ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

অতিতে দৃশ্যমান শক্তির সাথে যুদ্ধ করেছি আর এখন অদৃশ্যমান এর সাথে যুদ্ধ করছিঃ কুমিল্লায় বরকত উল্লাহ বুলু


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ২৫-৮-২০২৫ দুপুর ৪:৪১

অতিতে দৃশ্যমান শক্তির সাথে যুদ্ধ করেছি আর এখন অদৃশ্যমান এর সাথে যুদ্ধ করছি বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। এই সময় তিনি আরও বলেন, আগামী নির্বাচন সবচেয়ে কঠিন নির্বাচন হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একদিকে আর সকল ষড়যন্ত্রকারীরা একদিকে। বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে তৃণমূলের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সোমবার (২৫আগষ্ট) কুমিল্লা টাউন হল মাঠে সকাল ১১ টায় কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপি  বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বরকত উল্লাহ বুলু আরও বলেন, ‘৯০-এর গণঅভ্যুত্থান খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই সম্ভব হয়েছিল। সেই অভ্যুত্থানের পর চাইলে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে যেতে পারত। কিন্তু তারা ক্ষমতা নেয়নি। কারণ আমাদের সেনাবাহিনী দেশপ্রেমিক ও মুক্তিযুদ্ধের বাহিনী। তারপর ১৯৯১ সালে একটি ব্যাপক গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। যে নির্বাচনে বেগম খালেদা জিয়া প্রথমবারের মতো বাংলাদেশের নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন।’

এই সময় বুলু আরও বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একমাত্র জনগণের সার্বভৌমত্ব, অর্থনীতি, অধিকারের আদায়ের দল। এ দলই জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রতিনিয়ত আন্দোলন করে যাচ্ছে।" যারা একাত্তরের মুক্তিযুদ্ধকে স্বীকার করে না, যারা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাকে বিশ্বাস করে না, যারা ত্রিশ লক্ষ শহীদকে অস্বীকার করে, বাংলাদেশে তাদের ভোট চাওয়ার অধিকার নাই, রাজনীতি করার অধিকার নাই।

দ্বি-বার্ষিক সম্মেলনে কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপি আহবায়ক রেজাউল কাইয়ুম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 
জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

এই সময় সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সফিউল আলম রায়হান এর সঞ্চালনায় কাউন্সিল উদ্বোধন করেন জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন। 

এই সময় কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম, কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দরা। 

এই সময় আরোও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও কুমিল্লা দক্ষিণ জেলা, মহানগর, উপজেলা বিএনপির আহবায়কবৃন্দ সহ সকল কাউন্সিলররা, বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা সহ হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই সময় ৬ ইউনিয়নের ৮ ইউনিটের ৫৬৮ জন কাউন্সিলরের উপস্থিতিতে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি'র সম্মেলন  প্রস্তুত কমিটির প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মোঃ আলী আক্কাস তত্বাবধানে নির্বাচনের চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেন, এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে- মো: রেজাউল কাইয়ুম, সাধারণ সম্পাদক পদে - শফিউল আলম রায়হান এবং সাংগঠনিক সম্পাদক পদে- ওমর ফারুক নির্বাচিত ঘোষণা করেন।

এমএসএম / এমএসএম

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাফনদীর মোহনায় ট্রলার ডুবি, ৭জেলে উদ্ধার

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ

ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা

ত্রিশালে মসজিদে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত

চৌগাছা সরকারী হাসপাতালে ডাক্তার সংকট, চিকিৎসা সেবা ব্যহত