ঢাকা মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

চরাঞ্চলের মানুষের জীবনের চিকিৎসা মানেই যুদ্ধ


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ৯-৯-২০২৫ দুপুর ৩:২৮

‎চিকিৎসা পাওয়া সবার মৌলিক অধিকার। কিন্তু গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলের মানুষের জন্য চিকিৎসা নেওয়া যেন মৃত্যুর সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ। অসুস্থ রোগীকে নদী ভেলা বা নৌকায় তুলে স্বাস্থ্যসেবা পাওয়ার জন্য কয়েক কিলোমিটার দূরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া—এটাই তাদের বাস্তবতা। পথে পথে শারীরিক কষ্ট, অনিশ্চয়তা আর অবহেলার শিকার হয়ে অনেক রোগীর প্রাণ ঝরে যায় অকালে।

‎বর্ষাকাল এলেই চরাঞ্চলের জীবন হয়ে ওঠে আরও দুর্বিষহ। নদী পার হতে হয় নৌকা বা ভেলার ওপর ভরসা করে। তীব্র স্রোত, ভরা নদী আর অন্ধকার রাতের ভয়ংকর যাত্রা অনেক সময় পরিণত হয় মৃত্যুর সঙ্গে লড়াইয়ে। শুকনো মৌসুমে ধুধু বালুচরের মরুভূমি পেরিয়ে যেতে হয় সমতলভূমির হাসপাতালগুলোতে।

‎এরেন্ডাবাড়ির মতিন মিয়া তাঁর অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে বলেন,“আমার মেয়েটা রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। ভেলায় করে নদী পার হলাম। হাসপাতালে পৌঁছাতে পৌঁছাতে ভোর। সেই রাতটা যেন মৃত্যুর সঙ্গে লড়াই ছিল।” তিনি আরো বলেন  আমাদের চরাঞ্চলের মানুষের জন্য এটা নতুন কিছু নয়। অসুস্থতা মানেই অনিশ্চয়তা, চিকিৎসা মানেই যুদ্ধ।

‎চরাঞ্চলে নেই কোনো হাসপাতাল বা উন্নত স্বাস্থ্যকেন্দ্র। কয়েকটি অস্থায়ী উপস্বাস্থ্যকেন্দ্র থাকলেও সেখানে ডাক্তার মেলে না। নেই পর্যাপ্ত ওষুধ কিংবা ল্যাব পরীক্ষার সুযোগ। এ অবস্থায় মানুষ বাধ্য হয়ে হাটে বসা অপ্রশিক্ষিত ওষুধ বিক্রেতাদের কাছে যান। তারা হাতে গোনা কিছু ওষুধ দেন—স্যালাইন, প্যারাসিটামল কিংবা অ্যান্টিবায়োটিক। এতে সাময়িক সান্ত্বনা মেলে, কিন্তু অধিকাংশ রোগ জটিল আকার নেয়।

‎চিকিৎসক সংকট এখানে দীর্ঘদিনের সমস্যা। অনেক সময় মাসের পর মাস কোনো ডাক্তার দেখা যায় না চরাঞ্চলে। ফলে সাধারণ মানুষ জীবন বাঁচানোর শেষ ভরসা হিসেবে অবৈজ্ঞানিক চিকিৎসার ওপর নির্ভর করেন।

‎চরাঞ্চলের গর্ভবতী নারী ও বয়স্ক মানুষ সবচেয়ে বেশি ভোগেন। সন্তান জন্মদানের সময় অনেক নারীকে নদী পার করে হাসপাতালে নিতে হয়। কিন্তু দেরি হয়ে গেলে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা।

‎চর ফজলপুরের রুবিনা বেগম কাঁদতে কাঁদতে জানান তাঁর কষ্টের অভিজ্ঞতা,“আমার ভাবি সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেল। নৌকা জোগাড় করতে দেরি হয়ে গিয়েছিল। হাসপাতালে পৌঁছাতে পৌঁছাতেই শেষ।”

‎অন্যদিকে বয়স্ক ও দীর্ঘস্থায়ী রোগীরা নিয়মিত চিকিৎসা না পেয়ে অকালেই মারা যাচ্ছেন। উচ্চরক্তচাপ, ডায়াবেটিস কিংবা কিডনি রোগের মতো জটিলতা বাড়ছে।

‎চরাঞ্চলের মানুষের একটাই দাবি—অন্তত উপস্বাস্থ্যকেন্দ্র গুলোতে পর্যাপ্ত ঔষধ সরবরাহ এবং সঠিকভাবে যাতে দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা তাদের সঠিক দায়িত্ব পালন করে এবং উপজেলা সদরে যে একটি ৫০ শয্যার আধুনিক হাসপাতাল রয়েছে, এখানে যেন  ২৪ ঘণ্টা জরুরি চিকিৎসা পাওয়া যাবে। প্রয়োজনে বিশেষ নৌকা বা অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করারও দাবি তুলছেন তারা।

‎স্থানীয় ভুক্তভোগী চর কেতকীহাট গ্রামের আব্দুল হালিম কান্নাজড়িত কণ্ঠে বলেন,

‎“চিকিৎসার অভাবে আমার স্ত্রী মারা গেছে। ডাক্তার পাওয়া যায় না, ওষুধ মেলে না। আমরা কি মানুষ না? আমাদের কি চিকিৎসার অধিকার নেই?”

‎ফুলছড়ি উপজেলার সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার হলেও চরাঞ্চলের মানুষ সেই অধিকার থেকে বঞ্চিত।

‎বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন ফুলছড়ি উপজেলা শাখার সভাপতি  অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ সেলিম  বলেন, “প্রতিদিন মানুষ শুধু চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। এটা রাষ্ট্রের জন্য লজ্জাজনক। অবিলম্বে চরাঞ্চলে একটি স্থায়ী হাসপাতাল নির্মাণ করা উচিত।”

‎এরেন্ডাবাড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমান বলেন,‎ “আমরাও চরাঞ্চলের মানুষের কষ্ট দেখি। কিন্তু বড় কোনো হাসপাতাল নির্মাণ সরকারের নীতিগত সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। আমরা চেষ্টা করছি বিষয়টি উচ্চপর্যায়ে পৌঁছে দিতে।”

‎বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা  জাহিদ হাসান জীবন জানান,‎ “চরাঞ্চলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকারের বিষয়। প্রাথমিকভাবে মোবাইল মেডিকেল টিম ও নৌকা অ্যাম্বুলেন্স চালুর উদ্যোগ নেওয়া জন্য এবং ভবিষ্যতে স্থায়ী হাসপাতাল নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো জন্য ।” ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গাইবান্ধা জেলা প্রশাসক মহোদয় কে অনুরোধ করেছি।

‎‎চিকিৎসা পাওয়ার জন্য এভাবে প্রতিনিয়ত যুদ্ধ করে চলেছে ফুলছড়ির চরাঞ্চলের মানুষ। আধুনিক বাংলাদেশে যেখানে শহরে চিকিৎসার অভাবনীয় উন্নয়ন ঘটছে, সেখানে চরাঞ্চলের মানুষ এখনো বেঁচে থাকার জন্য মৌলিক চিকিৎসার জন্য হাহাকার করছে।

‎চরবাসীর আকুতি“আমরা বাঁচতে চাই, চিকিৎসা চাই। নদী পার হয়ে মৃত্যুর মুখে পড়তে চাই না।”

এমএসএম / এমএসএম

গাজীপুর-৩ আসনে আলোচনায় বিএনপির ৪ প্রার্থী, একক প্রার্থী নিয়ে নিশ্চিন্ত অন্য দল

আদালতের দোতলা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা হত্যা মামলার আসামির

রায়পুরে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

চট্টগ্রাম-১৩ আসনে তৃণমূল নেতাকর্মীদের পছন্দের শীর্ষে এস এম মামুন মিয়া

চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক

জুড়ীতে কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ে উপহার প্রদান

গাছে ঝুলন্ত লাশ, পা মাটিতে-শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

মানিকগঞ্জ শহরের প্রবেশমুখে গোলচত্বর ও ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন

ভূরুঙ্গামারীতে নবযোগদানকৃত কুড়িগ্রাম জেলা প্রশাসক এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

রাণীশংকৈলে গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৫

হাটহাজারী নাগরিক সেবা নিয়ে বিপাকে পৌরবাসী। তবে কর্তৃপক্ষের দ্রুত সমাধানের আশ্বাস

নওগাঁর মহাদেবপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠির ৩০তম কারাম উৎসব পালিত