ভূরুঙ্গামারীতে প্রভাষক শহিদুল ইসলাম আকন্দকে এসএসসি ২০০১-ব্যাচ এর সংবর্ধনা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এসএসসি ২০০১ ব্যাচের সহপাঠীরা উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব নির্বাচিত হওয়ায় প্রভাষক মোঃ শহিদুল ইসলাম আকন্দকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সভাকক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১১ আগস্ট কুড়িগ্রাম জেলা কর্তৃক সদ্য ঘোষিত বিএনপির আহ্বায়ক কমিটিতে প্রভাষক মোঃ শহিদুল ইসলাম আকন্দকে সদস্য সচিব ও অ্যাডভোকেট আসাদুল হককে সদস্য করা হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আতিকুর রহমান আপেল শিকদার এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আশরাফুল ইসলাম আরিফ ও মোঃ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে ২০০১ সালের এসএসসি ব্যাচের বহু সহপাঠী উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন— আতিকুর রহমান আপেল শিকদার, নজরুল ইসলাম, এস. এম. জাবেদ মন্ডল, গোপন চন্দ্র বর্মন, শরীফুল ইসলাম (সোহেল), জান্নাতুন ফেরদৌস জেরিন, আব্দুর রাজ্জাক (জাদু), মাহাবুব আলম (পাপ্পু), আশাদুজ্জামান (আসাদ), আব্দুল খালেক (খোকন), ইমতিয়াজ আহমেদ (মফিজুল), আব্দুল হালিম, আশরাফুল ইসলাম (আরিফ), হাবিবুর রহমান (হাবিব), শাকিরুল ইসলাম (সনিম), মাইদুল ইসলাম, সেলিম সরকার (প্রভাষক), আতাউর রহমান (শাহীন), পীসুম চন্দ্র সাহা, আশকুর জামান হিমেল, আব্দুল মালেক (প্রভাষক), খয়বর হোসেন, আবুল হোসেন, শ্যামল কুমার, আব্দুল হান্নান, এনামুল হক, রাশেদুল ইসলাম রনি, আল রাজিব, মিজানুর রহমান, হাবিবুল্লাহ শিকদার, শহিদুল ইসলাম (নয়ন), জাহাঙ্গীর আলম, রতসন, আনোয়ার হোসেন, অপু (মুন্সি), আবাদুল্লা, মোজাম্মেল হক, আব্দুল্লাহ আল (মামুন), আশরাফুল আলম, জুলফিকার, আবুল কাশেম, বুলবুল, মঞ্জুরুল ইসলাম, নারায়ণ সাথী, বিশ্বজিৎ সাহা, আতিয়া মাহবুব, অ্যাডভোকেট আশাদুল হক, খবির উদ্দিন, আরাফাত প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত সহপাঠীরা স্কুল-কলেজের বিভিন্ন স্মৃতিচারণের পাশাপাশি শহিদুল ইসলাম আকন্দকে ভবিষ্যতে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠানোর আশা প্রকাশ করেন। পাশাপাশি তাঁরা অ্যাডভোকেট আসাদুল হকের নিকট আইনি বিষয়ে সহযোগিতা কামনা করেন। এছাড়া পেশাগতভাবে প্রত্যেকে সহযোগিতা আশা ব্যক্ত করেন।
বিশেষ অতিথি অ্যাডভোকেট আসাদুল হক বলেন— “আমরা ভূরুঙ্গামারীর ২০০১ ব্যাচের বন্ধুরা একত্রিত হতে পেরে আনন্দিত ও গর্বিত। শহিদুল ও জেরিনসহ আমরা একই এলাকায় চরে বেড়ে উঠেছি। ভবিষ্যতে আমরা সবাই একে অপরের পাশে থাকব। কোনো বন্ধুর আইনি সহায়তার প্রয়োজন হলে আমি বিনা পারিশ্রমিকে সহযোগিতা করব।”
প্রধান অতিথি শহিদুল ইসলাম আকন্দ বলেন— “সদস্য সচিব হওয়ার পর এ পর্যন্ত একশোরও বেশি সংবর্ধনা পেয়েছি। তবে বন্ধুদের এই সংবর্ধনা আমার কাছে সবচেয়ে স্মরণীয়। ভূরুঙ্গামারীকে উন্নত করতে আমি সকল বন্ধুর সহযোগিতা চাই।” তিনি বিদেশে অবস্থানরত বন্ধু ফুয়াদ, কামাল, সুজন, রুবেল ও মেহেদীকেও স্মরণ করেন।
পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।
এমএসএম / এমএসএম

উন্নয়নহীন ১২ হাজার মানুষের জীবনযুদ্ধ: বড়লেখায় এক অবহেলিত পাহাড়ি জনপদের নাম 'বোবারথল'

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা

নড়াইলে আনসার-ভিডিপি’র ২৮দিনব্যাপী অ্যাডভান্সড কোর্সের সমাপনী

নওগাঁর মহাদেবপুরে ওয়াক্ফ এস্টেটের অর্থ প্রভাবশালীদের পকেটে

বরিশালের বাকেরগঞ্জ নিয়ামতি ইউনিয়ন বিএনপি'র পথসভা অনুষ্ঠিত

কুড়িগ্রামের ফুলবাড়িতে পরিবারের সাথে অভিমানে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

কুতুবদিয়ায় আল্লামা দেলোয়ার হোছাইন সাঈদী (রহঃ) স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

অখণ্ড বিজয়নগর রক্ষার দাবীতে বিক্ষোভ সমাবেশ

সংবাদ প্রকাশের জেরে কুমিল্লার নাঙ্গলকোটে সাংবাদিককে হুমকি

ভূরুঙ্গামারীতে বসতভিটা দখলের প্রতিবাদে মানববন্ধন

রায়গঞ্জে ৬ লাখ টাকাসহ বিকাশ কর্মী নিখোঁজ: বাগান থেকে মটর সাইকেল উদ্ধার

সাংবাদিক জগতের নক্ষত্র ছিলেন প্রয়াত সাংবাদিক সাঈদুর রহমান রিমনঃ সিআরএ
