বাংলাদেশ ম্যাচ নিয়ে যা বললেন হংকং কোচ

গতকাল পর্দা উঠেছে এবারের এশিয়া কাপের। একই দিনে অনুষ্ঠিত হয়েছে ক্যাপ্টেনস ডে। যেখানে অধিনায়কদের সংবাদ সম্মেলনে টাইগার কাপ্তান লিটন দাস জানান, প্রস্তুতি ও দলের ফর্ম নিয়ে সন্তুষ্ট তিনি।
নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং। ম্যাচের আগের দিন আজ সংবাদ সম্মেলনে দলটির কোচ কুশল সিলভা বলেন, 'বাংলাদেশ খুব মানসম্পন্ন দল। তাদের ভালো স্পিনার আছে, তাদের ব্যাটিং লাইনআপ বেশ শক্তিশালী। কিন্তু আবারও, আমরা যা নিয়ন্ত্রণ করতে পারি তার উপর আমাদের কাজ করতে হবে এবং পরের খেলায় আমরা যে জিনিসগুলো ভালো করতে পারি সেগুলোর উপর কাজ করতে হবে।'
'আমি মনে করি আমাদের জন্য, অবশ্যই একটি জয় দুর্দান্ত হবে। কিন্তু আবারও, আমাদের জন্য, যতটা সম্ভব এই অভিজ্ঞতা অর্জন করা, প্রতিযোগিতামূলক পর্যায়ে খেলা এবং এই টেস্ট খেলুড়ে দেশগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা নিশ্চিত করাটা জরুরি এবং এটা একটি সত্যিই ইতিবাচক জিনিস হবে যা আমরা নিতে পারি, বিশেষ করে যখন আমরা সহযোগী সদস্যদের বিপক্ষে খেলি।'
বাংলাদেশের বিপক্ষে জিততে হলে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং- এই তিন বিভাগেই ভালো করতে হবে, 'বাংলাদেশের মতো টেস্ট খেলুড়ে দলগুলো খুব প্রতিযোগিতামূলক, তারা সেই সমস্ত বিষয়গুলো দেখছে। কিন্তু আমরা যা নিয়ন্ত্রণ করতে পারি তা হলো আমাদের খেলার উপর মনোযোগ দেওয়া এবং পরের খেলা থেকে সেরাটা বের করে আনার চেষ্টা করা।'
'আমরা খুব বেশি দূরের কথা ভাবছি না। অবশ্যই, বাংলাদেশ একটি খুব মানসম্পন্ন দল। তাই আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা মানসম্পন্ন ক্রিকেট খেলি এবং তিনটি বিভাগেই ভালো করি এবং দেখি আমরা কোথায় শেষ করি।'
নিজেদের সবশেষ ম্যাচের হার নিয়ে কুশল বলেন, 'আমাদের ছেলেদের জন্য একটি দারুণ অভিজ্ঞতা ছিল, বিশেষ করে টেস্ট খেলুড়ে দেশগুলোর সঙ্গে ফ্লাডলাইটের নিচে খেলা। হ্যাঁ, দিনটা আমাদের সেরা ছিল না। আমার মতে, আমরা আমাদের 'এ' গেম খেলতে পারিনি। বাংলাদেশের বিপক্ষে আমাদের প্রথম বল থেকে শুরু করতে হবে।'
'আমি মনে করি বিশেষ করে যখন আপনি একটি টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে খেলছেন, তখন এটা কঠিন। এখানে চ্যালেঞ্জ রয়েছে। অবশ্যই ছোট ভেন্যুতে খেলার চেয়ে ফ্লাডলাইটের নিচে খেলার মাধ্যমে আরও বেশি অভিজ্ঞতা অর্জন করা যায়। কিন্তু এটা আমাদের জন্য কোনো অজুহাত হতে পারে না কারণ আমরা যদি এগিয়ে যেতে চাই, তাহলে আমাদের এই বিষয়গুলোতে অভ্যস্ত হতে হবে।'
Aminur / Aminur

আগামী মাসে আবারো মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন ১৮ বছরের ইয়ামাল, সেরা দশে কারা আছেন

৯ গোল ও ২ লাল কার্ড, লেভারকুসেনের সঙ্গে পিএসজির ছেলেখেলা

অধিনায়ক হয়ে মাঠে ফিরছেন পান্ত

১ রানে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ দেখাল এভাবেও হারা যায়!

শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ

লঙ্কানদের দুইশ’র পরই থামালেন মেয়েরা

‘কুম্বলের ১০ উইকেটের কীর্তির সেই পিচ মিরপুরের চেয়েও বাজে ছিল’

বাঁচা-মরার ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ, সেমিতে খেলতে যে সমীকরণ

আর্জেন্টিনার জয়রথ থামিয়ে বিশ্বকাপ শিরোপা জিতল মরক্কো

অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পেল না ভারত

দর্শক নেই, খাঁ খাঁ করছে মিরপুরের গ্যালারি
