ভুয়া নথিপত্র তৈরির অভিযোগ
নওগাঁর মহাদেবপুরে ওয়াক্ফ এস্টেটের অর্থ প্রভাবশালীদের পকেটে

নওগাঁয় ভুয়া নথিপত্র তৈরির মাধ্যমে একটি ওয়াক্ফ এস্টেটের নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্ট থেকে কয়েক লাখ টাকা উত্তোলন করা হয়েছে। এস্টেটটির ব্যবস্থাপনা ও পরিচালনা কমিটির মোতাওয়াল্লি বা সভাপতির দায়িত্বে থাকা জেলার মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) এই বিষয়ে কিছুই জানানো হয়নি। অত্যন্ত গোপনে ব্যাংক থেকে টাকা তোলা হয়। এলাকায় জানাজানি হলে শুরু হয় তোলপাড়। সরকারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই বানানোয়াট কাগজপত্র ব্যবহার করে অর্থ ছাড় করায় ব্যাংক কর্মকর্তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। অভিযোগ রয়েছে, সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে স্থানীয় এক নেতার ছত্রছায়ায় ও ব্যাংক ম্যানেজারের যোগসাজশে অনৈতিক উদ্দেশ্যে চক্রের সদস্যরা এই অর্থ উত্তোলন করেছে। ধর্মীয় প্রতিষ্ঠানের অর্থ নিয়ে প্রভাবশালীদের এমন কর্মকাণ্ডে বিস্মিত এলাকাবাসী। জড়িতদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
অভিযোগের বিষয়টি স্বীকার করেছেন অভিযুক্ত আতিকুর রহমান। তিনি দাবি করেন, এটি তার ভুল হয়েছে। উত্তোলন করা ছয় লাখ টাকার মধ্যে থেকে তিন লাখ টাকা ব্যাংকে ফেরত দিয়েছেন। বাকি টাকা কয়েকদিনের মধ্যে ব্যাংক হিসেবে জমা দেবেন বলেও দাবি তার। আর কর্তৃপক্ষ বলছেন, টাকা ফেরত নেওয়ার পর জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন তারা।
খোঁজ নিয়ে জানা গেছে, জেলার মহাদেবপুর উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের গুড়হাড়িয়া পীরপাল ওয়াক্ফ এস্টেট (ই সি নং ১২৮৭৩)-এর প্রায় ২২ বিঘা জমি ও দুটি পুকুর রয়েছে। এ থেকে বছরের পর বছর নানা সুবিধা পেয়ে আসছে গুড়হাড়িয়া গ্রামের বাসিন্দারা। এস্টেটের সম্পত্তি থেকে আয়কৃত অর্থ গ্রামের কবরস্থান ও মসজিদ পরিচালনা এবং নানা উন্নয়ন কার্যক্রমে ব্যয় করা হয়। ২০২৩ সালের তিন অক্টোবর পদাধিকার বলে উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতি ও নওগাঁর ওয়াক্ফ হিসাব পরিদর্শককে সদস্য করে তিন বছর মেয়াদে ১৪টি শর্তে নয় সদস্য বিশিষ্ট ব্যবস্থাপনা ও পরিচালনা কমিটি অনুমোদন দেয় বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসকের কার্যালয়, যার স্মারক ১৬.০২.০০০০.০৫১.০৩১.০০০০.২০/৪৯৮।
গুড়হাড়িয়া গ্রামের বাসিন্দাদের অভিযোগ, সরকার অনুমোদিত কমিটি উপেক্ষা করে গোপনে ভুয়া নথিপত্র তৈরির মাধ্যমে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক মহাদেবপুর শাখা (সেভিংস অ্যাকাউন্ট নং-৫৭১২) থেকে গত ১১ আগস্ট ছয় লাখ টাকা উত্তোলন করেন ঐ গ্রামের আতিকুর রহমান ও তার সহযোগীরা। মহাদেবপুরের প্রভাবশালী এক দলীয় নেতার প্রভাবে ও ব্যাংক ম্যানেজারের প্রত্যক্ষ সহায়তায় উত্তোলন করা অর্থ আত্মসাতের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখেন তারা। এই ঘটনা গ্রামে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। গত ২১ আগস্ট সংবাদকর্মীদের মাধ্যমে খবর পেয়ে বিএনপি নেতা রবিউল আলম বুলেট ও অভিযুক্ত আতিকুর রহমানকে উত্তোলন করা অর্থ এস্টেটের নির্ধারিত ব্যাংক হিসেবে জমা দেওয়ার নির্দেশ দেন ঐ ওয়াক্ফ এস্টেটের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান। এরপর গত ২৪ আগস্ট তিন লাখ টাকা ব্যাংকে জমা দেন অভিযুক্ত ব্যক্তিরা। এখনও বাকি তিন লাখ টাকা আতিকুর রহমান ও তার সহযোগীদের কাছে রয়েছে বলেও অভিযোগ গ্রামবাসীদের।
অভিযুক্ত আতিকুর রহমান জানান, তারা একটি কমিটি তৈরি করে ঢাকায় পাঠিয়েছেন। সংশ্লিষ্টরা অনুমোদন দেননি। পূর্বের কমিটি বহাল থাকা অবস্থায় ব্যাংক থেকে টাকা তোলা তার ভুল হয়েছে। ওয়াক্ফ এস্টেটের মোতাওয়াল্লি ও ইউএনও’র নির্দেশেই তিন লাখ টাকা ফেরত দিয়েছেন। বাকি টাকাও দ্রুত ফেরত দেবেন বলে দাবি তার। নওগাঁর ওয়াক্ফ হিসাব পরিদর্শক সজল মিয়া জানান, অনুমোদন ছাড়া টাকা তোলা ঠিক হয়নি। নতুন কমিটি অনুমোদনের জন্য তাদের মাধ্যমে প্রেরণ করা হয়েছে। কর্তৃপক্ষ এখনও তা অনুমোদন দেননি। ব্যাংক ম্যানেজারের টাকা দেওয়া উচিত হয়নি বলেও জানান তিনি। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক মহাদেবপুর শাখার ম্যানেজার ফরিদ আহমেদ জানান, এসব বিষয়ে জানার মিডিয়ার কোনো এখতিয়ার নেই। "আপনার যা যা করণীয় করেন" বলে ঔদ্ধত্য দেখান এই ব্যাংক কর্মকর্তা। প্রভাব খাটিয়ে অনুসারীদের মাধ্যমে ব্যাংক থেকে অর্থ উত্তোলনের ব্যাপারে মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেটের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদককে সামনাসামনি দেখা করতে বলেন। গুড়হাড়িয়া ওয়াক্ফ এস্টেটের সভাপতি ও মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান বলেন, উত্তোলনকৃত অর্থের মধ্যে থেকে তিন লাখ টাকা ব্যাংকে জমা হয়েছে। টাকা ফেরত নেওয়ার পর জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ

ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা

ত্রিশালে মসজিদে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত

চৌগাছা সরকারী হাসপাতালে ডাক্তার সংকট, চিকিৎসা সেবা ব্যহত

পাঁচবিবিতে সুবিধাভোগীরা পেলেন হুইল চেয়ার
