ঢাকা সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

হারাবতী নদীতে মাছ ধরার উৎসব : ক্ষেতলালে মিলনমেলায় শতশত মানুষ


এম রাসেল আহমেদ, ক্ষেতলাল photo এম রাসেল আহমেদ, ক্ষেতলাল
প্রকাশিত: ৩১-৮-২০২৫ দুপুর ১:৫৫

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার হারাবতী নদীতে নেমেছে এক অনন্য উৎসবের আমেজ। ভোর থেকে শতশত মানুষ দলবেঁধে মাছ ধরতে নেমেছেন নদীতে। নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ সকলে মিলে জাল, খাঁচা, ছিপ কিংবা দেশীয় ফাঁদ নিয়ে নেমেছেন মাছ ধরার আনন্দযাত্রায়।

ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের রোয়াইড় গ্রামের নদীপাড় জুড়ে যেন সৃষ্টি হয়েছে গ্রামীণ উৎসবের দৃশ্যপট। মুহূর্তের মধ্যেই ধরা পড়ছে বোয়াল, শিং, টেংরা, কই, শোল ও পুঁটি মাছ। দৃশ্যটি দেখে মনে হয়েছে এটি আর শুধু মাছ ধরা নয়, বরং এক প্রাণের মিলনমেলা।মাছ ধরতে আসা কুসুমসাড়া গ্রামের ফজলুর রহমান  বলেন, প্রতি বছর বর্ষার সময় আমরা এই দিনটার অপেক্ষায় থাকি। সবাই মিলে নদীতে নামা মানে একসাথে আনন্দ আর উৎসব।

সাতার গ্রামের মো. নাইম বলেন, আজ আমরা নদীতে বোয়াল পেয়েছি,কানছ( শিং)-মাগুর পেয়েছি, মনে হয় যেন ঈদের আনন্দ উপভোগ করছি।

যুবকদের সাথে মাছ ধরতে আসা বৃদ্ধ মো.মুকুল বলেন, প্রতিবছর  হারাবতী নদীর মাছ ধরা উৎসব খুব জমে। আমি চেংড়া পেংড়াদের  ( শিশু-শিশোর) সাথে মাছ ধরছি অনেক  ভালো লাগছে। আমি যুয়ান( যুবক) হয়ে গেছি আজ।

স্থানীয়দের ভাষ্য, এ সময়টাতে দূর-দূরান্ত থেকেও মানুষ ভিড় করেন হারাবতী নদীতে। একসাথে মাছ ধরা আর সেই আনন্দ ভাগাভাগি করার মধ্য দিয়ে তৈরি হয় পারস্পরিক সম্প্রীতি ও সামাজিক বন্ধন।

প্রতি বছর বর্ষার মৌসুমে হারাবতী নদী হয়ে ওঠে গ্রামীণ জনপদের মিলনক্ষেত্র। নদীতে নামা মানুষের হাসি-আনন্দ, ঢেউয়ের সাথে মিশে যেন রঙিন করে তোলে গোটা পরিবেশ।
এই আয়োজন শুধু মাছ ধরা নয় বরং আনন্দ, একাত্মতা আর মিলেমিশে থাকার চিরন্তন বার্তাই বহন করছে।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিজয়নগরে আসামী গ্রেফতার করায় অতর্কিত হামলায় এএসআই শেখ সাদী আহত

টেকনাফে মাদক সাম্রাজ্য: কাদের নিয়ন্ত্রণে ভয়ংকর চোরাচালান চক্র

হিট প্রজেক্ট প্রাপ্ত যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের দুই শিক্ষককে সংবর্ধনা প্রদান

রাণীনগরের সেই শিক্ষক আনোয়ারকে সাময়িক বরখাস্ত

মাদারীপুরে ১৮০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১৬ জন

টাঙ্গাইলে ৩৩১২ প্রার্থী থেকে যোগ্যতার ভিত্তিতে ১২০ টাকায় ৫০ জনের পুলিশে চাকরি

উত্তরবঙ্গ সেচ্ছাসেবী সংগঠনের অফিস উদ্বোধন

নতুন শপথের মাধ্যমে বরগুনায় বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শ্রীনগরে রেলওয়ে আন্ডারপাস থেকে নারীর কাটা লাশ উদ্ধার

হাটহাজারীতে জশনে জুলুছ উদযাপিত

গলাচিপায় প্রকল্প বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বাউফলে ড. মাসুদের প্রচেষ্টায় মুক্তি পেল ৩ ইউনিয়নবাসী