ঢাকা বৃহষ্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

হারাবতী নদীতে মাছ ধরার উৎসব : ক্ষেতলালে মিলনমেলায় শতশত মানুষ


এম রাসেল আহমেদ, ক্ষেতলাল photo এম রাসেল আহমেদ, ক্ষেতলাল
প্রকাশিত: ৩১-৮-২০২৫ দুপুর ১:৫৫

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার হারাবতী নদীতে নেমেছে এক অনন্য উৎসবের আমেজ। ভোর থেকে শতশত মানুষ দলবেঁধে মাছ ধরতে নেমেছেন নদীতে। নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ সকলে মিলে জাল, খাঁচা, ছিপ কিংবা দেশীয় ফাঁদ নিয়ে নেমেছেন মাছ ধরার আনন্দযাত্রায়।

ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের রোয়াইড় গ্রামের নদীপাড় জুড়ে যেন সৃষ্টি হয়েছে গ্রামীণ উৎসবের দৃশ্যপট। মুহূর্তের মধ্যেই ধরা পড়ছে বোয়াল, শিং, টেংরা, কই, শোল ও পুঁটি মাছ। দৃশ্যটি দেখে মনে হয়েছে এটি আর শুধু মাছ ধরা নয়, বরং এক প্রাণের মিলনমেলা।মাছ ধরতে আসা কুসুমসাড়া গ্রামের ফজলুর রহমান  বলেন, প্রতি বছর বর্ষার সময় আমরা এই দিনটার অপেক্ষায় থাকি। সবাই মিলে নদীতে নামা মানে একসাথে আনন্দ আর উৎসব।

সাতার গ্রামের মো. নাইম বলেন, আজ আমরা নদীতে বোয়াল পেয়েছি,কানছ( শিং)-মাগুর পেয়েছি, মনে হয় যেন ঈদের আনন্দ উপভোগ করছি।

যুবকদের সাথে মাছ ধরতে আসা বৃদ্ধ মো.মুকুল বলেন, প্রতিবছর  হারাবতী নদীর মাছ ধরা উৎসব খুব জমে। আমি চেংড়া পেংড়াদের  ( শিশু-শিশোর) সাথে মাছ ধরছি অনেক  ভালো লাগছে। আমি যুয়ান( যুবক) হয়ে গেছি আজ।

স্থানীয়দের ভাষ্য, এ সময়টাতে দূর-দূরান্ত থেকেও মানুষ ভিড় করেন হারাবতী নদীতে। একসাথে মাছ ধরা আর সেই আনন্দ ভাগাভাগি করার মধ্য দিয়ে তৈরি হয় পারস্পরিক সম্প্রীতি ও সামাজিক বন্ধন।

প্রতি বছর বর্ষার মৌসুমে হারাবতী নদী হয়ে ওঠে গ্রামীণ জনপদের মিলনক্ষেত্র। নদীতে নামা মানুষের হাসি-আনন্দ, ঢেউয়ের সাথে মিশে যেন রঙিন করে তোলে গোটা পরিবেশ।
এই আয়োজন শুধু মাছ ধরা নয় বরং আনন্দ, একাত্মতা আর মিলেমিশে থাকার চিরন্তন বার্তাই বহন করছে।

এমএসএম / এমএসএম

লাকসামে আবুল কালাম কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বাঘায় বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫’

তানোরের কচুয়া আইডিয়াল কলেজে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, দীর্ঘ ২৭ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি

কমিউনিটি বেইজড ভার্মি কম্পোস্ট উৎপাদনে স্বাবলম্বী দম্পতি দুদু মিয়া ও জড়িনা বেগম

রাণীনগরে অভিযান চালিয়ে আটশ মিটার চায়না দুয়ারী জাল পুড়ে ভূষিবত

ছাতক এলজিইডি কার্যালয়ে ‘ঘুষ সম্রাট’ রিয়াজ: পিয়ন থেকে কোটিপতি

বিটেশ্বর ইউনিয়ন বিএনপির মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

সরকারি ব্রীজ নির্মাণে নদী থেকে বালু উত্তোলন, ঠিকাদারি প্রতিষ্ঠানের ২কর্মকর্তার কারাদন্ড

কামারখন্দে স্কুল ছাত্রী ধর্ষণ"র‌্যাবের হাতে প্রধান আসামি গ্রেপ্তার

কেশবপুরে সাংবাদিকের উপর হামলার মামলায় প্রধান আসামি উত্তম গ্রেফতার

মধুখালীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

এনালগ মিটারের রিডিং চুরি, ইটভাটায় অবৈধ সংযোগে কোটিপতি আবাসিক প্রকৌশলী মেহেদী হাসান

করলা চাষে ভাগ্য বদলেছে ক্ষেতলালের কৃষকদের