ঝিনাইদহে মহিলা রোগীর গালে থাপ্পড় মারলেন ডাঃ দেবাশীষ বিশ্বাস; অন্তরালে যা ঘটেছিল
ঝিনাইদহ সদর হাসপাতালের রেসিডেন্ট ফিজিশিয়ান ডাঃ দেবাশীষ বিশ্বাসের বিরুদ্ধে মহিলা রোগীর গালে থাপ্পড় মারার গুরুতর অভিযোগ তুলেছেন, ভুক্তভোগী নিজেই। ঝিনাইদহ সদর উপজেলার চর মুরারীদহ গ্রামের ঝর্ণা খাতুন (আনুমানিক বয়স-৪৫) জানান, ০৪ সেপ্টেম্বর সকাল সাড়ে নয়টার দিকে ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে। এসময় ভুক্তভোগী ঝর্ণা খাতুন বলেন, "রাউেন্ড এসে ডাঃ দেবাশীষ আমার কপালে হাত রেখে জ্বর মেপে সিভিসি পরীক্ষার কথা বলেন। আমি তখন বলি, ডাঃ জাকির স্যার তো একদিন পর একদিন পরীক্ষা করাতি বলেছে। একথা শুনেই তিনি আমার কপালে চড় মারেন।"
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ০১ সেপ্টেম্বর থেকে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন ঝর্ণা খাতুনের অভিযোগের সত্যতা যাচাই করতে ডাঃ দেবাশীষের চেম্বারে যাওয়ার আগেই তিনি হাসপাতাল পরিত্যাগ করেন। ঘটনার জটিলতা সৃষ্টি হয় ঠিক এখান থেকেই। উক্ত সময়ে ডাঃ দেবাশীষের সাথে সাংবাদিকদের সাক্ষাৎ এবং ভুক্তভোগী রোগীর সাক্ষাৎকার গ্রহণেও বাঁধা প্রদান করে সিন্ডিকেটের কয়েকজন ব্যক্তি। এতেই ঘটে বিপত্তি। ডাঃ দেবাশীষ বিশ্বাসকে নির্দোষ প্রমাণের জন্য একটি মহল বিশেষভাবে ব্যতিব্যস্ত হয়ে পড়ে। এসময় তারা বিভিন্নভাবে সাংবাদিকদের মুখ বন্ধ করারও চেষ্টা চালায়। উক্ত ঘটনার জটিলতা নিয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি একজন রোগী বলেন, "হাসপাতালে এরকম ঘটনা প্রতিদিনই ঘটে। ডাঃ দেবাশীষ একজন ভালো ডাক্তার ও ভালো মানুষ হলেও, তারে যারা চালায় তারা তো ভালো না। খোঁজ নিয়ে দেখেন গা কতবড় সিন্ডিকেট আছে এখানে।"
হাসপাতাল সিন্ডিকেটের বিষয়ে অপর একজন বলেন, "যখন যে দল ক্ষমতায় থাকে, তাদের কেউ না কেউ এই সিন্ডিকেট চালায়। এখানে ডাক্তারদের কিছু করার নেই। ওরা জোর করে নিজেদের ক্লিনিক-ডায়াগনস্টিকে ভালো ভালো ডাক্তার নিয়ে যায়। মূল ব্যবসা তো ওরাই করে।"
এদিকে, হাসপাতাল সিন্ডিকেটের বিষয়ে তথ্য দিতে গিয়ে ভুক্তভোগী একজন রোগী বলেন, "হাসপাতাল কি ডাক্তাররা চালায় নাকি? হাসপাতাল চালাচ্ছে তো সিন্ডিকেট। আপনারা ওদের কিছুই করতে পারবেন না।"
এদিকে, হাসপাতালে ডাঃ দেবাশীষের দেখা না পেয়ে, তার নিয়মিত চেম্বার প্রিন্স হাসপাতালে যোগাযোগ করলে সেখানেও সাংবাদিকদের সাথে খারাপ ব্যবহার করা হয়। অবশেষে দেখা মেলে ডাঃ দেবাশীষ বিশ্বাসের। এসময় তিনি খুবই বিচলিত ছিলেন। তিনি বলেন, "বিশ্বাস করেন ভাই, আমি রোগীর সাথে খারাপ ব্যবহার করিনি। আমি রোগীর কপালে হাত রেখে জ্বর মেপেছি মাত্র। এটি আমাদের রুটিন চেকআপের অংশ। রক্ত পরীক্ষার ব্যাপারটি তো আপনারা জানেন যে, একজন ডেঙ্গু রোগীকে নিয়মিত ফলোআপে রাখতে হয়। বিশেষ করে তার রক্তে প্লাটিলেটের পরিমাণ জানাটা এসময় ভীষণ জরুরি থাকে। আমি সেই জায়গা থেকেই বলেছি। আমি সুস্থ মস্তিষ্কে একজন মহিলা রোগীর গায়ে হাত তুলবো এটি কি সম্ভব? তারপরও, আমি ক্ষমা চেয়েছি। উক্ত ঘটনায় আমি মর্মাহত।"
ঝিনাইদহ সদর হাসপাতালের অনিয়ম ও দুর্নীতি নিয়ে কথা বলতে গিয়ে এক রোগী বলেন, "ডাক্তার-নার্সরা সরাসরি বিভিন্ন ক্লিনিক-ডায়াগনস্টিকে রোগী পাঠায়। এটি তাদের ব্যবসা।"
এদিকে, ঘটনার উল্টোপিঠে, ডাঃ দেবাশীষ বিশ্বাসের ঝিনাইদহ জেলা জুড়ে রয়েছে অনেক সুনাম। তিনি একজন দক্ষ ডাক্তার হিসেবেও সুপরিচিত। বিগত সময়ে, ছোট্ট জেলা ঝিনাইদে অনেক ক্রিটিক্যাল রোগীকে তিনি রেফার্ড না করে রিস্ক নিয়ে চিকিৎসা করেছেন। দীর্ঘ ডাক্তারি জীবনে বিনামূল্যে সেবা দিয়েছেন অসংখ্য অসহায় মানুষের। ঝিনাইদহ প্রিন্স হাসপাতালে চিকিৎসা নিতে আসা একজন রোগী বলেন, "আমি দীর্ঘদিন ধরে দেবাশীষ স্যারের কাছে চিকিৎসা নিচ্ছি। সে খুব ভালো ডাক্তার। ঝিনাইদহে এরকম ডাক্তার নেই বললেই চলে। ভুল হতেই পারে। কিন্তু, ঝিনাইদহে তার মতো মেডিসিন বিশেষজ্ঞ দ্বিতীয়টি নেই। আমার মনে হয় ডাঃ দেবাশীষ বিশ্বাসকে সুযোগ দেয়া উচিত।"
এদিকে, উক্ত ঘটনায় ঝিনাইদহ সদর হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছে ঝর্ণা খাতুনের স্বামী। উক্ত ঘটনায় ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক বলেন, "একজন ডাক্তারের কাছে এমন ব্যবহার আশা করি না। এই ঘটনা ঘটিয়ে থাকলে তাকে শাস্তি পেতে হবে।"
এখন দেখার অপেক্ষা ডাঃ দেবাশীষ বিশ্বাস নির্দোষ, নাকি এটি ছিল একটি অনাকাঙ্ক্ষিত কোন ঘটনা এবং উক্ত ঘটনায় কেনই বা সিন্ডিকেট সদস্যরা এত সক্রিয়! এখানে তাদের স্বার্থই বা কী? ডায়াগনস্টিক-ক্লিনিক ব্যবসা নাকি ভিন্ন কিছু?
এমএসএম / এমএসএম
কুমিল্লায় শতাধিক সংবাদকর্মীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
বেনাপোলে মিথ্যা ঘোষণায় আমদানি ভারতীয় ইলিশের চালান জব্দ
জয়পুরহাটে শীতার্ত শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ
জলমহালে অংশীদারিত্ব নিয়ে প্রতারণা, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রী
শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুদকে দল থেকে বহিষ্কার
শিশু বরণ থেকে স্মার্ট ক্লাসরুম, জামালগঞ্জ বিদ্যালয়ে শিক্ষার নতুন ভোর
শিবচর পুলিশের অভিযানে এক্সপ্রেসওয়ে থেকে লুট হওয়া ৪৬২ গ্যাস সিলিন্ডার উদ্ধার
চাঁদপুরে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত
জেসমিন আরা শরীয়তপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক নির্বাচিত
ভোলাহাটে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
কুড়িগ্রামে প্রবেশন কার্যক্রম আধুনিকায়নে সেমিনার অনুষ্ঠিত