ড্রেজার দিয়ে বালু উত্তোলন: লক্ষ্মীপুরের রায়পুরে রমরমা বাণিজ্য, জড়িত বিএনপির ছাত্রদল ও আওয়ামী লীগের নেতারা

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের রমরমা বাণিজ্য চলছে, যার নেপথ্যে রয়েছেন ক্ষমতাসীন দল ও তাদের অঙ্গসংগঠনের একাধিক নেতা। এতে একদিকে যেমন সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে, তেমনি এলাকার পরিবেশ, রাস্তা-ঘাট, ফসলি জমি এবং বিভিন্ন স্থাপনা মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। স্থানীয় প্রশাসনকে ফাঁকি দিতে ড্রেজার ব্যবসায়ীরা অভিনব পদ্ধতি ব্যবহার করছে।
রায়পুর উপজেলার ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন ছাত্রদলের সেক্রেটারি নাঈম গত দুই মাস ধরে শেখপাড়া বেড়ির বাঁধের পাশে সরকারি খাল থেকে অভিনব পদ্ধতিতে বালু উত্তোলন করে বিক্রি করছেন। নৌকার মধ্যে ড্রেজার মেশিন বসিয়ে পাইপ ফিটিং করে বালু উত্তোলন করা হয় এবং প্রশাসনের কেউ অভিযানে গেলে নৌকাটি দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়া হয়। প্রশাসন চলে আসার পর পুনরায় বালু উত্তোলন শুরু করে তারা।
উপজেলার ১নং চর আবাবিল ইউনিয়নের ৭নং ওয়ার্ডে চরপক্ষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে একটি পুকুর থেকে প্রায় ছয় মাস ধরে ড্রেজার মেশিন দিয়ে বালু তোলা হচ্ছে। এর বিকট শব্দ ও ভূমিধসের আশঙ্কায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, ভাগ-বাটোয়ারা নিয়ে যেকোনো সময় দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।
বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনের পর ২নং উত্তর চরবংশী ইউনিয়নের আলতাফ মাস্টার ঘাট, চাঁন্দার খাল, নতুন ব্রিজ, বেড়ির মাথা, চমকা বাজার, কড়াইতলা, বটতলা, মেঘনা বাজার, গরম বাজার, স্টিল ব্রিজসহ বিভিন্ন ওয়ার্ডে সাবেক আওয়ামী লীগের নেতারা এবং নব্য ফ্যাসিস্ট বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছেন। এছাড়া ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের পানির ঘাট থেকে রাহুল ঘাট পর্যন্ত ১০-১২টি অবৈধ ড্রেজার বসিয়ে বালু তোলা হচ্ছে।
অবৈধ ড্রেজার ব্যবসায়ীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: ১নং উত্তর চর আবাবিল ইউনিয়নে বিএনপি নেতা আরিফুল ইসলাম মিস্টার, কামালসহ বিএনপি ও আওয়ামী লীগের অনেকে। ২নং উত্তর চরবংশী ইউনিয়নে বিএনপির ব্যানারে সোহাগ লস্কর, মোহাম্মদ আলী খাঁ এবং আওয়ামী লীগের মনির, জামাল, মিজান বেপারি, বিল্লাল কবিরাজ, আলামীন কবিরাজ, সোহেল সর্দার, নাজিম, শিমুল। ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন ছাত্রদলের সেক্রেটারি নাঈম, বিএনপি নেতা খোকন শেখ, আদম আলী, গফুর মোল্লা, রতন গাজী, সাধু গাজী, জাকির চৌকিদার, হাশিম, মোতালেব ছৈয়াল, স্বেচ্ছাসেবক নেতা আনোয়ার হাওলাদার, মফিজ সরকার, সাইফুল ইসলাম, পারভেজ হাওলাদার, ফারুক, পলাশ হাওলাদার, রাসেল খলিফা, জশিম গাজী, সুমন বেপারী, বিএম বাবুল।
পরিবেশ বিষয়ক আইনি সংস্থার সূত্রমতে, ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ। এটি ভূমিধসের ঝুঁকি বাড়ায় এবং স্থানীয় সড়ক, ফসলি জমি, ঘরবাড়ি ও গাছপালার মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইমরান খান বলেন, “যেসকল স্পটে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে, স্পটগুলোর ঠিকানা লিখে দিন। আমি প্রশাসন পাঠিয়ে আইনগত পদক্ষেপ নিবো।”
এমএসএম / এমএসএম

হাটিকুমরুল হাইওয়ে থানায় নতুন ওসির যোগদান

মানিকগঞ্জে তদন্ত করতে গিয়ে তিন পুলিশ সদস্য আহত, আটক -২

লাকসামে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃত শিল্পীরা

আশুলিয়ায় ফেনসিডিল ব্যবসায়ীসহ ৩ জন আটক

সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, তিনজন গ্রেপ্তার

চুনতীর ১৯ দিন ব্যাপী মাহফিল মুসলিম উম্মাহর জন্য আলোকবর্তিকা হিসেবে কাজ করে

উন্নয়নের ছোঁয়া লাগেনি নোয়াখালী পৌরসভার তিন রাস্তায়

গোপালগঞ্জে আগষ্ট মাসে পাঁচ উপজেলায় প্রায় আড়াই হাজার চায়না দুয়ারি জাল ধ্বংস

রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ, দূর্ভোগে যাত্রীরা

আ.লীগ নেতার পক্ষে নির্বাচনী প্রচারণা, শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

রায়গঞ্জে বিদ্যালয়ের অজুখানা নির্মাণ কাজের উদ্বোধ

চিলামারীতে উপজেলা মহিলা দলের উদ্যোগে রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফার লিফলেট বিতরণ
