নবীনগরে ফেসবুকে অপপ্রচার, গ্রামে মানববন্ধন ও থানায় অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ফেসবুকে মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় গ্রামবাসী। এ ঘটনায় গ্রামবাসীর পক্ষে নাছির সরকার থানায় লিখিত অভিযোগও করেছেন।
শুক্রবার (২৯ আগস্ট) সকালে উপজেলার মালাই গ্রামের মধ্য পূর্ব পাড়া চার রাস্তার মোড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন ইউপি সদস্য মাঈনুদ্দিন ঝন্টু, সাবেক ইউপি সদস্য শফিক সরকার, সমাজসেবক ফরহাদ সরকার ও শেখ হাফিজুর রহমান, সহকারী শিক্ষক মনিরুল হক চৌধুরী, সমাজসেবক নাছির সরকার ও খুরশিদ আলম চৌধুরী, বাহরাইন প্রবাসী আনোয়ার হোসেন এবং সাবেক ইউপি সদস্য কাদির চৌধুরী।
বক্তারা অভিযোগ করেন,"প্রতিবাদী বাংলা"সহ
অজ্ঞাতনামা কয়েকটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে সম্প্রতি গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের চরিত্রহনন করে মিথ্যা তথ্য, অশ্লীল বার্তা ও হুমকি ছড়ানো হচ্ছে। এর মাধ্যমে গ্রামে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে একটি কুচক্রী মহল। বক্তাদের ভাষ্য, এসব প্রচারণা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং গ্রামের সুনাম ক্ষুণ্ন করছে।
এ সময় বক্তারা ভুক্তভোগীদের অভিযোগ দ্রুত তদন্ত করে দায়ীদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানান।
এদিকে একই ঘটনায় উপজেলার জিনোদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মালাই গ্রামের বাসিন্দা মৃত শাহজাহান সরকারের ছেলে মো. নাছির সরকার ফেসবুকে তার বিরুদ্ধে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে নবীনগর থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে বলা হয়, একটি ফেসবুক আইডি থেকে নাছির সরকার ও তাঁর পরিবারের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও আপত্তিকর পোস্ট দেওয়া হচ্ছে। এতে সামাজিকভাবে তিনি এবং তাঁর পরিবার হেয় প্রতিপন্ন হচ্ছেন। স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা ব্যর্থ হওয়ায় তিনি থানায় অভিযোগ করতে বাধ্য হয়েছেন।
নাছির সরকার বলেন, ‘আমি একজন সাধারণ মানুষ। ফেসবুকে মিথ্যা প্রচারণা চালিয়ে আমার সামাজিক সম্মানহানি করা হচ্ছে। আমি এর সঠিক বিচার চাই।’
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম

ছুটি ছাড়াই ২৩ মাস অনুপস্থিতির পর চসিকে ইঞ্জিনিয়ার তৈয়ব

বেনাপোলে ২ মণ গাঁজা সহ কিশোর আটক

নবীনগরে ফেসবুকে অপপ্রচার, গ্রামে মানববন্ধন ও থানায় অভিযোগ

নেত্রকোনায় জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে লড়ছেন ডাঃ মোঃ আনোয়ারুল হক”

সার পাচারকালে তানোরে ৪০ বস্তা টিএসপি সার জব্দ

সন্দ্বীপ উপজেলা বিএনপির ৫ সিনিয়র নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেবিদ্বার রাজামেহার প্রতিবন্ধী কমপ্লেক্সে আদর্শ বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর ও অভিভাবক সমাবেশ

পর্যটন খাতকে সমৃদ্ধ করলে উদ্যোক্তা সৃষ্টি হবে, অর্থনীতি হবে সমৃদ্ধ: সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন

বেনাপোলে মিজান কসাইকে জবাই করে হত্যা

রোহিঙ্গা অনুপ্রবেশ; সীমান্তে আরও অপেক্ষামাণ ২০থেকে ২৫ হাজার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে

গাজীপুরে অন্তহীন অভিযোগে অভিভাবকদের তোপের মুখে প্রধান শিক্ষক!
