নবীনগরে ফেসবুকে অপপ্রচার, গ্রামে মানববন্ধন ও থানায় অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ফেসবুকে মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় গ্রামবাসী। এ ঘটনায় গ্রামবাসীর পক্ষে নাছির সরকার থানায় লিখিত অভিযোগও করেছেন।
শুক্রবার (২৯ আগস্ট) সকালে উপজেলার মালাই গ্রামের মধ্য পূর্ব পাড়া চার রাস্তার মোড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন ইউপি সদস্য মাঈনুদ্দিন ঝন্টু, সাবেক ইউপি সদস্য শফিক সরকার, সমাজসেবক ফরহাদ সরকার ও শেখ হাফিজুর রহমান, সহকারী শিক্ষক মনিরুল হক চৌধুরী, সমাজসেবক নাছির সরকার ও খুরশিদ আলম চৌধুরী, বাহরাইন প্রবাসী আনোয়ার হোসেন এবং সাবেক ইউপি সদস্য কাদির চৌধুরী।
বক্তারা অভিযোগ করেন,"প্রতিবাদী বাংলা"সহ
অজ্ঞাতনামা কয়েকটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে সম্প্রতি গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের চরিত্রহনন করে মিথ্যা তথ্য, অশ্লীল বার্তা ও হুমকি ছড়ানো হচ্ছে। এর মাধ্যমে গ্রামে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে একটি কুচক্রী মহল। বক্তাদের ভাষ্য, এসব প্রচারণা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং গ্রামের সুনাম ক্ষুণ্ন করছে।
এ সময় বক্তারা ভুক্তভোগীদের অভিযোগ দ্রুত তদন্ত করে দায়ীদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানান।
এদিকে একই ঘটনায় উপজেলার জিনোদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মালাই গ্রামের বাসিন্দা মৃত শাহজাহান সরকারের ছেলে মো. নাছির সরকার ফেসবুকে তার বিরুদ্ধে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে নবীনগর থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে বলা হয়, একটি ফেসবুক আইডি থেকে নাছির সরকার ও তাঁর পরিবারের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও আপত্তিকর পোস্ট দেওয়া হচ্ছে। এতে সামাজিকভাবে তিনি এবং তাঁর পরিবার হেয় প্রতিপন্ন হচ্ছেন। স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা ব্যর্থ হওয়ায় তিনি থানায় অভিযোগ করতে বাধ্য হয়েছেন।
নাছির সরকার বলেন, ‘আমি একজন সাধারণ মানুষ। ফেসবুকে মিথ্যা প্রচারণা চালিয়ে আমার সামাজিক সম্মানহানি করা হচ্ছে। আমি এর সঠিক বিচার চাই।’
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম

শেরপুর ঝিনাইগাতীতে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত ১

টাঙ্গাইলে গণসংযোগ শেষে ফেরার পথে বিএনপি নেতা এমপি প্রার্থী হামিদুল হক মোহনের মৃত্যু

প্রেম করে বিয়ে, শেষমেষ বালিশচাপায় মৃত্যু

চাঁদপুরে নিবন্ধন সনদ না থাকায় ৪ খাবার তৈরি প্রতিষ্ঠান মালিককে জরিমানা

সীতাকুণ্ডে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হতো আইসক্রিম,ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

পিরোজপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

ত্রিশালে দুই বেকারিকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

মনোহরদীতে খামারিদের মধ্যে মিল্কিং মেশিন বিতরণ

বাকেরগঞ্জে মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে নারী হেনস্তা ও কুপ্রস্তাবের অভিযোগে এজাহার দায়ের

মান্দায় ভূয়া প্রকল্প দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ

বিলাইছড়িতে অবৈধ করাতকলে উজাড় হচ্ছে সংরক্ষিত বনাঞ্চল

অযত্ন-অবহেলায় পায়রার নদীতে নষ্ট হচ্ছে সওজের-কোটি টাকার সম্পদ
