ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

যানজটের কবলে হাতহাজারী কাচারী সড়ক


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ২৭-৮-২০২৫ দুপুর ৩:১৮

চট্টগ্রামের হাটহাজারীর কাচারী সড়কটি খাগড়াছড়ি-রাঙামাটি মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক। এটি চট্টগ্রাম, খাগড়াছড়ি এবং রাঙামাটির যোগাযোগ মাধ্যম হিসেবে বিবেচিত। এই সড়কে পৌরসভা, সাব-রেজিস্ট্রার, ট্রমা সেন্টার ও বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংকের কার্যালয় অবস্থিত। এই সড়কের দুই পাশে থাকা মার্কেটগুলোতে আসা ক্রেতারা কেনাকাটা করতে যত্রতত্র গাড়ি পার্কিং করে রাখে। এর সঙ্গে অবৈধ অটোরিকশা ও সিএনজি অটোরিকশা, ব্যক্তিগত পরিবহন ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকে। অন্যদিকে, দোকানের সামনে ব্যবসায়ীরা পণ্যের পসরা সাজিয়ে ফুটপাত দখল করায় পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে। এছাড়াও, দোকানের পণ্যবাহী বড় গাড়িগুলো দিনের বেলায় সড়কের উপর দাঁড়িয়ে পণ্য ওঠানামা করার কারণেও তীব্র যানজটের সৃষ্টি হয়।

পৌর ব্যবসায়ী সমিতির আহ্বায়ক এম এ শুক্কুর জানান, "এই সড়কটি পরিমাপ করলে দৈর্ঘ্য ৬০ ফুট, আবার কোথাও কোথাও ৮০ ফুটও রয়েছে। এই দখলকৃত জায়গা উদ্ধার করে সড়কটি প্রশস্ত করতে চাইলে আমাদের ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে প্রশাসনকে সার্বিক সহযোগিতা করা হবে।" তিনি আরও জানান, দিনের বেলায় ব্যবসায়ীরা সড়ক দখল করে পণ্য ওঠানামা করার বিষয়ে প্রশাসন নির্দেশনা দিলে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।

পৌর নির্বাহী প্রকৌশলী এম জেড আনোয়ার জানান, "আমি কিছুদিন হলো যোগদান করেছি। এই বিষয়ে আমি অবগত হয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।"

সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মুহাম্মদ ফারহান জানান, "আমাদের দপ্তরের সার্ভেয়ার কাগজপত্র যাচাই-বাছাই করে জায়গা নির্ধারণ করে নোটিশ প্রদান করবে। পরবর্তীতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।"

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন জানান, "সরকারি ১ নং খতিয়ান জায়গা আছে কিনা তা সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দিয়েছি। এছাড়া অন্য কোনো দপ্তরের জায়গা যদি থাকে, আমাদের সহযোগিতা চাইলে আমরা স্থানীয় প্রশাসন হিসেবে তাদের সহযোগিতা করবো।"

এ বিষয়ে জেলা পরিষদের প্রধান নির্বাহী প্রকৌশলী চৌধুরী রোশন ইসলাম জানান, "আমাদের যে জায়গাগুলো রয়েছে তা শনাক্ত করে এবং যারা দখল করে আছে তাদের নোটিশ প্রদান করা হবে। পরবর্তীতে অভিযান পরিচালনার মাধ্যমে উচ্ছেদ করা হবে। এছাড়াও কোনো আইনি জটিলতা থাকলে, তা আইনি প্রক্রিয়া শেষ করে ফেরত পাওয়ার ব্যবস্থা করা হবে।"

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

টাকার বিনিময়ে সনদ বিক্রি, শিক্ষার্থী নেই তবুও চলছে এমপিওভুক্ত কলেজ

জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে ১৩৯ জন গ্রাহকের মাঝে তেলাপিয়া মাছের পোনা বিতরণ

নেছারাবাদে স্থানীয় চার যুবকের সাহসে টাওয়ার থেকে উদ্ধার মানসিক ভারসাম্যহীন যুবক

তারাগঞ্জে ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, খামারীর লিখিত অভিযোগ

টাঙ্গাইলে স্বর্ণকারের বাড়িতে ডাকাতির মূলহোতা'সহ ৭ ডাকাত গ্রেপ্তার

কুমিল্লায় ভন্ড রাজার বাগের আস্তানা বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল

চট্টগ্রামে ছিনতাইয়ের ঘটনায় চুরি মামলা, উদ্ধারকৃত দুই সিএনজি গায়েব!

কোটালীপাড়ায় শ্রেণিকক্ষে দুর্গন্ধে ২০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি-৮

টাঙ্গাইলে দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে দুদকের গণশুনানি অনুষ্ঠিত

মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শুরু

অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার মিথ্যা বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন - ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন