্ভোগ নিয়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছিল। আজকের মানববন্ধন সেই ক্ষোভের ধারাবাহিকতায় অনুষ্ঠিত হলো।
এমএসএম / এমএসএম

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

বোয়ালমারীতে প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে হাঁস বিতরণ কর্মসূচি পালন
