ঢাকা মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

নবীনগরে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন


সফর মিয়া, নবীনগর photo সফর মিয়া, নবীনগর
প্রকাশিত: ১৮-৮-২০২৫ দুপুর ১:৫

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ক্ষুব্ধ স্থানীয়রা মানববন্ধন করেছেন।  সোমবার (১৮ আগস্ট )দুপুরে নবীনগর প্রেসক্লাব চত্বরে চরলাপাং গ্রামের শতাধিক মানুষ এই কর্মসূচিতে অংশ নেন এবং নবীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজিব চৌধুরি কে লিখিত স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম নুর আজ্বমসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। তারা অভিযোগ করেন, সরকারি নিলামের মাধ্যমে ইজারা পাওয়া ‘মেসার্স সামিউল ট্রেডার্স’ প্রতিষ্ঠান শর্ত ভঙ্গ করে রাতদিন ড্রেজার বসিয়ে অবাধে বালু উত্তোলন করছে। এতে চরলাপাং ও আশপাশের গ্রামগুলো নদীগর্ভে বিলীন হওয়ার পাশাপাশি শত শত ঘরবাড়ি, মসজিদ-মাদ্রাসা ও আবাদি জমি নষ্ট হয়েছে।

গ্রামবাসীরা জানান, বালুমহলটি সশস্ত্র পাহারায় ঘেরা থাকায় কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না, অপরাধী গোষ্ঠী প্রাণনাশের হুমকি দিচ্ছে। ভয়-আতঙ্কের মধ্যে সাধারণ মানুষ সহায়-সম্বল হারিয়ে অন্যত্র পলায়ন করছেন।

পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান নুরে আলম নুর আজ্বম বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে বৃহত্তর আন্দোলন করা হবে। প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব চৌধুরী বলেন, অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ তার কাছে এসেছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নিরাপত্তাজনিত কারণে অভিযান পরিচালনায় জটিলতা তৈরি হয়েছে, কারণ সেখানে মাঝে মাঝে গোলাগুলির ঘটনাও ঘটে। তবে শিগগিরই যৌথ বাহিনী নিয়ে অভিযান চালানো হবে।

উল্লেখ্য, এর আগে বালুচক্র নিয়ে দৈনিক সকালের সময় এ প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদন পরিবেশ, জনদুর্ভোগ নিয়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছিল। আজকের মানববন্ধন সেই ক্ষোভের ধারাবাহিকতায় অনুষ্ঠিত হলো।

এমএসএম / এমএসএম

আওয়ামী লীগের আস্থাভাজন এখন বিএনপি সভাপতি প্রার্থী

আপনার এসপি’ নামে মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ সেবা চালু

ভূরুঙ্গামারীতে দুই মাদক সেবনকারীকে জেল ও জরিমানা ভ্রাম্যমান আদালতের

বরগুনায় সওজ’র সাত দফা দাবিতে মানববন্ধন ও কর্মবিরোতী

কুমিল্লায় সংঘর্ষের ঘটনায় ৮ কিশোর গ্যাং সদস্য গ্রেফতার

ঝিনাইদহে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

সিংড়ায় অনলাইন জুয়ায় বিরোধে প্রান গেলো ব্যবসায়ীর

মোহনগঞ্জ পাইলট সরকারি স্কুলের কম্পিউটার অপারেটর মাসুমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

সাটুরিয়ায় ডোবা থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

'জুলাই বিপ্লব' শতাব্দীর পর শতাব্দী আলোচিত হবে, শহীদরাই আজকের মহানায়ক: মাহমুদুর রহমান

৫ হাজার টাকা চাদাঁ না দেওয়ায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা ও লুঠপাট থানায় মামলা দায়ের

বিয়ে বাড়িতে হামলা, আসামীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

সদরপুরে মমিন হোটেলে দুই লাখ টাকা জরিমানা