জাতীয় সাংবাদিক সংস্থার আয়োজনে “সাংবাদিক সুরক্ষা আইন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় সাংবাদিক সংস্থা দেশের গণমাধ্যমকর্মীদের অধিকার রক্ষা, পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাংবাদিকতার মানোন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় ২৪ আগস্ট ২০২৫ ইং, রবিবার, সকাল ১০টায় জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের আয়োজনে “সাংবাদিক সুরক্ষা আইন” শীর্ষক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মোছাঃ আছিয়া আক্তার এবং সঞ্চালনা করেন নীতি নির্ধারক পরিষদের সদস্য সচিব মোঃ আবুল বাসার মজুমদার। সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সংস্থার মহাসচিব মোঃ আলমগীর গনি।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন নীতি নির্ধারক পরিষদের চেয়ারম্যান মোঃ জামাল হোসেন, নির্বাহী সভাপতি মোঃ শাহজাহান মোল্লা, নীতি নির্ধারক পরিষদ সদস্য মুহম্মদ মনজুর হোসেন, নির্বাহী পরিষদ সহ-সভাপতি নাহিদ মিয়া ও শাহআলম স্বপন, যুগ্ম মহাসচিব লায়ন সিকদার মোহাম্মদ আরিফুল আলম টিটো, এম এ আকাশ, আবু মুছা, ছাব্বির আহমেদ সেন্টু, আহমেদ আলী, সহকারী মহাসচিব মোঃ নাজমুল হুদা, সরকার জামাল, মোঃ আনোয়ারুল হক, প্রিয়াঙ্কা ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, নাজির হোসেন, মোঃ আনিসুর রহমান প্রধান, ইকরামুল হাসান সোহেল, সাংগঠনিক সচিব মোঃ রাসেল সরকার, আঃ সবুর, তৌহিদ রিপন, রাজিব তালুকদার, ইঞ্জিনিয়ার হোসেন আলী, অর্থ সচিব সানবির হোসেন, দপ্তর সচিব মোঃ রাব্বী মোল্লা, প্রচার ও প্রকাশনা সচিব এ কে নান্নু খান, সহ-দপ্তর সচিব আমজার সাহ, আইন বিষয় সচিব মোঃ ওয়াহিদুন নবি বিপ্লব, আন্তর্জাতিক বিষয় সচিব মোঃ মহাসিন উদ্দিন, মনজুরুল হাসান, তথ্যপ্রযুক্তি সচিব বাপ্পি আহমেদ শ্রাবণ, পাঠাগার সচিব মাসুদ আলম, পরিকল্পনা ও গবেষণা সচিব মোঃ সাইফুল ইসলাম, ক্রিয়া সচিব আলহাজ্ব আমির হোসেন, মহিলা বিষয় সচিব আমেনা আক্তার বিউটি, ছুইটি আক্তার, নির্বাহী সদস্য আতিকুল ইসলাম, আনোয়ার হোসেন আকাস, খলিলুর রহমান, মোঃ শহিদুল ইসলাম, রাসেল মিয়া ও লিটন প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় একটি কার্যকর ও যুগোপযোগী আইন প্রণয়ন আজ সময়ের দাবি। সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়িত হলে গণমাধ্যমের স্বাধীনতা সুসংহত হবে, একইসঙ্গে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকরা আরও নিরাপদ ও নির্ভীকভাবে কাজ করতে পারবেন। তারা আরও উল্লেখ করেন যে, সাংবাদিক সমাজের কল্যাণে প্রণীত এ আইন নিয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় সাংবাদিক সংস্থা বিশ্বাস করে—এই আইন কার্যকরভাবে বাস্তবায়ন হলে দেশের গণমাধ্যমকর্মীরা পেশাগত ঝুঁকি মোকাবিলায় সাহসী ভূমিকা রাখতে সক্ষম হবেন। সভা শেষে সাংবাদিকদের অধিকার আদায়ে জাতীয় সাংবাদিক সংস্থা ভবিষ্যতে আরও কার্যকর আন্দোলন ও কর্মসূচি গ্রহণ করবে বলে ঘোষণা দেওয়া হয়।
এমএসএম / এমএসএম

ওয়ারিতে রাজউকের উচ্ছেদ অভিযান, অবৈধ নির্মাণাধীন ভবনে উচ্ছেদ ও মিটার জব্দ

ইসলামী আন্দোলনের এমপি প্রার্থী ঢাকা-১১ আসনে ফজলে বারী মাসউদ ও ঢাকা-১৮ আসনে আনোয়ার হোসেন

জাতীয় সাংবাদিক সংস্থার আয়োজনে “সাংবাদিক সুরক্ষা আইন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

মামলায় নাম জড়িয়ে ব্যবসায়ী আকবর’কে হয়রানি,প্রশাসনীক চার দপ্তরে লিখিত অভিযোগ

গুলশান-বনানীতে মার্ডারের পরও থেমে নেই স্পা ও বিভিন্ন লাউঞ্জের নামে অবাধ অপরাধচক্র

ব্যবসায়ী রাজু’কে উদ্দ্যোশ্য প্রণোদিত মামলা, ডিএমপি কমিশনার কার্যালয়ে অভিযোগ

তরুণ সাংবাদিক ইসমাইল হোসেন: সংবাদ পেশা থেকে মানবসেবার অগ্রদূত

জনগণ যেদিকে চায় বিএনপি সেদিকে থাকবে: মোস্তফা জামান

শ্রমিকের অধিকার পূরণ না করে নতুন বাংলাদেশের যাত্রা হবে না-জোনায়েদ সাকি

ডেমরা রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভুমি) জাকির হোসেনের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ভুমি মন্ত্রণালয়ে অভিযোগ

শূন্য থেকে শুরু করা শাকিব এখন সফল মার্কেটিং উদ্যোক্তা

ইউনুস সরকারকে উৎখাতে কাফনের কাপড় পরে আন্দোলকারীদের অবৈধ সম্পদের সন্ধানে গোয়েন্দারা
