ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ ম্যাচ নিয়ে যা বললেন হংকং কোচ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০-৯-২০২৫ বিকাল ৭:১৬

গতকাল পর্দা উঠেছে এবারের এশিয়া কাপের। একই দিনে অনুষ্ঠিত হয়েছে ক্যাপ্টেনস ডে। যেখানে অধিনায়কদের সংবাদ সম্মেলনে টাইগার কাপ্তান লিটন দাস জানান, প্রস্তুতি ও দলের ফর্ম নিয়ে সন্তুষ্ট তিনি।
নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং। ম্যাচের আগের দিন আজ সংবাদ সম্মেলনে দলটির কোচ কুশল সিলভা বলেন, 'বাংলাদেশ খুব মানসম্পন্ন দল। তাদের ভালো স্পিনার আছে, তাদের ব্যাটিং লাইনআপ বেশ শক্তিশালী। কিন্তু আবারও, আমরা যা নিয়ন্ত্রণ করতে পারি তার উপর আমাদের কাজ করতে হবে এবং পরের খেলায় আমরা যে জিনিসগুলো ভালো করতে পারি সেগুলোর উপর কাজ করতে হবে।'
'আমি মনে করি আমাদের জন্য, অবশ্যই একটি জয় দুর্দান্ত হবে। কিন্তু আবারও, আমাদের জন্য, যতটা সম্ভব এই অভিজ্ঞতা অর্জন করা, প্রতিযোগিতামূলক পর্যায়ে খেলা এবং এই টেস্ট খেলুড়ে দেশগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা নিশ্চিত করাটা জরুরি এবং এটা একটি সত্যিই ইতিবাচক জিনিস হবে যা আমরা নিতে পারি, বিশেষ করে যখন আমরা সহযোগী সদস্যদের বিপক্ষে খেলি।'
বাংলাদেশের বিপক্ষে জিততে হলে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং- এই তিন বিভাগেই ভালো করতে হবে, 'বাংলাদেশের মতো টেস্ট খেলুড়ে দলগুলো খুব প্রতিযোগিতামূলক, তারা সেই সমস্ত বিষয়গুলো দেখছে। কিন্তু আমরা যা নিয়ন্ত্রণ করতে পারি তা হলো আমাদের খেলার উপর মনোযোগ দেওয়া এবং পরের খেলা থেকে সেরাটা বের করে আনার চেষ্টা করা।'
'আমরা খুব বেশি দূরের কথা ভাবছি না। অবশ্যই, বাংলাদেশ একটি খুব মানসম্পন্ন দল। তাই আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা মানসম্পন্ন ক্রিকেট খেলি এবং তিনটি বিভাগেই ভালো করি এবং দেখি আমরা কোথায় শেষ করি।'
নিজেদের সবশেষ ম্যাচের হার নিয়ে কুশল বলেন, 'আমাদের ছেলেদের জন্য একটি দারুণ অভিজ্ঞতা ছিল, বিশেষ করে টেস্ট খেলুড়ে দেশগুলোর সঙ্গে ফ্লাডলাইটের নিচে খেলা। হ্যাঁ, দিনটা আমাদের সেরা ছিল না। আমার মতে, আমরা আমাদের 'এ' গেম খেলতে পারিনি। বাংলাদেশের বিপক্ষে আমাদের প্রথম বল থেকে শুরু করতে হবে।'
'আমি মনে করি বিশেষ করে যখন আপনি একটি টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে খেলছেন, তখন এটা কঠিন। এখানে চ্যালেঞ্জ রয়েছে। অবশ্যই ছোট ভেন্যুতে খেলার চেয়ে ফ্লাডলাইটের নিচে খেলার মাধ্যমে আরও বেশি অভিজ্ঞতা অর্জন করা যায়। কিন্তু এটা আমাদের জন্য কোনো অজুহাত হতে পারে না কারণ আমরা যদি এগিয়ে যেতে চাই, তাহলে আমাদের এই বিষয়গুলোতে অভ্যস্ত হতে হবে।'

 

Aminur / Aminur

'জেতার জন্য যত দরকার সেই রান করবে বাংলাদেশ'

মেসিকে আর্জেন্টিনার জার্সি পরানোর নেপথ্য নায়ক আর নেই

সতীর্থকে চড় মেরে লাল কার্ড: ওল্ড ট্র্যাফোর্ডে এভারটন তারকার অবিশ্বাস্য কাণ্ড

ছন্দে ফেরার আগেই বড় ধাক্কা: আবারও ইনজুরিতে নেইমার

নারী অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, যা বললেন রুবাবা

সাত বছর পেছনে ফেরাল রোনালদোর বাইসাইকেল কিক গোল

মুশফিকের শততম টেস্টে বড় জয়ে আইরিশদের হোয়াইটওয়াশ

পাকিস্তান নাকি বাংলাদেশ, কে হবে আজ চ্যাম্পিয়ন

বড় জয়ে ক্যাম্প ন্যুতে প্রত্যাবর্তন বার্সার, হটাল রিয়ালকে

বাংলাদেশিদের উদারতায় মুগ্ধ লিভারপুলের সাবেক তারকা

হেডের বিশ্বরেকর্ডে দুই দিনেই জিতল অস্ট্রেলিয়া

জয়ের সুবাস নিয়ে দিন শেষ বাংলাদেশের

১৩২ রানে গুটিয়ে গেল অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের লিড ৪০